কিভাবে windwos 8.1 কে Windows 8.1-Update 1 এ আপডেট করবেন

মাইক্রোসফট   ৮.১ এর জন্য  নুতন   একটি আপডেট   দিয়েছে । এই   আপডেট  এ কিছু পরিবর্তন   এনেছে। নীচের  ছবি   লক্ষ্য করুন। স্টার্ট  স্ক্রিন এ   সার্চ এবং  পিসি  স্লিপ, রিস্টার্ট  এবং  বন্ধ করার অপশন  অ্যাড  হবে।
এছাড়াও  আপনার স্ক্যাই ড্রাইভ  পরিবর্তন  হয়ে  onedrive  হয়ে যাবে। এবং swap  করে  অ্যাপস  ক্লোজ করার  পাশাপাশি  ম্যানুয়ালি   close,minimizes  মেনু বার  ইত্যাদি  যুক্ত হবে কিন্তু এ ক্ষেত্রে  কোন  প্রোগ্রাম  close  করার  জন্য  আগে যে  হ্যান্ড আইকন আসতো সেটা  আসবে না......। এবং আরও  অন্যান্য   windows security's upadte হবে।

windows-8.1-start-screen-update-1-640x353.jpg

প্রথমে নীচের লিঙ্ক গুলো থেকে ভার্সন অনুযায়ী  ডাউনলোড করে  নিন
Official Windows Update download links:

windows-8.1-desktop-taskbar-metro-apps-640x544.jpg

আপনি  এখানে  ৬ টি   আলাদা  ফাইল পাবেন ।
আপনাকে নীচের   বিন্যাস অনুযায়ী ফাইল গুলো   ইন্সটল করতে হবে ।
মনে রাখবেন ( এই  শ্রেণি অনুযায়ী   ইন্সটল করতে হবে)
আপনার  কম্পিউটার  প্রথম  ১=KB2919442   install   এ  restart  হবে না,
কিন্তু  বাকি  ৫ টি  update install এ  ৫ বার  restart করতে হবে ।

  1. KB2919442
  2. KB2919355
  3. KB2932046
  4. KB2937592
  5. KB2938439
  6. KB2934018

আজ এই  পর্যন্ত

পোস্টটি  প্রথম প্রকাশিত হয়েছিল এখানে
ফেসবুকে  আমি
টেকি ব্লগ
পার্সোনাল ব্লগ
টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি  লাইক  দিতে পারেন
  এক ক্লিকে সেভ করুন ব্রাউজার(মোজিলা) এর সব ছবি   সময় বাঁচান ! ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন  এক ক্লিকে সেভ করুন ব্রাউজার(মোজিলা) এর সব ছবি   সময় বাঁচান !   এক ক্লিকে সেভ করুন ব্রাউজার(মোজিলা) এর সব ছবি   সময় বাঁচান !   এক ক্লিকে সেভ করুন ব্রাউজার(মোজিলা) এর সব ছবি   সময় বাঁচান ! ………………
ধন্যবাদ  এক ক্লিকে সেভ করুন ব্রাউজার(মোজিলা) এর সব ছবি   সময় বাঁচান !

Level 0

আমি আইনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভাল লাগে প্রযুক্তির সাথে থাকতে,নুতন কিছু জানতে এবং জানাতে। http://www.aimzworld007.Tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই থাকলে অ্যাক্টিভ কী টা আমারে দিতে পারবেন? Windows 8.1 টা এখন অ্যাক্টিভ করতে পারি নাই। কারন AutoKMS পিসি তে একটু জামেলা করে । অন্য কোন ভাবে অ্যাক্টিভ করার নিয়ম থাকলে বলবেন প্লিজ।

    Level 0

    @Abdul Motaleb: আমি আমার এবং আমার অনেক বন্ধুর ৮.১ এই kms activetor দিয়ে অ্যাক্টিভ করছি………।
    এই activetor দিয়ে সব ধরনের অফিস ভার্সন ও active করতে পারবেন
    https://www.dropbox.com/s/1ke8md638b8gemy/KMS%208.1.zip
    মাত্র ৩২০ kb…
    ভেতরে Instruction দেওয়া আছে…।
    ধন্যবাদ

