এবার আজীবনের জন্য এক্টিভেট করে নিন আপনার Microsoft Windows 8। সাথে এক্টিভেটর এর ডাওনলোড লিংক।

সবাইকে আমার নমষ্কার/সালাম

আশা করছি সবাই ভালোই আছেন।

আবার একটি নতুন টিউন নিয়ে আপনাদের মাঝে এসেছি।  আশা করছি আপনাদের ভালো লাগবে।

আপনারা অনেকেই হয়তো Windows 8 এক্টিভেট করতে গিয়ে  অনেক সমস্যায় পরেছেন। আজ আমি আপনাদের সব সমস্যার সমাধান দেবো মাত্র 51 মেগাবাইট এর একটি এক্টিভেটর এর মাধ্যমে। নিচে এক্টিভেটরটির ডাওনলোড সহ কিভাবেএক্টিভেট করবেন তা দেখিয়ে দিলাম।

 

এই লিংক থেকে সফটওয়ারটি ডাওনলোড করে নিন।

Technical tunes

প্রথমে সফটওয়ারটিতে ক্লিক করুন। নিচের মত দেখতে পাবেন

এখন  Install the Activator   ক্লিক করুন। করার পর নিচের মত দেখতে পাবেন।

 

এখন আমার মাওস পয়ন্টারে যে Windows Logo  টা দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করুন। করার পর নিচের মত দেখতে পাবেন।

 

এইবার আপনার কম্পিউটারের কি-বোর্ড থেকে  Y চাপুন। তারপর এন্টার চাপুন। এইবার আপনার কম্পিউটার অটোমেটিক লগঅফ হবে। এবার লগইন করে কম্পিউটার প্রপারটিস দিয়ে দেখুন এক্টিভেট হয়ে গেছে।

আমি অনেকদিন 2013 থেকে Windows 8 ব্যবহার করতেছি। যদিও Windows 8 আমার PC তে ভালোই চলে। তারপরেও কিছুদিন পর পর আমার PC র Windows চলে যেতো। পরে বুঝতে পারলাম আসলে ঠিকভাবে এক্টিভেট না হওয়ার কারনে এমনটাই হচ্ছে। অনেক খুজাখুজির পর এই সফটওয়ারটির সন্ধান পেয়েছি। আপনারা ব্যবহার করে দেখুন। কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি অাপনাদের সাহায্য করার চেষ্টা করব। বুঝতে কোন সমস্যা হলে আমাকে টিউমেন্ট করে জানান।

আজ  এই পর্যন্ত। আগামীবার নতুন কোন কিছু নিয়ে লিখতে চেষ্টা করব।

ধন্যবাদ

আরো কিছু জানতে চাইলে আমার ছোট্ট ব্লগ সাইটটি একবার ঘুরে অাসবেন Technical tunes

 

Level 0

আমি পাবেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, windows 8,10 এর বিজয় বান্নায় install হচ্ছে না তো।লেখা আছে তো Microsoft framework 3.5 net লেখা আছে।আমি ডাউনলোড ছিলাম।তারপর istall দিলাম eorror দেখা যাচ্ছে।আমার সম্যাসা হয়েছে।তোমার পিকচার দেখেছি।আমি কি করব ভাই।

Level 2

@ মোমিন > আপনি এই লিংক থেকে সফটয়্যারটি ডাউনলোড করে নিন
drive.google.com/uc?export=download&id=0B_XQunuwicp0SXhHOW1VcmVSeTQ
এর পর এই ভিডিও টি দেখে একটিভ করুন
http://www.youtube.com/watch?v=hIbpa48npM0
এর পরও না পারলেে এখান থেকে সরাসরি Microsoft framework 3.5 net ডাউনলোড করুন
download.microsoft.com/download/6/0/f/60fc5854-3cb8-4892-b6db-bd4f42510f28/dotnetfx35.exe

উপরের প্রত্যেক লিংক ব্রাউজারে কপি পেস্ট করলেই ডাউনলোড হবে।

Level 2

@ পাবেল > আমি 8.1 ব্যবহার করি এটার জন্য কিছু আছে নাকী…?

link ta thik kore den vai,kaj korteche na.