উইন্ডোজ ৮.১ সেটাপ দিয়া পড়লাম বিপদে। সিডিতে লেখা ছিলো অটো এক্টিভেটর, বিশ্বাস কইরা খাইলাম ধরা। শুরু করলাম গুগল মামার বাড়ী যাতায়াত, কিন্তু ভালো সুফল পাচ্ছি না। ভাবলাম টেকটিউন্স-এ একবার ট্যারাই কইরা দেখি। সেইখানেও সুবিধা পাইলাম না। তারপর আবার গুগল মামার বাড়ী। অবশেষে বহুত ঝক্কি ঝামেলা পোহাইয়া এইডা পাইলাম তাও আবার চৌদ্দ ঘাটের পানি খাইয়া। মানে প্রথমে ওদের একটা ফাইল ডাউনলোড করো, তারপর ওই ইএক্সই এক্সট্রাক্ট কইরা তার ভিতর থাইকা আবার এক্টিভেটরের একটা লিংক ডাউনলোড করো, তারপর ওই লিংক থিক্যা মুল একটিভ্যাটর। পুরা কাম সাইরা মনে মনে ভাবতেছি আমার মতো শেয়াল পন্ডিতের যদি এতো কাহিনী কইরা উইন্ডোজ একটিভ করতে হয়, তাইলেতো সাধারণ ইউজার পুরাই ..................
তাই এইখানে টিউনাইলাম। ডাইরেক্ট একটিভ্যাটর, নো কাহিনী ডাউনলোড লিংক
* কারো কামে লাগলে কমেন্ট-এ জানাইয়েন, খুশি হমু
টেকটিউনস-এ পুরান বাট পরথম পুস্ট 😆
আমি আফরোজ আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেচে আছি ডালভাত খেয়ে, কাজ কাম বলতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের টুকটাক ট্রেইনিং করাই। আর একটু আধটু আউটসোর্সিং করি।
আমার কাছে Pre-Activated Version আছে, আপনার প্রয়োজন হলে মেইল করবেন। টরেন্ট ফাইল পাঠিয়ে দেব।