      Ai.munna ভাই আমার আগেথেকে kms দিএ একটিভ করাছিল বা আমার ডিস্কের উপর লেখেছিল kms activeted. কিন্তু তার পর ও বার বার আমাকে একটিভ করার নোট দিত।আর আমার অফিস টা ইদানিং দেখচ্চিল যে নট একটিভেটেড। আজ আমি আপনার এইটা দিএ আবার একটিভ করলাম। অফিসটা সাকছেস দেখাল কিন্তু জানালাটা তে কন নট দিলনা। বুজলাম না ভাই কিহল। আমি সেতিংসে গেলেম দেখলাম লেখা যে not activet. কি করতে পারি ভাই একটু বলবেন।

        Level 0

        @tarikulislam: আপনি অ্যাক্টিভ করার সময় নেট on রাখবেন…………।।
        ১০০ % হবে…

Level 0

@রাহাতুল ইসলাম: আপনার অতি অবশ্যই ৮.১ ব্যবহার করে দেখা উচিত………।
খুব স্মুথ এবং ফ্রেশ একটি অপারেটিং সিস্টেম…………।

উইন্ডোস ৮ আর উইন্ডোস ৮.১ এর মধ্যে পার্থক্য কি ?

Level 0

উইন্ডোস ৮ ই প্রথম রিলিজ, যেটা ব্যবহারকারিদের গতানুগতিক সাদামাটা উইন্ডোজ ব্যবহারকে আরেকটু ভিন্ন স্বাদ দিতে, আরও উন্নত,আরও সিম্পল করতে বিভিন্ন অপশন অ্যাড করেছে Microsoft।
যেমন — windows store- যেখানে রয়েছে windwos এর জন্য হাজার হাজার অ্যাপস,গেম যা পিসিতে ইন্সটল করা যাবে খুব সহজে
যেমন আমরা গুগল প্লে থেকে android এর জন্য ইন্সটল করি ।
আরও রয়েছে বিল্ড ইন ম্যাপ, বিং সার্চ, মেইল , স্ক্যাই ড্রাইভ( one drive) cloud স্টোর( ১৫ জিবি ) , camera, Xbox music,video. Skype
আরও অনেক কিছু………
খুব উন্নত ইন্টারফেস এ তৈরি এই অপারেটিং সিস্টেম এ গতানুগতিক সেই start bottom ছিলনা। এইটা নিয়ে তুমুল আলোচনা- সমালোচনা হয়।
এছাড়াও এর কিছু বাগ/ত্রুটি ও ছিল।
এর ফলে Microsoft খুব দ্রুত নুতন একটি আপডেট আনতে বাধ্য হয় ।
এর পর এলো ৮.১ — এইটা ৮ এর ই মত শুধু স্টার্ট বোটম টা ফিরিয়ে আনা হয়েছে এবং আরও উন্নত ইন্টারফেস এবং মাল্টি ট্যাবইং অপশন অ্যাড করা হয়েছে,
যার মাধ্যমে ১ window তে ২ টা কাজ এক সাথে করা যাবে……..
এবং আরও অনেক কিছু…………………।।
যেটা শুধু ব্যবহার করলেই বুজবেন……।
windows 8.1 update 1—-
sky drive এর trademark নিয়ে BSkyB নামক অন্য আরেকটি কম্পানির সাথে মামলা হেরে যাওয়ার পর
Microsoft sky drive কে one drive এ পরিবর্তন করতে বাধ্য হয় ……।
কিন্তু ইতি মধ্যে লক্ষ লক্ষ পিসিতে ইন্সটল হওয়া ৮/৮.১ এর বিল্ড ইন skydive নাম টা রয়ে গেছে
তাই আবার প্রয়োজন পড়ল update করার…………।
8.1 এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এবং এটি Microsoft অন্যতম সফল operating system.
আপনি যদি সেই ধরাবাঁধা উইন্ডোজ ব্যাবহার করা থেকে বের হয়ে নিজেকে একটু stylish এবং উন্নত ইন্টারফেস পেতে চান……………।
windows 8.1( update1) আপনাকে হাতছানি দিয়ে ডাকছে……………।

@Ai.munna আপনার টিউনটা ভালো লাগল। ঘাটেন যে বোঝা গেল 🙂

    Level 0

    @Junaid Ahmed Shawon: ধন্যবাদ,টেক টিউন্স এ যখন নিবন্ধন করেছেন আপনিও কম জানেন না(ঘাটেন না

