উইন্ডোজ ১০ আসছে। উইন্ডোজ ১০ এর জন্য মাইক্রোসফ্ট বর্তমানে ইউজার ফিডব্যাক চালু করেছে। আপনার আইডিয়া যদি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায় তাহলে আপনার আইডিয়া উইন্ডোজ ১০ এ ইম্পলিমেন্ট করা হবে।
আমি কিছুদিন আগে নতুন একটি আইডিয়া সাবমিট করেছি। আপনারা যারা উইন্ডোজ এইট চালিয়েছেন, লক্ষ করে দেখবেন উইন্ডোজ ৮ এর ডিফল্ট ওয়ালপেপারটা ভাল নয়। এমনকি উইন্ডোজ 8.1 এও একই অবস্থা। সেই তুলনায় উইন্ডোজ এক্সপি’র ডিফল্ট ওয়ালপেপারটা অনেক সুন্দর ছিল।
আপনি কি জানেন উইন্ডোজ এক্সপি’র ওয়ালপেপার টা পৃথিবীর সবচেয়ে দেখা ছবি? পৃথিবীর সবচেয়ে বেশীবার দেখা এ ফটোগ্রাফটি ক্যাপচার করেছেন Chuck O'Rear নামের এক ভদ্রলোক।
তার তোলা Bliss Photograph পৃথিবীর সবচেয়ে বেশীবার দেখা ছবি। হোয়াইটহাউজ থেকে বাংলাদেশের অজপাড়াগায়েও উইন্ডোজ এক্সপির ব্লিস ওয়ালপেপারটাকে দেখা যায়।
উইন্ডোজ ১০ এর জন্য একটি ফিচার রিকোয়েস্ট করলাম। ব্যাপারটা এরকম - আমি বলেছি মাইক্রোসফ্টের Chuck O'Rear নামের একজনকে নেক্সট ডিফল্ট ওয়ালপেপারের জন্য হায়ার করা দরকার। কে এই Chuck O'Rear? উনি আর কেউ নয়, পৃথিবীরর সবচেয়ে বেশি দেখা ফটোগ্রাফ টা উনার তোলা। জ্বি হ্যা, উইন্ডোজ এক্সপির ডিফল্ট এবং সবচেয়ে বেশিবার দেখা Bliss Wallpaper এর ফটোগ্রাফার উনি।
আপনি যদি আমার সাথে সহমত প্রকাশ করেন তাহলে নিচের লিংকে যেয়ে ৩টি ভোট প্রদান করুন।
Help to shape a better, beautiful Windows
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
vote dia 300 puron korlam but, koto vote dorkar.