Facebook এ এবং অনলাইনে বিভিন্ন স্থানে লেখালেখির সময় বিভিন্ন ধরনের ইমোশন বা (সংক্ষেপে) ইমু ব্যবহার করা হয়। এই ইমু গুলোর জন্য রয়েছে এক একটির জন্য এক এক কোড। আবার কোড গুলো একটু এদিক সেদিক হলেই এটি আর ইমু থাকে না, কোড আকারেই প্রদর্শিত হয়।
এতগুলো কোড মনে রাখা/সংগ্রহে রাখা এবং টাইপ/কপি করার সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন Windows 8 ব্যবহারকারী গন। Windows 8 এ একটি বিল্ট ইন on-screen keyboard এর মত কিবোর্ড আছে যাতে মাউসের ক্লিকের সাহায্যে আপনি কিবোর্ড এর কাজ করতে পারছেন আর এই কিবোর্ডে লেখার অক্ষর এবং যতি চিহ্নের পাশাপাশি রয়েছে অনেকগুলো ইমু যা আপনি টাইপ করার সময় ক্লিকের মাধ্যমেই দিয়ে দিতে পারেন অনায়াসে।
এই কিবোর্ড টি ব্যবহারের জন্য নিচের পদ্ধতিটি ব্যবহার করুন।
সম্পূর্ন পদ্ধতি টি একটি GIF animation আকারে দেখান হল।
আশা করি এই কিবোর্ডটি আপনাদের কাজে লাগবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
notun kichu pelam . dhonnobad apnake