আসসালামু আলাইকুম।
কেমন আছেন?
আশা করি ভাল আছেন। 🙂
মাইক্রোসফট প্রতিনিয়ত নতুন নতুন অপারেটিং সিস্টেম বাহির করতেসে।
আর প্রত্যেক টাতেই অনেক ফিচার রয়েছে।
আর তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম হলে Windows 8 বা 8.1
অনেকেই এখনও উইন্ডোজ ৭ ব্যাবহার করেন।
আবার অনেকেরই ইচ্ছা আছে উইন্ডোজ ৮ ব্যাবহার করার।
আর আমার তাদের জন্যই নিয়ে এলাম উইন্ডোজ ৮ । ( কমপ্রেস করা)
মাত্র ১১ এমবি।
Extract করার পর তা হবে 3.49 GB
ভায় পাইয়েন না Extract করতে ঘণ্টার পর ঘণ্টা লাগবেনা।
মাত্র ৫-৭ মিনিট সময় লাগবে :p
ইন্সটল পদ্ধতিঃ
১. প্রথমে রার ফাইলটি আন-রার করুন।
২. উইন্ডোজ ৮ এর .iso ফাইলটি Burn করুন একটা সিডিতে UltraISo ব্যাবহার করে।
৩. উইন্ডোজ ৮ ইন্সটল করুন, Activator ডাউনলোড করুন। Enjoy. 🙂
Password : samimomin.blogspot.com
ওকে আজ এই পর্যন্ত ।
ভাল থাকুন। সুস্ত থাকুন।
আসসালামু আলাইকুম।
আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাউল পোষ্ট লিংক কই