সবাই কেমন আছেন? এটা টেকটিউনসে আমার প্রথম টিউন। টেকটিউনস সাইটটিকে আমার অসম্ভব ভাল লাগে তাই চেস্টা করি সবসময় প্রযুক্তির সাথে থাকার চেস্টা করি। কোন ভুল হলে খমাসুন্দর দৃস্টিতে দেখবেন আশা করি। আজেবাজে কথা না বারিয়ে কাজের কথায় আসি।
আজকে আমি দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়া যে কোন অপারেয়াটিং সিস্টেম এ স্ক্রিনশট নিবেন। এটা আমার দেখা সবচেয়ে সহজ উপায়, আশা করি আপনাদের কাজে লাগবে।
প্রথমে আপনি যে স্ক্রিন টির শট নিবেন সেখানে গিয়ে কিবোর্ড থেকে Prt sc বাটনে চাপুন
তারপর সার্চ অপশন এ যান
টাইপ করুন "Paint"
Paint অ্যাপ টিতে গিয়ে Ctrl + V প্রেস করুন
তাহলে আপনার স্ক্রিনশট টি পেস্ট হয়ে যাবে
তারপর File অপশন থেকে Save as সিলেক্ট করুন
তারপর আপনার কাঙ্ক্ষিত নাম দিয়ে পছন্দের ডিরেক্টরিতে সেভ করুন
তারপর দেখুন আপনার স্ক্রিনশট টি সেভ হয়ে গেছে।
এডমিনদের উদ্দেশ্যে বলছি যদি এই টিউনে আপনাদের শরতানুযায়ি কোন ভুল হয় তাহলে ভুল শুধরানোর একটা সুযোগ দেবেন। কারন এটি আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করবেন। ফেসবুকে আমি
আমি SHAHOS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice