আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কমেন আছনে সবাই??? আশা করি ভালো। আমওি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র রহমতে ভালো আছ।ি আজ আমি টেকউিনস এ আমার জীবনরে প্রথম টিউন করছি ।
আজ আমি আপনাদের ১ ক্লিক এ পিসি শাটডাউন করানো শিখাবো। আমরা যারা উইন্ডোস ৮, ৮.১ ব্যবহার করি বিশেষ করে ৮ এর ক্ষেএে শাটডাউন করার জন্য ৩ থেকে ৪ টা ক্লিক দিতে হয়। অনেক সময় বিরক্ত লাগে তাই আপনাদের জন্য ছোট একটি শর্টকার্ট কোড আমি আপনাদেরকে দিব যেটা মাধ্যমে ১ ক্লিক এ পিসি শাটডাউন করতে পারবেন।
১। প্রথমে ডেক্সটপে মাউস এর রাইট বাটন চেপে নিউ শর্টকার্ট এ কিল্ক দেন
২। এবার এই কোডটুকু কপি করুন অথবা লিখুন
shutdown /s /t 0
তারপর নেক্সট করে ফিনিস করে দিন।
৩। ব্যাস কাজ শেষ। ডেক্সটপে যে শর্টকাট এসেছে এটাই হচ্ছে ১ কিল্ক শাটডাউন । কোড টার শেষে টি এর পড়ে আমি ০ দিয়েছি তার মানে ০ সেকেন্ডের ভিতরে শাটডাউন হবে,এভাবে ১ দিলে ১ সেকেন্ড পর । শর্টকাট টির প্রপারট্রিক্স এ গিয়ে আইকন পরিবর্তন করে শাটডাউন এর আইকন দিতে পারেন।
কেমন লাগলো ভুল হলে অব্যস্যই মাফ করবেন কারন এটা আমার ১ম টিউনস। দোয়া করবেন যাতে করে আরো ভালো ভালো টিপস আপনাদের দিতে পারি।
আমি আকিফ আদনান রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসহ্য যন্ত্রনা থেকে মুক্তি দিলেন ভাই ।