আসসালামু আলাইকুম ।
আমরা যারা Windows 8 ব্যবহার করি তাদের একটি বড় সমস্যা Auto Update Restart । এটি হতে অনেকক্ষন সময় নেয় । কোন গুরুত্বপূর্ণ
কাজের সময় যদি এ Update নেয় তখন ঝামেলায় পরতে হয় । তাছাড়া এ আবার কিছুদিন পরপর এ Update নেয়ার notification দেখায় ।
তাই এ Auto Update বন্ধ করার জন্য আজকের এ টিউন ।
প্রথমে Windows Key + R চেপে run box আনতে হবে । run এ gpedit.msc লিখে OK তে click করেন ।
এরপর নিচের মত একটি box আসবে । সেখানে Computer Configuration এ ক্লিক করুন ।
এরপর Administrative Templates এ ক্লিক করুন ।
নিচের মত screen দেখতে পাবেন । এরপর Windows Components এ যান ।
এরপর Windows Update এ যান ।
Windows Update এ যাওয়ার পর নিচের মত screen দেখতে পাবেন । এখানে No auto-restart with logged on users for scheduled automatic updates installations এ ক্লিক করুন ।
এখানে ক্লিক করার পর নিচের মত box আসবে । সেখানে Enable option এ tick দিয়ে Apply এ ক্লিক করুন ।
এখন থেকে আর Auto Update Restart সমস্যা হবে না । যদি দরকার পরে তবে PC restart দিয়ে দেখতে পারেন ।
তাহলে ভাল থাকবেন । কোন কিছু বুঝতে না পারলে টিউনমেন্ট এ জানাবেন । 😀 😀
আল্লাহ হাফেজ ।
আমি নিহাল বেগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজে লাগবে।