যদি আপনি উইন্ডোজ 8 ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই কোনো সফটওয়্যার রান করতে NET Framework এর সম্যসায় পড়েছেন। এটা দেখায় যে উইন্ডোজ 8 এ NET Framework 3.5 version কাজ করবে না আপনি লেটেস্ট NET Framework 4.5 version ইন্সটল করেন। আপনি যখনই NET Framework রিলেটেড সফটওয়্যার ওপ্নে করতে যান তখনই এই সম্যাসা হয়।
An app on your PC needs the following Windows feature:
.NET Framework 3.5 (includes .NET 2.0 and 3.0)
এখানে দুইটা অপশন থাকে। NET Framework ইন্সটল করেন অথবা স্কিপ করেন। যদি আপনি ইন্সটল নেওয়ার চেষ্টা করেন তাইলে এটা ইন্টারনেট কানেকশন চায়, কিন্তু তাও শেষে গিয়ে দেখেন কাজ হয় না।
তাই কোনো সফটওয়্যার ছাড়াই এই সম্যাসা থেকে বাচার জন্য নিচের পদক্ষেপগুলো লক্ষ্য করুনঃ
বি.দ্র.এর জন্য আপনার উইন্ডোজ 8 এর ডিস্ক থাকতে হবে।
১. প্রথমে উইন্ডোজ 8 এর ডিস্ক আপনার সিডি/ডিভিডি রাইটার রে দেন।কোন কিছু
কপি করতে হবে না। ডিস্ক সিডি/ডিভিডি রাইটার এর ভিতরে থাকা অবস্থাই
কাজ করতে হবে।
২. এরপর Command Prompt(Cmd) তে রাইট ক্লিক করে Run as
Administrator এ ক্লিক করে রান করুন।
৩. এখন নিচের দেওয়া কমান্ড লিখুন বা কপি-পেষ্ট করুনঃ
Dism /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:F:\sources\sxs /LimitAccess
বি.দ্র. আপনার যদি সোর্স মানে সিডি/ডিভিডি রাইটার এর লোকেশন G/I বা অন্যকিছু দেওয়া থাকে তাহলে উপরের কমান্ডের Source:F: এর জায়গায় আপনার
সিডি/ডিভিডি রাইটার এর লোকেশনের নাম দিন।
৪. কমান্ডটি লেখা শেষ হলে Enter বাটনে ক্লিক করুন এবং যতক্ষন না পর্যন্ত অপারেশন কম্পিলিট না হয় ততক্ষন ওয়েট করুন।
যদি তাও আপনার সফটওয়্যার এর প্রয়োজন হয় তাহলে নিচের লিকং এ ক্লিক করুনঃ
http://www.askvg.com/download-microsoft-net-framework-3-5-offline-installer-for-windows-8/
Also Check:
আমি আশিকুল স্বদেশ। Intern, Metrocem Cement, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tricks, it’s very helpful for users keep writing & enjoy wth it
https://www.youtube.com/channel/UCLMKZsyjnyz2jjE_bw_0RMg/videos