আপনি কি উইন্ডোজ ৮ এর ইউজার তাহলে টিউনটি আপনার জন্য। আমরা অন্যান্য উইন্ডোজ এ স্ক্রীনশট নেওয়ার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু উইন্ডোজ ৮ এ শুধুমাত্র ২টা কীবোর্ডের বাটন প্রেস করেই স্ক্রীনশট নেওয়া যায়।বাটন ২ টা হল উইন্ডোজবাটন + Print Screen Sys Rq বাটন।বাটন দুইটা একসাথে প্রেস করলেই স্ক্রীনশট C: ড্রাইভে সেভ হয়ে যাবে।
এরকম টিউন আগে কেউ করলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।
আমি Quazi Zjaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন সাধারন মানুষ। তাই মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।বিজ্ঞান আর প্রযুক্তিকে ভালবাসি তাই টেকটিউনসে বারবার আসি কিছু শেখার জন্য। আর যা জানি টা শেয়ার করার চেষ্টা করি। ফেসবুকে আমিঃhttps://www.facebook.com/emon4401 আর আমার ব্লগঃhttp://sci-cotech.blogspot.com/
আপনাকে সামনে পেলে অবশ্যই মিষ্টি খাওয়াতাম সুন্দর একটা ট্রিক্স শেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। এতে অবশ্য একটি সমস্যা! সিলেক্টেড অংশের কীভাবে শর্টকাট পদ্ধতিতে স্ক্রিসশট নেব তার উপায় জানা থাকলে একটু জানাবেন। অন্যকোনে থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে নয়, উইন্ডোজ 8 দিয়ে।