NOKIA অবশেষে কম দামে ভালো কনফিগারেশনের স্মার্টফোন বাজারে নিয়ে আসলো। এই দামে এই কনফিগারেশনের Windows Phone এই মূহুর্তে সাড়া পৃথীবিতে নাই।

গত দুই-তিন বছরে NOKIA অন্যান্য ব্রান্ডের Android Smart Phone এর বানের তোড়ে প্রায় ভেসেই যাচ্ছিল। গত কয়েক বছরে প্রায় সব কিছু খুয়িয়ে অবশেষে উইন্ডোজ স্মার্টফোনের পাশাপাশি Android Phone বাজারে ছাড়ল, কিন্তু তা বর্তমান হালনাগাদ কনফিগারেশনের সাথে কোন ভাবেই মিলেনা। তবে NOKIA low end সেটের পাশাপাশি কমদামে High End স্মার্টফোন নিয়ে জোরেশোরেই কাজ চালিয়ে যাচ্ছে।

কিছুদিন আগেই NOKIA এর ফোন ইউনিট পুরোপুরি Microsoft কিনে নিয়েছে। সুতরাং   Microsoft তাদের স্মার্টফোনে অজনপ্রিয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমুল সংশোধন, পরিবর্ধন, পরিমার্জনের মাধ্যমে নিয়ে এসেছে Microsoft Windows Phone 8.1

তবে এটি Microsoft Windows Phone 8.1 এর পরিপুর্ন ভার্সন নয়, এর সম্পুর্ন আপডেট আগামি জুনেই পাওয়া যাবে। যা  Windows প্রেমিদের সকল চাহিদাকে ভরপুর মিটিয়ে দেবে।

Microsoft Windows Phone 8.1  ভার্সন অত্যান্ত উন্নত এবং স্মার্টফোন ব্যাবহার কারীর চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বের করা হয়েছে। Microsoft Windows Phone 8.1 নতুন কি কি থাকছে সে সম্পর্কে জানতে আমাদের আরেক প্রথিতিযশা টিউনার সাইফুল ইসলাম ভাই এর এই টিউনটি পড়তে পারেন

NOKIA সরাসরি Microsoft Windows Phone 8.1 অপারেটিং সিস্টেম দিয়ে Lumia 630 বাজারে নিয়ে এসেছে।

এর শংক্ষিপ্ত ফিচার গুলোঃ

  • 4.5" FWVGA ClearBlack IPS LCD display with Gorilla Glass 3.
  • Qualcomm Snapdragon 400 SoC with 1.2GHz quad-core CPU,
  • Adreno 305
  • 512MB of RAM,
  • 8GB of built-in memory,
  • MicroSD, up to 128 GB
  • A-GPS support and GLONASS
  • Li-Ion 1830 mAh battery (BL-5H)

Lumia 630 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে। দাম মাত্র ১২৮০০ টাকা। এর আগে NOKIA এত কম দামে বা এর ডাবল দামেও কোন কোয়াডকোর এর ফোন নাই।

কি কারনে এই স্মার্টফোনটি কিনবেনঃ সর্বশেষ Microsoft Windows Phone 8.1 অপারেটিং সিস্টেম, কোয়াড কোর প্রসেসর, Adreno 305 GPU, Gorilla Glass 3, 8GB of built-in memory, 1830 mAh ব্যটারি। আর সর্বশেষ পরিচয়, এটা NOKIA, তাই এটা দুই চক্ষু বন্ধ করিয়া কিনতে পারেন।

কি কারনে এই স্মার্টফোন কেনা থেকে বিরত থাকবেনঃ মাত্র ৫১২ RAM, magnetic field detector (compass) নাই। ফ্রন্ট ক্যামেরা নাই, মাত্র 5 MP ক্যামেরা তাও আবার ফ্ল্যাশ নাই।

আমার কাছে এর সবচেয়ে বড় দুর্বলতা মনে হয়েছে এর ফ্রন্ট ক্যামেরা না থাকা আর 1GB Ram না থাকা। যদি এতে এই দুইটা জিনিস থাকতো, তাহলে দুই মাসেই এই স্মার্টফোন বিক্রি করে NOKIA কোমর সোজা করে দাড়াতে পারতো।

তার পরেও আমি বলবো, Lumia 630 নকিয়ার প্রায় ডুবো ডুবো তরী আবার ভাসিয়ে তুলতে বড় ভূমিকা রাখবে। ইউরোপের কয়েকটি দেশে  Lumia 630 ইতিমধ্যে Super HIT. এখন দেখা যাক আমাদের দেশে Android Fobia থেকে কত জনকে Lumia 630 বাগিয়ে নিতে পারে এর নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা Microsoft Windows Phone 8.1 অপারেটিং সিস্টেম দিয়ে।

চলুন এর কিছু চোখ ধাঁধানো ছবি দেখি, তার পর দেখবো এর ফুল স্পেসিফিকেশনঃ

 

