ডট নেট ফর্মওয়ার ডাউনলোড করে নিন আপনার উইনডোজ পিসির জন্য – offline installer

ডট নেট ফার্মওয়ার  -উইনডোজ 8 এর একটি অন্যতম সমস্যা । কেননা এতে ডট নেট ইন্সটল করে নিতে হয় । না হলে কিছু কিছু সফ্টওয়্যার ইউজ করা যায় না । যেমন -লেটৈস্ট বিজয় । এটি ডট নেট ফার্মওয়ার ছাড়া কাজ করবে না । এছাড়া আরও অনেক সফট । সেটা বলে শেষ করা যাবে না । যাই হোক যারা এই সমস্যায় পড়বেন , তারা নিচে থেকে ডট নেট ফার্মওয়ার এর অফলাইন ইনস্টলার টি ডাউনলোড করে নিন । আর কথা বাড়াতে চাই না ।

যে কনফিগ এর পিসি দরকার

  • 1 GHz or faster processor
  • 512 MB of RAM
  • 850 MB of available hard disk space (x86)
  • 2 GB of available hard disk space (x64)

যে অপারেটিং সিষ্টেম সাপোর্ট করবে

Windows 7 Service Pack 1, Windows 8, Windows Server 2008 R2 SP1, Windows Server 2008 Service Pack 2, Windows Server 2012, Windows Vista Service Pack 2

ডাউনলোড  ( windows 8.1 )

ডাউনলোড  ( windows 7 or 8 or 8.1)

সবাই ভাল থাকবেন আর সবাইকে ভাল রাখবেন ।

আমি ফেসবুক এ 

আমার ওয়েবসাইট

আমার পেজ 

Level 0

আমি zealous khokon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকনোলজি কে ভালবাসি । ভালবাসি টেকনোলজি এর সাথে সময় কাটাতে । নিজে যেটুকু জানি তা জানতে চাই অন্যকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ।

Install করার নিয়মটি বললেন না, এটি অনলাইনে ইন্সটল করতে হয়।

    মাহমুদ কলি @ ভাই টাইটেল টা ভাল করে লক্ষ করেন – অফলাইন ইন্সটলার লেখা আছে । ধন্যবাদ

3.5?

প্রথমে টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে সমস্যার কথা বলেছেন আসলে ওইটা কোন সমস্যা না। আমাদের জানার ভুল। উইন্ডোস ৭ এ অটোমেটিক ইনিস্টল থাকে উইন্ডোস ৮ এ DVD থেকে ইনিষ্টল করে নিতে হয়। তবে তার জন্য একটা কোড লিখে .bat ফাইল তৈরী করে .bat ফাইলটা কে administrator এ run করাতে হয়। আমি কোড টা দিয়ে দিচ্ছি।
@echo off
echo.
Dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /All /Source:G:\sources\sxs /LimitAccess

echo. কোড গুলো কপি করে নোট প্যাডে পেস্ট করুন।Source:G এখানে খেয়াল করুণ Source:G হচ্ছে সিডি রুমের ড্রাইভ লেটার।আপনার সিডি রুমের ড্রাইভ লেটার যেটা হবে আপনি সেইটা বসাবেন। তারপর .bat ফাইল extention দিয়ে সেভ দিয়ে দিন আপনার কম্পিউটারে। এর পর ডিভিডি রুমে উইন্ডোজের DVD প্রবেশ করান। bat ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করে run as administrator ক্লিক করুণ। দেখবেন কাজ শুরু হয়ে গেছে। কিছু সময় নিবে অপেক্ষা করুণ। সবুরে মেওয়া ফলে।এবার কাজ শেষ।

    বাধন @ যদি এমন হয় আপনার উইনডোজ এর ডিক্স নেই , তখন আপনি কী করবেন ? তখন অবশ্যই এটি প্রয়োজন হবে । অপার নিয়ম টা আমি + অনেকেই জানি । এ নিয়ে টিটি তে অনেক পোস্ট হয়েছে । কমেন্ট করার জন্য ধন্যবাদ ।

শেয়ার করার ধন্যবাদ ।

Apnito sxs er vitorer file dilen…aita install dei kivabe?? nai kono setup file. just copy paste er kaj…instller hoylo kamne??

অনেক দিন ধরেই এই সফটওয়্যার টা খুজতেসি। শেষ পর্যন্ত পাইলাম।

ধন্যবাদ ভাই এই টিউন টা করার জন্য।