অফলাইনে ইনস্টল করে নিন উইন্ডোজ 8 এ NET Framework 3.5

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকটিউনস পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরূ করছি আজকের এবং আমার ২য় টিউন। আমি কিছু দিন আগে আমার পিসিতে জানালা ৮.১ ইনস্টল করে একটা সমস্যায় পড়েছিলাম।

 

তাহল ডট নেট ফের্মওয়ার এর কারণে আমি বিজয়ের লেটেস্ট ভার্রসন ইনস্টল করতে পারছি না, তাই এই টেকটিউনস এ অনেক টিউন পড়ে দেখলাম এবং চেষ্টাও করলাম কিন্তু কিছুতেই সফল হতে পারলাম না পরে টেকটিউনস এর অনেক টিউনার ভায়ের সাথে ফেইসবুকে মেসেজ এ আলাপ করলাম তারা আমাকে অনেক সহজ সমাধান দিলেন, তাই আমার টিউনের শুরুতে তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি এই টিউনটি উইন্ডোজ 8 এ NET Framework 3.5 (includes .NET 2.0 and 3.0) প্রবলেম  অনুসরণ করলাম, কিন্তু আমি যে ডিভিডি থেকে উইনডোজ দিয়েছি সেই ডিভিডি এর sources ফোলডার এর ভিতর sxs নামের কোন ফোল্ডারই ছিল না।

তাই আমি কোনভাবেই সফল হতে পারছিলাম না। অবশেষে সিদ্ধান্ত নিতে চললাম আবার আগের জানালা ৭ ই ইনস্টল করব।কিন্তু আল্লাহর মেহেরবানিতে শেষে আর নতুন উইনডোজ ইনস্টল করা লাগেনি সমাধান হয়েছে একটু ভিন্নভাবে। তাহলে এখন শুরু করি কীভাবে সমাধান করলাম আমার এই সমসাটি? এখন আপনাদের সামনে উপস্থাপন করব। শেষবার আবার ডিভিডিটি ইনসাট করলাম এবং সব ফোল্ডার গুলো চেক করা শুরু করলাম।

অবশেষে support ফোল্ডারটির ভিতর পেলাম framework_3.5 নামের একটি ফোল্ডার সেই সফ্টওয়ারটি ইনস্টল করে আমার ডট নেট ফর্মওয়ারটি ইনএবল করলাম এবং সফল ভাবে ইনস্টল করলাম বিজয় সহ আর সকল সফ্টওয়ার।

তাই আপনারা যারা আমার মত এরকম সমস্যায় পড়েছেন বা পড়বেন আপনারা আপনাদের windows ডিভিডি এর support ফোল্ডারটির ভিতর থেকে framework_3.5 এর অফলাইন ইনস্টলার টি ইনস্টল করে নিনি। তাহলে আশা করা যায় আর কোন সমস্যা থাকবে না। আজকের মত এখানেই বিদায় নিলাম সকলে ভাল থাকবেন।

Level 0

আমি সাইদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস