আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই । আর ভালো থাকাটাই সব সময়ের জন্য প্রত্যাশা । ব্যস্ততার কারণে এখন আর টিউন করার সময় হয়ে উঠেনা । কিন্তু টেক টিউনের ভালোবাসায় সিক্ত হয়ে সময় বের করে ছোট একটি টিউন করার জন্য ছুটে আসলাম ।
যুগের সাথে তাল মিলিয়ে অনেকেই এখন আপডেট অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন । কিন্তু এক্টিভেশন এর ঝামেলায় নতুন অপারেটিং সিস্টেম এর আনন্দ অনেকটাই ম্লান হয়ে থাকে । প্রতিনিয়ত কাজের মাঝখানে এক্টিভেট উইন্ডোজ এর উইন্ডো চলে আসে । পরক্ষণে আবার সেটি ক্লোজ করা হলেও নির্দিষ্ট সময় পর আবার আসে । অতপর আবার করলেও শান্তি নেই এক্টিভেট না করা পর্যন্ত আপনাকে এ জ্বালা সহ্য করতে হবে ।
শুধু তাই নয়, কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে এক্টিভেট উইন্ডোজ এর অবতারণা আপনাকে বারংবার বিরক্ত করবে এটাই স্বভাবিক । চলুন এ থেকে নিস্তার লাভ করি ।
আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ 8.1 প্রো অথবা উইন্ডোজ 8.1 কোর ভার্সন হয়ে থাকে তবে কোন সমস্যা নেই আপডেট যেকোন ভার্সন আপনি এক্টিভেট করে নিতে পারেন চিরতরে ।
প্রথমে নিচের লিংক থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন ।
তারপর এটি রান করুন ।
পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন K!R@N
এটি ইন্সটল হলে এখন আপনি আপনার ভার্সটি সিলেক্ট করে দিন ।
অতপর ওকে করলেই ব্যাস হেয়ে গেল আপনার এক্টিভেশন ।
এবার কম্পিউটার রিস্টার্ট দিন ।
আর মাই কম্পিউটার এর প্রপার্টিজ-এ গিয়ে দেখুন ...
এখানে উন্ডোজ ইজ এক্টিভেটেড এ লেখা দেখতে পেলেই বুঝতে পারবেন আপনার অপারেটিং সিস্টেমটি আসলেই এক্টিভ হয়ে গেছে ।
এখন আর যথন তখন একটিভ করার জন্য আপনাকে তাগাদা দিবেনা, অযাচিত রেসপন্স আপনাকে বিরক্ত করবেনা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
এরকম একটি লেখা আমার নতুন ব্লগে পূর্বে প্রকাশিত । ব্লগটিতে আপনারাও লিখবেন সে প্রত্যাশাতো করতেই পারি ।
অনেক ধন্যবাদ সবাইকে ।
এবং
শুভ কামনা রইলো ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
ধন্যবাদ। নাইস টিউন।