উনডোজ ৮ ও ৮.১ স্টার্ট মেনু সল্যুশন

windows 8 and 8.1 start menu solution

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন। যদি কোনও ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।।

তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যার সমাধান ও আছে। আমরা এই তথ্যপ্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করবো। তাহলেই আমাদের তথ্য প্রযুক্তির নীতি মানা হবে। আমরা যত সামনে যাবো ততই মানুষ প্রযুক্তি নির্ভর  হবে।

আমরা অনেকেই উনডোজ ৮ বা ৮.১ ব্যবহার করি কিন্তু অনেকেই স্টার্ট মেনু না থাকার কারনে সমস্যার সম্মুখীন হন।। যখনি আমরা স্মার্ট স্ক্রিন এ যাই নতুন করে আরেকটি উনডো আসে তাই আপনার এই সমস্যা দূর করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

আজকে আমি দেখাবো কিভাবে উনডোজ ৮ ও ৮.১ এর স্টার্ট মেনু সমস্যা সমাধান করা যায়।। আমরা যখন পিসি অন করি তখন নিচের মত দেখায় স্মার্ট স্ক্রিন দেখায়।।

 

এখন   উনডোজ ৭ এর মত করতে  হলে নিচের স্টেপ গুলা ফলো করুন।

প্রথমে এই সফটওয়্যার টি ডাউন লোড করুন।

ডাউন লোড হওয়ার পর সফটওয়্যার টি ইন্সটল করুন।

তারপর আপনার স্টার্ট মেনু তে ক্লিক করুন নিচের মত আসবে।

 

তারপর যে কোনও একটা অপশন সিলেক্ট করুন।।বাচ হয়ে গেলো আপনার উনডোজ ৭ এর মত স্টার্ট মেনু।।

এ টিউন সম্বন্দে আমার ব্লগে গিয়ে ঘুরে আসতে পারেন।

ধন্যবাদ

কোন ও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং টিউমেন্ট

করে জানাবেন।

Level 0

আমি আরমান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ, এটা আমার কাছে অনেক আগে থেকেই আছে, নতুনদের হয়তো কাজে আসবে। আর টেকটিউনে আপনাকে স্বাগতম, সামনে এরকম সুন্দর সুন্দর টিউন আশাকরি আপনার কাছ থেকে।

    ধন্যবাদ ভাই।। দোয়া করবেন যেনও আপনাদের আরও ভালো ভালো টিউন উপহার দিতে পারি।

টিটিতে এবং Ashiktech.com এরকম post চাই

অজস্র ধন্যবাদ আপনাকে ভাইরাসমুক্ত সফটওয়ারটির জন্য।নতুন হিসাবে আমার বেশ কাজে লেগেছে।ভাল থাকবেন,ভাল লিখবেন।

    আপনাকেও ধন্যবাদ। ভাই। ইনশা আল্লাহ সব সময় ভালো কিছু দেয়ার এবং ভাইরাস মুক্ত সব কিছুই পাবেন।

আরমান হোসেন ভাই আপনার প্রথম টিউনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
সবার প্রথমে যেটা বলছি সেটা শুনে হয়ত আপনার খারাপ লাগতে পারে তাই আগে থেকে দুঃখ প্রকাশক করছি। আপনি যে বিসয় নিয়া টিউন করেছেন সেটার লেটেস্ট ভার্সন ৪.২.৪ আর তার ডাইরেক্ট ডাউনলোড লিংক হলো http://www.fosshub.com/Classic-Shell.html/ClassicShellSetup_4_2_4.exe এটা।
আপনি আপনার টিউনে উইন্ডোস ৮ ও ৮.১ স্টার্ট মেনু বলেছেন কিন্তু উইন্ডোস ১০ এ যেহেতু কাজ করতে সক্ষম তাই উইন্ডোস ১০ ও ৮ / ৮.১ স্টার্ট মেনু বললে ভালো হত।
তবে প্রথম টিউনে এটুকু ভুল হতেই পারে , তবে পরের বার আরো ভালো টিউন চাই।

প্রত্যুত্তর এর জন্য আগাম ধন্যবাদ রইলো।

ভালো থাকবেন আর টেকটিউনের পাশে থাকার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই আপনার ভুল ধরার জন্য।। কিন্তু ভার্সন কোন ও প্রবলেম না মনে করি কারন যখন এই টা ব্যবহার করবে আপডেট চাইবে তাই তখন করে নিলেও চল্বে।।আর উনডোজ ১০ এ মে বি স্টার্ট মেনু থাকার কথা।।

    আরমান হোসেন ভাই
    আপনার একই ফাইল যদি আপডেট ভার্সন পাওয়া যায় তবে পুরানো ভার্সন ডাউনলোড করে সেটা আপডেট দেওয়া যদি বুদ্ধিদীপ্ত কাজ হয় তবে আপনি ঠিক কথায় বলেছেন।
    আর তা যদি না হয়ে থাকে তবে ” ভার্সন কোন ও প্রবলেম না মনে করি… ….” ইটা বলা যুক্তিযুক্ত নয়,
    একই ফাইল সাইজ দুই বার ডাউনলোড করে নিজের লিমিটেড নেট ও সময় নষ্ট করার কোনো মানে হয় না।
    আর উইন্ডোস ১০ কেন সব উইন্ডোস এ স্টার্ট মেনু থাকে;
    তবে আপনি স্টার্ট মেনু স্টাইল উইন্ডোস ৭ এর মতো করতে চেয়েছেন ,
    যেটা উইন্ডোস ১০ তে কখনো থাকা সম্ভব নয়,
    উইন্ডোস ১০ এ নিজস্য স্টার্ট মেনু আছে কিন্তু সেটা উইন্ডোস ৭ এর মতো কখনো হতে পারেনা।
    তাই ” উনডোজ ১০ এ মে বি…… ” ইটা বলা যুক্তিযুক্ত নয়,

    আবার ও বলছি রাগ করবেন না আমার কথাই,
    আমি যদি ভুল বলি তবে অবশ্যই বলবেন ।।
    আগাম ধন্যবাদ রইলো প্রত্যুত্তর এর জন্য ।

    ভালো থাকবেন আর টেকটিউনের পাশে থাকার জন্য ধন্যবাদ।

      না ভাই রাগ করবো কেনও ভুল হলে ভুল ধরবেন এটাই শ্রেয়।। আর আপনার কমেন্ট এর সব কথায় আমিও এক মত পোষণ করছি।।
      ধন্যবাদ ভাই।। হয়তো আমি লিখা গুলা ঠিক ভাবে উপস্থাপন করতে পারিনাই তাই অনেকেরি বুঝতে সমস্যা হতে পারে আশা করি সামনের উপস্থাপন আরও ভালো হবে ইনশাল্লাহ।
      আশা করি আপনাকেও পাশে পাবো
      অভিষেক হাজরা