Windows 8 Auto Update Restart সমস্যা [সমাধান]

আসসালামু আলাইকুম ।

আমরা যারা Windows 8 ব্যবহার করি তাদের একটি বড় সমস্যা Auto Update Restart  । এটি হতে অনেকক্ষন সময় নেয় । কোন গুরুত্বপূর্ণ

কাজের সময় যদি এ Update নেয় তখন ঝামেলায় পরতে হয় । তাছাড়া এ আবার কিছুদিন পরপর এ Update নেয়ার notification দেখায় ।

তাই এ Auto Update বন্ধ করার জন্য আজকের এ টিউন ।

যেভাবে বন্ধ করবেন Auto Update Restart :

প্রথমে Windows Key + R চেপে run box আনতে হবে । run এ gpedit.msc লিখে OK তে click করেন ।

এরপর নিচের মত একটি box আসবে । সেখানে Computer Configuration এ ক্লিক করুন ।

এরপর Administrative Templates এ ক্লিক করুন ।

নিচের মত screen দেখতে পাবেন । এরপর Windows Components এ যান ।

এরপর  Windows Update  এ যান ।

Windows Update এ যাওয়ার পর নিচের মত screen দেখতে পাবেন । এখানে No auto-restart with logged on users for scheduled automatic updates installations এ ক্লিক করুন ।

এখানে ক্লিক করার পর নিচের মত box আসবে । সেখানে Enable option এ tick দিয়ে Apply এ ক্লিক করুন ।

এখন থেকে আর Auto Update Restart সমস্যা হবে না । যদি দরকার পরে তবে PC restart দিয়ে দেখতে পারেন ।

তাহলে ভাল থাকবেন  । কোন কিছু বুঝতে না পারলে টিউনমেন্ট এ জানাবেন । 😀  😀

আল্লাহ হাফেজ ।

 

Level 1

আমি নিহাল বেগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

ধন্যবাদ তবে দেরি হয়ে গেছে। কারন ৮টা পালতিয়ে ফেলেছি তো।

আমার টিউন টা আপনাদের কাজে লাগলে আমি খুশি ।

acca apner pc er config ki bolben….vaia..
amer pc te windows 8 use kore sudu restat nay… plz help…

    আমার PC এর RAM : 4GB
    HARD DISK : 1TERA
    Inter Core i5 5th generation
    Graphics Card: 2GB(external)
    আপনার পিসি বারবার restart নেয়ার কারন বলতে পারছি না । যদি এর কোন সমাধান পাই তবে টিউন করে জানাব ।

tnx bro ami er somadan er jonn 5 taka khoroc kore felechi