আমার laptop -
1) Company - Toshiba
2) windos 8
3) full-touch
4) No DVD RW
5) বিদেশ থেকে পাঠানো হয়েছে
Pendrive দিয়ে setup দেয়ার সব proces ই TT থেকে দেখে করলাম, কিন্তু restart দেয়ার পর normally windows 8 চালু হয়ে যায় । অন্য computer এর মত "please press any button to continue from dvd" - এই ধরনের কোন কিছু show করেনা । এমনকি অন্য computer এ restart দিলে কাল window এর নিচের দিকে bios/boot menu আনার জন্য F10/DEL/F12 এই ধরনের কিছু লিখা থাকে, যা আমার টা তে দেখায় না। একটা word ও লিখা থাকে না ঐ খানে। তবে আমি windows 8 এর ভিতরের settings এর সাহায্যে bios এ গিয়ে boot এর জন্য first device usb করে দিসি, তার পর ও কিছু হয় নাই।
আবার আরেকটা problem ও আছে, pendrive এর সব কিছু shortcut file হয়ে যাচ্ছে । anti virus একটা virus delete করতে পারে, কিন্তু shortcut file আগের মত ই থাকে। google এ search দিয়ে একটা কাজ করছি, কিন্তু কাজ হয় নাই । এইটার কারনেই কি setup টা হচ্ছে না?
এখন আমি কি করতে পারি ?
আমি Magichian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার এফবি আইডি দেন