আসসালামু আলাইকু।
কেমন আছেন সবাই?
আশা করছি সবাই ভালো আছেন।
আমি বেশি বড় টিউন করব না।
কম কথায় আপনাকে বোঝানোর চেষ্টা করব।
আজ আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ইউটিউব এ সাবস্ক্রাইব বাটন যুক্ত করবেন।
1) আপনি আপনার ইউটিউব এর লিংংক কপি করেন।
For Example:
আমার ইউটিউব এর লিংক
https://www.youtube.com/channel/UCgsWL0EKdP0DOl8O1HHrEdQ
আপনি আপনার টা কপি করবেন।
2) আপনি আপনার ইউটিউব লিংক এর শেষ এ এই টুকু লিংক যুক্ত করুন?sub_confirmation=1
3) তাহলে আপনার লিংক টা হবে এই রকম
https://www.youtube.com/channel/UCgsWL0EKdP0DOl8O1HHrEdQ?sub_confirmation=1
4) এখন আপনার ইউটিউব এর জন্য সাবস্ক্রাইব লিংক তৈরি
5) সবাই কে এই লিংক শেয়ার করেন।
এখন খুব সহজেই আপনার চ্যানেল এ দ্রুত সাবস্ক্রাইব বাড়ান।
টিউন পরে বুঝতে না পারলে নিচের ভিডিও টি দেখুন
আমি মোঃ সোহানুর রহমান। Student, Hazi Jamal Uddin Degree College, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।