অনেকদিন পর আবার টিউন করতে বসলাম। আজকের টিউন উইন্ডোস ৮.১ নিয়ে। যারা windows 8.1 ব্যবহার করেন তারা জানেন এর Explorer windows 7 এর মত নয়। এখানে My Documents, My Music, My Pictures, এবং My Videos নামে ৪ টা ফোল্ডার থাকে। এগুলোকে রিমুভ করার কোন অপসন থাকে না।
কিন্তু আপনি ইচ্ছা করলে এগুলো রিমুভ করতে পারেন। যা করলে আপনার Explorer কে অনেকটা Windows 7 এর Explorer এর মত লাগবে। এর জন্য আপনাকে আপনার Registry File Edit করতে হবে, যা অনেক ঝামেলার। এ জন্য আমি আপনাদের Edit করা ফাইল দেব। আপনি শুধু নিচ থেকে জিপ ফাইল ডাউনলোড করে Extract করুন। এখানে দুটো ফাইল পাবেন। একটা ফোল্ডার রিমুভ করার জন্য, আরেকটা কেউ পুনরায় ফোল্ডার গুলো ফিরে পেতে চাইলে তা Restore করার জন্য। File টিতে ক্লিক করে শুধু OK Permission দিন। ফোল্ডার রিমুভ করার পর আপনার File Explorer টি এরকম দেখাবে,,
এখান থেকে ডাউনলোড করে নিন, http://www.2shared.com/file/T0GzI_53/Remove_All_Folders_By_Ripon501.html
কোন দরকার হলে আমাকে ফেসবুকে যোগাযোগ করতে পারেন,https://www.facebook.com/Ripon501
আমি রিপন রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a very simple boy having a lot of dream....,
Nice Post Brother.
Can visit my new bangla blog-www.tuneshot.blogspot.com