বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজা কেমন যাচ্ছে? অবশ্যই ভাল যাচ্ছে। দোআ করি সবাই যেন পরিপূর্ণ রোজা থাকতে পারে। আমিন।
আজকে আমি যে টিউনটা করছি সেটা হলো উইন্ডোজ বিষয়ক। অনেকেই জানে না কি ভাবে উইন্ডোজ আট কি ভাবে ইন্সটল করতে হয়। এটা শুধুমাত্র যারা নতুন তাদের জন্যই দিলাম। হ্যাঁ, সাথে ভিডিও টিউটোরিয়াল পাবেন।
তাহলে এখন আলোচনায় যাওয়া যায়? কি বলেন?
স্টেপ ১
The Product Key is a 25 character sequence, separated by dashes.
কি বোঝা যায়? বাংলায় লিখলে বুঝতেন তো?
আমার অবস্থা খারাপ হতো তাই ইংরেজিতে লিখছি। যা হোক উইন্ডোজ
তো দিলেন এবার এক্টিভ করে নিন। দেখুন আপনার উইন্ডোজ এর ডিস্কের ভেতর একটা এক্টিভেটর আছে সেটা দিয়ে এক্টিভ করে নিন না পারলে টিউমেন্ট করবেন লিংক দিয়ে দেবো। এবার ডেস্কটপ এর সকল কিছু ঠিক করে নিন। যদি না পারেন তাহলে ভিডিও টা দেখে ফেলুন আর শিখে ফেলুন। মজা লাগছে তাই না? আসলেও মজা লাগার কথা। যা হোক ভিডিও দেখুনঃ
ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাবেন। এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের টিউনে। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, মেতে থাকুন প্রযুক্তির সুরে। আমি মেহেদী। খোদা হাফিয। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ করতে পারেন।
প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
টিউটোরিয়াল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
উইন্ডোজ বিষয়ক টিপস পেতে এখানে ক্লিক করুন
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}