সবাই কেমন আছেন। কিছুদিন হয়ে গেছে windows phone 8.1 announce করেছে Microsoft.
আজকে আপনাদেরকে বলব কিভাবে ৮.১ update দিতে হয়।
প্রথমে ফোন মেমরী 3 or 2.5 GB ফাকা করে নিন
তারপর উইন্ডোজ স্টোর থেকে "Preview for developers software টি ইন্সটল করে নিন।
তারপর settings থেকে phone update এ গিয়ে check for updates তে ক্লিক করুন।
আপনার ফোনে যদি আগের আপডেট গুলো না করে থাকেন, তাহলে তিন চার বার আপডেট নিবে এক এক করে। তারপর ৮.১ ডাউনলোড শুরু করবে। ডাউনলোড শেষ হলে সব মিলিয়ে এক ঘন্টা লাগবে। আপনার নেট স্পিড বেশি থাকলে আরও কম সময় লাগতে পারে। আমার টাতে ডাউনলোড ইন্সটল মিলিয়ে দেড় ঘন্টা লেগেছিল।
এই আপডেট সকল উইন্ডোজ ৮ ফোনের জন্য প্রযোজ্য।( lumia 520,525 included)
নতুন ফিচার গুলো
১। প্রথমেই আমার মন কেরে নিয়েছে start screen. widely আরো অনেক অ্যাপস রাখতে পারবেন। tiles এর background রাখতে পারবেন ইচ্ছামত।
২। নতুন action center, উপর থেকে নিচে swipe করলেই বেরিয়ে আসবে আপনার পছন্দের control গুলো ।
৩। sd card এ আপস ইন্সটল করতে পারবেন।
৪। call history optimized with details.
৫। cortana, এত রেস্পন্সিভ speech recognition এবারি প্রথম আমার জীবনে। যাই বলি করে দিচ্ছে। আপডেট দেয়ার পর cortana কাজ করবেনা। এজন্য আপনাকে প্রথমে region change করতে হবে usa, তারপর add language এ usa english select করে phone update দিলেই কাজ শেষ।
৬। আরো ফাস্ট এবং ইজি এক্সেস।
৭। VPN settings.
আরও জানতে উইন্ডোজ ফোন
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ
আমি riasadrion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ৫২০ এবং ৫২৫ এ কি হবে?