ডেভেলপার আনলক কি জিনিস? এর উপকারিতা কি?
সাধারণত উইন্ডোজ ফোনে আমরা market place ছাড়া অন্য কোথাও থেকে app ইনস্টল করতে পারি না। যারা app developer তাদের বানানো app টি check করতেই Windows Phone 8 Developer Unlock করা হয়। যার ফলে আপনি market place এর বাইরে থেকে .xap (windows phone app extension) ফাইল ইনস্টল দিতে পারবেন। তবে আমরা যারা developer নয় তারা ফ্রী ফুল ভার্সন গেমস ও সফটওয়্যার চালানোর জন্য Developer Unlock করে থাকি ।
কিভাবে করবেন Developer Unlock আপনার ফোনঃ
আজকে সারাদিন ধরে আমার মোবাইল কিভাবে সহজে ডেভেলপার আনলক করা যায় এটার একটা উপায় খুঁজছিলাম। শেষ পর্যন্ত একটা পেয়েছি যাতে একদম সহজ উপায়ে আনলক করে সর্বোচ্চ ১০ টি Unsigned App ইন্সটল করা যাবে। এই পদ্ধতিটার সবচেয়ে বড় সুবিধা মাত্র ৯ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে আনলক করা যাবে। কোন রেজিস্ত্রেশনের ঝামেলা ছাড়াই। এই পদ্ধতিটা আমি http://forum.xda-developers.com/showthread.php?t=2620235 এখানে পেয়েছি।
ডেভেলপার আনলক করার আগে যা করতে হবেঃ
১. আপনার ফোন যদি sdk দিয়ে অথবা অন্য উপায়ে আনলক(Windows Phone Developer Registration) করা থাকলে আনরেজিস্টার করুন ।
২. আপনার ফোন এবং পিসি র সময় এবং তারিখ up to date রাখুন।
৩. আপনার ফোন এবং পিসি Internet এর সাথে connect রাখুন।
৪. আপনার ফোনের স্ক্রিন on এবং Pin Unlocked রাখুন।
কিভাবে কি করবেনঃ
১. এখন নিচের সফটওয়্যার (Chinese app) টা download করে install করুন ।
২. লাল দাগ দেয়া জায়গায় ক্লিক করে ইন্সটল করুন ।
৩. ইন্সটল করার পরে ক্রস বাটনে ক্লিক করুন ।
৪. আপনার মোবাইল পিসিতে usb cable দিয়ে লাগান তাহলে app টি অটোমেটিক চালু হবে। যদি না হয় তাহলে Desktop shortcut ক্লিক করে app টি run করান।
৫. আপনি এই পেইজ টি দেখতে পাবেন । পেইজটি দেখতে পেলে লাল দাগ দেয়া জায়গায় ক্লিক করেন ।
৬. ক্লিক করার পর আপনি এই পেইজ টা দেখতে পাবেন ।
Congratulation!!! আপনার মোবাইল succesfully Windows Phone Developer unlocked হয়েছে।
এখন আপনি সর্বোচ্চ ১০ টি Unsigned xap App ইন্সটল করতে পারবেন।
Sideload করে ফ্রী গেম বা সফটওয়্যার চালানোর উপায়ঃ
যেহেতু আপনার ফোনটি এখন Developer Unlocked, সেহেতু আপনি এখন চাইলে ফ্রী ফুল ভার্সন গেমসও সফটওয়্যার চালাতে পারেন। http://www.games-wp.com অথবা http://www.windowsphonehub.in এ আপনি এরকম ফুল ভার্সন গেম ও সফটওয়্যার পেতে পারেন।
কিভাবে এগুলো আপনি আপনার ফোনে Sideload করে চালাতে হয়ঃ
১.নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড ও Extract করুন(325KB)।
২.সফটওয়্যারটি ওপেন করুন। Add XAP Files এ ক্লিক করুন। XAP ফাইল সিলেক্ট করুন।
৩.তারপর আপনার ফোন USB দিয়ে পিসিতে Connect করুন ও আপনার ফোন Unlock করুন।
৪.এরপর Deploy বাটনএ প্রেস করুন ও কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ পর Confirmation Message পাবেন। OK প্রেস করুন আর বেরিয়ে আসুন।
এভাবেই আপনি Sideload করে ফ্রী গেম বা সফটওয়্যার চালাতে পারেন।
আমি aaglee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন হয়েছে 🙂 আমি অনেক আগেই Developer Unlock করেছি তবে ওটা অন্য পদ্ধতিতে। 🙂