Windows 8 এর Built-in Emotion Keyboard

Facebook এ এবং অনলাইনে বিভিন্ন স্থানে লেখালেখির সময় বিভিন্ন ধরনের ইমোশন বা (সংক্ষেপে) ইমু ব্যবহার করা হয়। এই ইমু গুলোর জন্য রয়েছে এক একটির জন্য এক এক কোড। আবার কোড গুলো একটু এদিক সেদিক হলেই এটি আর ইমু থাকে না, কোড আকারেই প্রদর্শিত হয়।

এতগুলো কোড মনে রাখা/সংগ্রহে রাখা এবং টাইপ/কপি করার সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন Windows 8 ব্যবহারকারী গন। Windows 8 এ একটি বিল্ট ইন on-screen keyboard এর মত কিবোর্ড আছে যাতে মাউসের ক্লিকের সাহায্যে আপনি কিবোর্ড এর কাজ করতে পারছেন আর এই কিবোর্ডে লেখার অক্ষর এবং যতি চিহ্নের পাশাপাশি রয়েছে অনেকগুলো ইমু যা আপনি টাইপ করার সময় ক্লিকের মাধ্যমেই দিয়ে দিতে পারেন অনায়াসে।

এই কিবোর্ড টি ব্যবহারের জন্য নিচের পদ্ধতিটি ব্যবহার করুন।

  • ডেস্কটপের টাস্কবারে রাইট ক্লিক করুন।
  • “Toolbar” এ ক্লিক করে এর ড্রপডাউন মেনু থেকে “Touch keyboard” এ ক্লিক করুন

  • এতে নটিফিকেশন এরিয়ার পাশে একটি টুল দেখতে পাবেন।

  • এখানে ক্লিক করলেই কাঙ্ক্ষিত কিবোর্ড টি পেয়ে যাবেন। কিবোর্ড এর Left Ctrl এর পাশেই দেখুন একটি ইমোর বাটন। এই বাটন চাপলেই কিবোর্ড এর Letter এর key গুলোতে দেখা যাবে অনেকগুলো ইমো যাতে ক্লিক করে সরাসরি অনলাইনে এই ইমো গুলো ব্যবহার করা যাবে।

সম্পূর্ন পদ্ধতি টি একটি GIF animation আকারে দেখান হল।

আশা করি এই কিবোর্ডটি আপনাদের কাজে লাগবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

 

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

notun kichu pelam . dhonnobad apnake

    @সাজিদুল হাসান: প্রতিদিন অন্তত একবার হলেও টেকটিউনসের নতুন আসা পোষ্ট গুলো দেখি। এখানে অনেক কিছু নতুন পাই। যখন টেকটিউনসে এখনো আসেনি, এমন কিছু নজরে চলে আসে তখন দেয়ার চেষ্টা করি।
    আপনাকেও ধন্যবাদ মতামত জানাবার জন্য।

@Shihab Khan ভাই আপনি কি বলতে পারেন, আমি কেন আমার উইন্ডোজ 8 এ কেন বাংলাতে লিখতে পারিনা ?
আমি অভ্র ব্যবহার করি এবং অনেকে দেখিছি যারা অভ্র ও উইন্ডোজ 8 ব্যাবহার করে কোন সফটওয়্যার ছাড়াই বাংলাতে লিখতে পরছে। তাহলে আমি কেন পারতেছি না ???

    @প্রতু ভূঞাঁ:
    অনেকের কাছেই শুনেছি windows 8 এ অভ্র দিয়ে বাংলা লেখতে সমস্যা হচ্ছে। আমি অভ্র পোর্টেবল ভার্সন ব্যবহার করি আমার আগের ভার্সনেও windows 8 এ বাংলা ব্যবহারে সমস্যা হয় নি।
    অভ্র ৫.৫ (সর্বশেষ ভার্সন) টি ইন্সটল করে নিন। এটি Windows 8 compitable করে তৈরী করা হয়েছে। আশা করি আপনার সমস্যা দূর হবে।
    এর পরও সমস্যা সমাধান না হলে অভ্র পোর্টেবল এর সর্বশেষ ভার্সন টি অভ্র এর মনোনীত ফন্ট সহ ব্যবহার করে দেখতে পারেন।
    সর্বশেষ ভার্সন এর অভ্র ও ফন্ট পেতে আমার ব্যক্তিগত ব্লগের এই পোষ্ট টি দেখতে পারেন :-
    http://wp.me/s1UDeN-avro

অনেক ধন্যবাদ আপনাকে।
সরাসরি আপডেট দিয়ে দিলে কি কোন স্যমস্যা হবে ?

    @প্রতু ভূঞাঁ:
    সরাসরি আপডেট দিলে সমস্যা হবার কথা নয়। যদি সমস্যা হয়েই যায় তবে আনইন্সটল করে পুনরায় ইন্সটল করে নিতে পারেন।

@Shihab Khan
ফায়ারফক্স ব্যবহার করি, স্যমস্যা হচ্ছে যতবারই নূতন ট্যাব ওপেন করি সাথেসাথে এই সাইটি ওপেন হয়ে যায় –
http://www.my-online-search.com/?babsrc=NT_ofln&mntrId=705800FF56FD54E0&cat=delta&dlb=1&affID=124780&tt=250913_nocpn&tsp=5018
কোথাই কি করলে নিজের মত করে সেটিং করতে পারবো ?

8 ke 8.1 kori kemne???

    @sarwar sajeeb:
    উপায় তো আছেই দুইটা।
    ১. Windows 8.1 এ CD দিয়ে Boot করে Windows upgrade করে নেয়া।
    ২. নতুন করে Windows 8.1 setup দেয়া।