আসসালামু আলাইকুম,
প্রথমেই সবাইকে নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা। BitDefender Total Security ’র নতুন ভার্সন 2014। অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও জার্মানী’র জন্য কোম্পানীর পক্ষ থেকে 1 বছরের লাইসেন্স ফ্রি থাকলেও সে সুবিধা আমরা পেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। আমি অনেক চেষ্টা করেও proxy server দিয়ে সে সুবিধা আদায় করতে পারি নি। তাই খুঁজে নিলাম ট্রায়াল রিসেটার। সেটাই আজ আপানাদের সাথে শেয়ার করব- এটি দিয়ে প্রতি ত্রিশ দিন পর আপনি 30 দিনের ট্রায়াল পুনরায় একটিভ করতে পারবেন।
প্রথমেই Trial Reseter টি নিচের লিঙ্ক থেকে Download করে নিন:
http://www.mediafire.com/download/6f76335go44vaqg/BD2013.TR.Setup-BBs.exe
ট্রায়াল রিসেট করতে নিচের ধাপসমূহ অনুসরণ করুন:
1. Run Command (Start+r) এ গিয়ে লিখুন: msconfig তারপর Enter চাপুন
2. তারপর নিচের ছবির মত একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Boot- Tab-এ ক্লিক করুন
3. Safe Boot এ টিক দিয়ে Ok ক্লিক করুন
4. অতপর Restart এ ক্লিক করুন:
এবার আপনার পিসি Safe Mode এ স্টার্ট নিবে। স্ক্রিন তাই বড় আকারে দেখাবে তাই ভয় পেয়ে যাবেন না।
5. পিসি Open হবার পর Download কৃত Trial Reseter টি ডাবল ক্লিক করে Open করুন। এর আগেই ফাইলটি Extract করে নিন।
6. Administrator permission চাইলে ok দিন। তারপর নিচের মত একটি Dialog box Open হবে। সেখান থেকে Reset নির্বাচন করুন। তারপর Exit করে বেরিয়ে আসুন
7. এবার পুনরায় রান কমান্ডে গিয়ে (start+r) msconfig লিখে Enter দিন।
8. Boot ট্যাব এ গিয়ে Safe Boot থেকে টিক মার্ক তুলে দিন তারপর Ok চাপুন।
9. অতপর Restart এ ক্লিক করে বেরিয়ে আসুন। ব্যস, কাজ শেষ উপভোগ করতে থাকুন 30 দিনের ফ্রি ট্রায়াল। 30 দিন শেষে আবারো একই উপায়ে একটিভ করুন।
উইন্ডোজ 7, 8 অথবা 8.1 এ যে কোন ফাইলের Full Access পেতে নিচের ফাইল টি ডাউনলোড করে ডাবল ক্লিক করুন।
http://www.mediafire.com/view/1e96nohasxbbvu4/Own%20full%20access.reg
ভাইরাস বলে সন্দেহ হলে ফাইলটি নিজেই তৈরি করে নিতে পারেন। ফাইলটি তৈরি করতে নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করে যে কোন নাম দিয়ে .reg এক্সটেনশন সহকারে (e.g: Own Full Access.reg) Save করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\*\shell\runas]
@="Own Full Access"
"NoWorkingDirectory"=""
[HKEY_CLASSES_ROOT\*\shell\runas\command]
@="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
"IsolatedCommand"="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
[HKEY_CLASSES_ROOT\exefile\shell\runas2]
@="Own Full Access"
"NoWorkingDirectory"=""
[HKEY_CLASSES_ROOT\exefile\shell\runas2\command]
@="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
"IsolatedCommand"="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\runas]
@="Own Full Access"
"NoWorkingDirectory"=""
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\runas\command]
@="cmd.exe /c takeown /f \"%1\" /r /d y && icacls \"%1\" /grant administrators:F /t"
"IsolatedCommand"="cmd.exe /c takeown /f \"%1\" /r /d y && icacls \"%1\" /grant administrators:F /t"
এবার যে ফাইলটি তে Full Access পেতে চান সেটিতে Right button ক্লিক করে Own Full Access এ ক্লিক করুন।
কাজ শেষ। এবার যা খুশি করুন।
বি:দ্র: পোস্টের শেষের অংশটুকু Alim Al Razi ভাইয়ের পোস্ট থেকে নেয়া। তবে হুবহু নয়। তিনি উইন্ডোজ 7 এর জন্য দিয়েছিলেন। এটি Windows 8 এ কাজ করায় 8 ব্যবহারকারীরা যাতে উপকৃত হন তাই আমি আবার শেয়ার করলাম। আলিম ভাইয়ের পোস্ট লিঙ্ক:
https://www.techtunes.io/windows-7/tune-id/145504
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আরেকটি কথা BitDefender এর Trial Reseter নিয়ে কোন পোস্ট আমার চোখে পড়ে নি। যদি এর আগে কেউ টিউন করে থাকেন জানাবেন। পোস্টটি সরিয়ে নেব। সবাইকে আবারো ধন্যবাদ।
আমি Razu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৩০ দিন পর কি অ্যান্টিভাইরাস unstall করতে হবে? না শুধু ট্রায়াল reset করলেই হবে?