সবাইকে সালাম জানিয়ে শুরু করছি,
যারা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করেন এবং গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন তাদের জন্য Hibernate খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ একটা অপশন। যেটা আপনি ম্যানুয়ালি Turn off করা পর্যন্ত আপনার Program গুলোকে ধরে রাখে।
যাক, যারা Widows 8 এবং Windows 8.1 এ আপগ্রেড হয়ে গেছেন। কিন্তু আপনার অতি প্রয়োজনীয় Hibernate Option টি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের টিউন।
Hibernate Option টি Enable করতে প্রথমে Desktop এর Left-Bottom কোণে অর্থাৎ Start Menu তে কার্সর রেখে Right button ক্লিক করুন। অতপর Power Option -এ ক্লিক করুন
নিচের মত একটি Window Open হবে। Window -এর বাম পাশ থেকে Choose what the power button does অপশনটি নির্বাচন করুন।
তারপর Change Settings that are currently unavailable এ ক্লিক করুন
নিচের Shut Down Settings এর Under-এ থাকা Hibernate এর পাশে Check box এ ক্লিক করুন
Save Change এ ক্লিক করে বেরিয়ে আসুন।
ব্যাস, আপনার কাজ শেষ। এবার Check করে দেখুন Hibernate Option টি Show করছে কি না।
সবশেষে টিউনটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। স্ক্রীন শর্টগুলো অত ভালো হয়নি। দু:খিত। আসলে আমি ভালো স্ক্রীন শর্ট নিতে পারি না হয়তো। 🙂
আমি Razu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hmm.. Thanks