সুপ্রিও পাঠক বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, বন্ধুরা আজ আমি আপনাদের সাথে উইন্ডোজ 8/8.1 Active কিভাবে করা যায় সেটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করলাম। যারা উইন্ডোজ 8/8.1 Active করতে পারেন না তারা এই টিউটোরিয়াল দেখতে পারেন। আশা করছি অনেক সহজেই আপনাদের উইন্ডোজ 8/8.1 Active করতে পারবেন কেননা এখানে দেখানো হয়েছে কিভাবে খুব সহজেই আপনি আপনার উইন্ডোজ 8/8.1 Active করবেন। যার জন্য কোন Product key এর প্রয়োজন হবে না।
আমার দেখানো পথটি সঠীক ভাবে দেখলে এবং সে অনুযায়ী কাজ করলে আপনি খুব সহজেই আপনার উইন্ডোজ 8/8.1 Active করতে সক্ষম হবেন আশা করছি। তারপরেও যারা Active করতে পারছেন না বা বুজতে পারছেন না তারা টিউমেন্ট করুন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি।
বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী টিউনে। ততক্ষনে আপনাদের যাদের যাদের উইন্ডোজ এখনো Active হয়নি বা Active করতে পারেন নি তারা Active করে নিন আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী টিউটোরিয়ালে।
আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টেকটিউন্স কমিউনিটি আমি বার বার চেষ্টা করার পরেও আমার এই টিউনের ভিডিওটি এম্বেড করতে পারছিনা আশা করছি সমস্যাটি ঠিক করে দেবেন।