ভাই খুব সুন্দর টিউন, আরও একটু বিস্তারিত লিখলে উপকৃত হতাম।

    Level 0

    @Shanto Babu: ধন্যবাদ…।
    বিস্তারিত বলতে তেমন কিছুই বলার নেই।
    যারা ইতিমধ্যে ৮.১ ইন্সটল করেছে…।
    এইটা শুধু তাদের জন্য একটি আপডেট…।

Ai.munna ভাই আমি ত এইটা সেটআপ দিএ একটু ঝামেলাই আছি। আমার কোনকিছু ব্রাউজারে সেভ থাকতেছেনা। আমি Firefox, crom, opera সব গুলা ব্যাবহার করে দেখেছি। কিন্তু আমার পিছি কেমন জেন ডিপফ্রিজের মত আচরন করচে।আমি যখন ফেছবুকে ঢুকি তখন ব্রাউজার দেখেই remembar? ত আমি তখন সেতা remembar করি। যখন পর্যন্ত পিছি ristart না দিচ্ছি তখন পর্যন্ত সেতা remembar থাকে। কিন্তু যখন আমি ristart দিচ্ছি তখন আমার আবার নতুন করে সব কিছু দিতে হসসে। আমি ব্যাপারটা বুজলাম না। আমি firefox এ একটা adons ব্যাবহার করেও দেখেছি। তাতেও কন ফল পাইনি। পড়ে যখন পিছি অন করি দেখি যে সেই adons টাও নাই। কন সমাধান যদি থাকে তবে দিবেন আশা করি।

    Level 0

    @অবুজ বালক: @tarikulislam: Control Panel\All Control Panel Items\Credential Manager আপনি এইটা খুঁজে বের করুন…।
    দেখুন password সেভ করা আছে কিনা……

      দেকলাম ভাই ওখানে কিছুই সেভ নাই।

        Level 0

        @tarikulislam: আপনার সমস্যা টা এখানেই হচ্ছে…।
        আমার সব password এখানে সেভ করা আছে…।।
        আমি অনেক setting আপনার জন্য পরিবর্তন করে দেখলাম কিন্তু আমার সমস্যা হচ্ছে না।
        আপনি মোজিলার tools >options>security>saved passwords এ দেখুনতো password সেভ করা আছে কিনা ??

          লগিং করলে প্রথমে দেখাই remember?. আমি সেটাকে remember করি। তখন দেখি যে মোজিলার tools >options>security>saved passwords এ password সেভ করা আছে। যখনি পিছি restart দেই তখন দেখি যে আমার পাসওয়ার্ড আর কথাও সেভ নাই। আমি এক কথাই এটাকে ডিপ ফ্রিজের সাথে তুলনা করতে পারি। জদিও আমি ডিপ ফ্রিজ ব্যবহার করিনা।

accha ata ki spiring update ? janale khushi hotam

    Level 0

    @অবুজ বালক: হ্যাঁ spiring update ……।

haa..haa windows 8.1 update 1 spring 3months age theke net e available r Microsoft 8th april officially release korlo baper ta kii

Level 0

ভাই …
নেটে সব পাওয়া যায় শুধু খুঁজে নিতে হয়।।
আমি spring update টা পেয়েছিলাম ।
কিন্তু Microsoft officially release এর জন্য অপেক্ষা করছিলাম।
release এর ২ দিন পর
আমি আমার ব্লগে ১১ এপ্রিল পোষ্ট টি করেছি।
কিন্তু এখানে গতকাল করলাম……
http://www.tips-tune.com/2014/04/windwos-81-windows-81-update-1.html
পোষ্ট তারিখ দেখে নিতে পারেন
………

ভাই আমি windows 8 চালাই, এটাকি windows 8 আপডেট হয়ে windows 8.1 হবে। নাকি windows 8.1 এর আপডেট।

    Level 0

    @সামিউল: যারা ইতিমধ্যে ৮.১ ইন্সটল করেছে…।
    এইটা শুধু তাদের জন্য একটি আপডেট…।

ami pc theke direct update dici 😀
ai file gula ami onek age paisi but dei nai
voye chilam 😀
thanx 4 share

    Level 0

    @sarwar sajeeb: welcome.
    ek vabe dilei holo….
    tobe file gulo download kore nile porobortite onno kono pc te deoya jai…
    eitai shubidha

      @Ai.munna: hmmm bujlam vai 🙂
      kintu vai agula charao update 1 e ro kicu file ace ja check for update kore dekte parben

      @Ai.munna: download kore rakteci vai 😀