গত দুই-তিন বছরে NOKIA অন্যান্য ব্রান্ডের Android Smart Phone এর বানের তোড়ে প্রায় ভেসেই যাচ্ছিল। গত কয়েক বছরে প্রায় সব কিছু খুয়িয়ে অবশেষে উইন্ডোজ স্মার্টফোনের পাশাপাশি Android Phone বাজারে ছাড়ল, কিন্তু তা বর্তমান হালনাগাদ কনফিগারেশনের সাথে কোন ভাবেই মিলেনা। তবে NOKIA low end সেটের পাশাপাশি কমদামে High End স্মার্টফোন নিয়ে জোরেশোরেই কাজ চালিয়ে যাচ্ছে।
কিছুদিন আগেই NOKIA এর ফোন ইউনিট পুরোপুরি Microsoft কিনে নিয়েছে। সুতরাং Microsoft তাদের স্মার্টফোনে অজনপ্রিয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমুল সংশোধন, পরিবর্ধন, পরিমার্জনের মাধ্যমে নিয়ে এসেছে Microsoft Windows Phone 8.1
তবে এটি Microsoft Windows Phone 8.1 এর পরিপুর্ন ভার্সন নয়, এর সম্পুর্ন আপডেট আগামি জুনেই পাওয়া যাবে। যা Windows প্রেমিদের সকল চাহিদাকে ভরপুর মিটিয়ে দেবে।
Microsoft Windows Phone 8.1 ভার্সন অত্যান্ত উন্নত এবং স্মার্টফোন ব্যাবহার কারীর চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বের করা হয়েছে। Microsoft Windows Phone 8.1 নতুন কি কি থাকছে সে সম্পর্কে জানতে আমাদের আরেক প্রথিতিযশা টিউনার সাইফুল ইসলাম ভাই এর এই টিউনটি পড়তে পারেন।
NOKIA সরাসরি Microsoft Windows Phone 8.1 অপারেটিং সিস্টেম দিয়ে Lumia 630 বাজারে নিয়ে এসেছে।
Lumia 630 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে। দাম মাত্র ১২৮০০ টাকা। এর আগে NOKIA এত কম দামে বা এর ডাবল দামেও কোন কোয়াডকোর এর ফোন নাই।
কি কারনে এই স্মার্টফোনটি কিনবেনঃ সর্বশেষ Microsoft Windows Phone 8.1 অপারেটিং সিস্টেম, কোয়াড কোর প্রসেসর, Adreno 305 GPU, Gorilla Glass 3, 8GB of built-in memory, 1830 mAh ব্যটারি। আর সর্বশেষ পরিচয়, এটা NOKIA, তাই এটা দুই চক্ষু বন্ধ করিয়া কিনতে পারেন।
কি কারনে এই স্মার্টফোন কেনা থেকে বিরত থাকবেনঃ মাত্র ৫১২ RAM, magnetic field detector (compass) নাই। ফ্রন্ট ক্যামেরা নাই, মাত্র 5 MP ক্যামেরা তাও আবার ফ্ল্যাশ নাই।
আমার কাছে এর সবচেয়ে বড় দুর্বলতা মনে হয়েছে এর ফ্রন্ট ক্যামেরা না থাকা আর 1GB Ram না থাকা। যদি এতে এই দুইটা জিনিস থাকতো, তাহলে দুই মাসেই এই স্মার্টফোন বিক্রি করে NOKIA কোমর সোজা করে দাড়াতে পারতো।
তার পরেও আমি বলবো, Lumia 630 নকিয়ার প্রায় ডুবো ডুবো তরী আবার ভাসিয়ে তুলতে বড় ভূমিকা রাখবে। ইউরোপের কয়েকটি দেশে Lumia 630 ইতিমধ্যে Super HIT. এখন দেখা যাক আমাদের দেশে Android Fobia থেকে কত জনকে Lumia 630 বাগিয়ে নিতে পারে এর নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা Microsoft Windows Phone 8.1 অপারেটিং সিস্টেম দিয়ে।
সময় পেলে আমার পেজটা একটু ঘুরে দেখার দাওয়াত রইলো।
আমাকে স্কাইপিতে পাবেনঃ rasalmahfuj
PRICE | BDT 12800 | |
GENERAL | 2G Network | GSM 850 / 900 / 1800 / 1900 |
3G Network | HSDPA 900 / 2100 | |
SIM | Micro-SIM | |
Announced | 2014, April | |
Status | released 2014, May | |
BODY | Dimensions | 129.5 x 66.7 x 9.2 mm, 78.5 cc (5.10 x 2.63 x 0.36 in) |
Weight | 134 g (4.73 oz) | |
DISPLAY | Type | IPS LCD capacitive touchscreen, 16M colors |
Size | 480 x 854 pixels, 4.5 inches (~218 ppi pixel density) | |
Multitouch | Yes | |
Protection | Corning Gorilla Glass 3 | |
- ClearBlack display | ||
SOUND | Alert types | Vibration; MP3, WAV ringtones |
Loudspeaker | Yes | |
3.5mm jack | Yes | |
MEMORY | Card slot | microSD, up to 128 GB |
Internal | 8 GB, 512 MB RAM | |
DATA | GPRS | Yes |
EDGE | Yes | |
Speed | HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps | |
WLAN | Wi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi hotspot | |
Bluetooth | Yes, v4.0 with A2DP | |
USB | Yes, microUSB v2.0 | |
CAMERA | Primary | 5 MP, 2592 х 1944 pixels, autofocus |
Features | 1/4'' sensor size, geo-tagging, panorama | |
Video | Yes, 720p@30fps | |
Secondary | No | |
FEATURES | OS | Microsoft Windows Phone 8.1 |
Chipset | Qualcomm Snapdragon 400 | |
CPU | Quad-core 1.2 GHz Cortex-A7 | |
GPU | Adreno 305 | |
Sensors | Accelerometer, proximity | |
Messaging | SMS (threaded view), MMS, Email, Push Email, IM | |
Browser | HTML5 | |
Radio | FM radio | |
GPS | Yes, with A-GPS support and GLONASS | |
Java | No | |
Colors | Bright Orange, bright green, bright yellow, white, black | |
- Active noise cancellation with dedicated mic | ||
- SNS integration | ||
- MP3/WAV/eAAC+/WMA player | ||
- MP4/H.264/H.263/WMV player | ||
- 7GB free SkyDrive storage | ||
- Document viewer | ||
- Video/photo editor | ||
- Voice memo/dial/commands | ||
- Predictive text input | ||
BATTERY | Li-Ion 1830 mAh battery (BL-5H) | |
Stand-by | Up to 600 h | |
Talk time | Up to 16 h 20 min (2G) / Up to 13 h 10 min (3G) | |
Music play | Up to 58 h |
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঐ টাকা দিয়ে ওয়াল্টনের সেট কিনলে ভালো