আমরা অনেকেই আছি যারা বহুদিন হল এন্ড্রয়েড ডিভাইস ইউজ করছি,কেমন একটা এক ঘেয়েমি লাগছে,তাই না? তবে চলুন তাহলে এন্ড্রয়েড ট্যাবলেট বা স্মার্টফোনে Windows OS ইনস্টল করা যাক,আর হ্যা আপনি এতে উইন্ডোজ সফটওয়্যার অর্থাৎ .exe ফাইলও রান করাতে পারবেন।মজার ব্যাপার!!
যা যা প্রয়োজন হবে :
*🌍আপনার সর্বপ্রথম এই কাজটা বাস্তবে করার জন্য প্রয়োজন হবে একটি "এন্ড্রয়েড চালিত ডিভাইস" ট্যাবলেট বা স্মার্টফোন।
*🌍তারপর যেটি প্রয়োজন সেটি হল একটি কম্পিউটার পিসি বা ল্যাপটপ। এবং একটি কম্পিউটারের সফটওয়্যার "Change My Software 8.1 Edition"
*🌍একটি u.s.b cable এন্ড্রয়েড ডিভাইস কে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য।
*🌍সর্বশেষ যেটি প্রয়োজন সেটি হল একটি গতিসম্পন্ন ইন্টারনেট কাননেকশন।
সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন।এবং ওপেন করুন এবং এর আগে আপনার এন্ড্রয়েড ডিভাইসটি u.s.b cable এর মারফত কম্পিউটারের সাথে কানেক্ট করে নিন।
1.1 |
সফটওয়্যার টি ওপেন করার পর দুটি ওপশন পাবেন Android > Windows 8.1 আরেকটি Windows 8.1 > Android আপনি Android > Windows 8.1 সিলেক্ট করুন এবং Continue ক্লিক করুন।
এবার একটি পেজ আসবে আপনি এখানে আপনার এন্ড্রয়েড এর সকল তথ্য ব্যক-আপ রাখতে পারবেন, এবার ভাষা সিলেক্ট করুন ; সেকেন্ডের মধ্যে আপনার ডিভাইস এর জন্য Driver এবং Windows ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে প্রায় 2500 MB এর মতন ডাউনলোড হবে, সম্পূর্ণ ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
1.2 |
ডাউনলোড কমপ্লিট হলে ইনস্টল বাটনে ক্লিক করুন এবং ইনস্টল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
1.3 |
ইনস্টল হয়ে গেলে আপনার এন্ড্রয়েড ডিভাইসটি রিবুট দিন।তারপর চিত্রের(1.4) মতন পেজ আসলে উইন্ডোজ সিলেক্ট করুন।
ব্যাস! এখন ইনজয় করুন উইন্ডোজ এবং এন্ড্রয়েড একই ডিভাইসে ☺
আল্লাহ হাফেজ।ইনসাআল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর টিউন নিয়ে আসতে পারব ☺
→ নতুনAsus Zenfone Selfie সম্পূর্ন রিভিউ
ঘুরে আসতে পারেন আমার সাইট octacores.com
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দারপ্রান্তে। আসেন আমরা সবাই এই অর্জনে অবদান রাখি, বিজয়ের মুহূর্তকে উপভোগ করি
https://www.techtunes.io/tech-talk/tune-id/440762