আমরা অনেকেই আছি যারা উইন্ডোজ ৭ ইউস করছি... এমন কি আমিও ..
আমি তো ২ একদিন পর পর সেটআপ দি কখনো উইন্ডোজ 8.1 আবার কখনো উইন্ডোজ 7
আসলে উইন্ডোজ ৮ এর চেয়ে ৭ এর স্পিড এখনো অনেক ভাল... (আমার কাছে) আর এই কথা মোটামুটি সবাই বিশ্বাস
করবে (সবাই নাও করতে পারে) অন্তত যারা ডেক্সটপ পিসি ইউস করে ।
কিন্তু তাই বলে উইন্ডোজ ৮ কে একেবারে ফেলে দিলে হবে না... উইন্ডোজ ৮ কয়েকটি
ফিচার বিশেষ করে স্টার্ট স্ক্রীন , সাইড বার , আমার কাছে দারুন লাগে ,আসলে আমার
সেটআপ দেয়ার মুল কারন উইন্ডোজ ৮ এর এই দুটি ফিচার এর জন্য ,তো এখন আর ভাবতে হবে না...
এখন ইচ্ছা করলে আপনি আপনার উইন্ডোজ ৭
এই উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রীন ও সাইড বার অ্যাড করতে পারবেন , সুধুমাত্র একটি সফটওয়্যার ইন্সটল
এর মাধ্যমে ,
তো দেরি না করে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন
http://www.mediafire.com/download/yzvs0y5calyar43/winmetro-setup.rar
Rar Password : bubtuniversity
আমার ফেসবুক পেজ ভাল লাগলে ঘুরে আসতে পারেন
আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ,zip file e to pass ase ???