সময় পেলে আমার পেজটা একটু ঘুরে দেখার দাওয়াত রইলো।

আমাকে স্কাইপিতে পাবেনঃ  rasalmahfuj

PRICEBDT 12800
GENERAL2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900
3G NetworkHSDPA 900 / 2100
SIMMicro-SIM
Announced2014, April
Statusreleased 2014, May
BODYDimensions129.5 x 66.7 x 9.2 mm, 78.5 cc (5.10 x 2.63 x 0.36 in)
Weight134 g (4.73 oz)
DISPLAYTypeIPS LCD capacitive touchscreen, 16M colors
Size480 x 854 pixels, 4.5 inches (~218 ppi pixel density)
MultitouchYes
ProtectionCorning Gorilla Glass 3
- ClearBlack display
SOUNDAlert typesVibration; MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
MEMORYCard slotmicroSD, up to 128 GB
Internal8 GB, 512 MB RAM
DATAGPRSYes
EDGEYes
SpeedHSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps
WLANWi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi hotspot
BluetoothYes, v4.0 with A2DP
USBYes, microUSB v2.0
CAMERAPrimary5 MP, 2592 х 1944 pixels, autofocus
Features1/4'' sensor size, geo-tagging, panorama
VideoYes, 720p@30fps
SecondaryNo
FEATURESOSMicrosoft Windows Phone 8.1
ChipsetQualcomm Snapdragon 400
CPUQuad-core 1.2 GHz Cortex-A7
GPUAdreno 305
SensorsAccelerometer, proximity
MessagingSMS (threaded view), MMS, Email, Push Email, IM
BrowserHTML5
RadioFM radio
GPSYes, with A-GPS support and GLONASS
JavaNo
ColorsBright Orange, bright green, bright yellow, white, black
- Active noise cancellation with dedicated mic
- SNS integration
- MP3/WAV/eAAC+/WMA player
- MP4/H.264/H.263/WMV player
- 7GB free SkyDrive storage
- Document viewer
- Video/photo editor
- Voice memo/dial/commands
- Predictive text input
BATTERYLi-Ion 1830 mAh battery (BL-5H)
Stand-byUp to 600 h
Talk timeUp to 16 h 20 min (2G) / Up to 13 h 10 min (3G)
Music playUp to 58 h

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঐ টাকা দিয়ে ওয়াল্টনের সেট কিনলে ভালো

    Level 0

    @ইফতেখার: অবশ্যই ওয়াল্টন কেনা ভালো। কিন্তু সবার পছন্দ আপনার আমার এতটা আস্থা ওয়াল্টনের উপর রাখতে পারেনা।

Level 0

@anikahmed: অনিক আহমেদ আপনার কথায় আমি ওয়াল্টনের দালালী বাদ দিয়ে নোকিয়ার দালালী শুরু করছি। এই পোস্টটা আপনার জন্য উৎসর্গ করলাম, লিঙ্কটাতে ক্লিক করেন।
https://www.techtunes.io/windows-phone/tune-id/287218

ভাই স্মার্ট ফোন সম্পর্কএ আমার ধারোনা নেই বল্লেই চলে। উইন্ডোজ ফোন কেমন। computer এর সফটওয়্যার গুলো কি চোলবে মানে exe ফাইল?

    Level 0

    @mdmasumbillah: না ভাই .exe চালাতে তো পারবেন না। windows ফোনে windows store থেকে download করা ছাড়া কিছুই install দিতে পারবেন না।

Level 0

Android phone সাথে ১ জিবি র‍্যাম সহ কিনতে চাইলে Mtorola Moto E কেনেন। Best phone all over the world at this price point. আমি জাস্ট রিভিউ দেখলাম। বাট উইন্ডোস ফোন কিনতে চাইলে Nokia 630 বেস্ট।

র‍্যম দেইখা কি আর কমু।নোকিয়া বা মাইক্রোসফট কম দাম এ কখনো ১ জিবি র‍্যম দেয়না।

    @dip mazumder: আর এই জায়গাতেই উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম বেস্ট।

    এন্ড্রয়েডের যেই কোয়ালিটর সফটওয়ার, গেইম চালাতে ১ জিবি দরকার একই কোয়ালিটির এপসগুলো চালানোর জন্যে ৫১২ এমবি রেমই এনাফ। কেননা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এন্ডোয়েডের তুলনায় অনেক বেশী নিকুতভাবে মেমরী মেনেজমেন্ট করে।

Level 0

front camera & 1 GB RAM থাকলে আমি এইটা কিনতাম। কিন্তু এখন ভুলেও না।

Level 0

Yes>front camera & 1 GB RAM থাকলে আমি এইটা কিনতাম। কিন্তু এখন ভুলেও না।

Level 0

আমি ১০০০০-১৫০০০ টাকাই ফোন কিনতে চাই সে ক্ষেত্রে Nokia, walton, symphony কোন কোম্পানি ভাল হবে। আমার নিজের প্রথম পছন্দ নোকিয়া। আপনারা দয়া করে আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন। ধান্যবাদ

Level 0

Pagoleo kinbena. Rubbish feature.

Level 0

Sazzad @ Valo feature kinte chaile walton best. 100%

@Naiem , @sazzad উইন্ডোজ ফোনে বেশি রাম লাগেনা। প্রসেসর ভাল হলেই চলে আর এটাতে যে দামে যে প্রসেসর দেয়া হয়েছে তা দুনিয়ায় আর কেউ(ব্র্যান্ড) দিবেনা। আশা করি চালিয়ে দেখবেন

এটা স্বীকার করতেই হবে বাংলাদেশে প্রথম Walton কম দামে android phone বাজারে এনে আলোড়ন ফেলে দেয়, Mtorola Moto E এর specification দেখলাম front camera নাই Flash নাই এর চেয়ে এই দামে walton GH+ কিনা ভালো।