আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। উইন্ডোজ ৮.১, ৮ অথবা ৭ সেটআপ দেয়ার পরে হার্ডডিস্কের এক বা একাধিক ড্রাইভ হারিয়ে গেলে কিভাবে খুঁজে বের করবেন সে ব্যাপারে লিখব। প্রথমেই বলে রাখি এ বিষয়ে খুঁজে কোন টিউন পাই নি। তারপরও বিষয়টি নিয়ে টিউন করে থাকলে জানাবেন।
প্রথমে কি-বোর্ড এর Start+E চেপে অথবা টাস্ক বারের ফোল্ডার আইকনটিতে ক্লিক করে This Pc (My Computer) উইন্ডোটি খুলুন। উল্লেখ্য, উইন্ডোজ ৮.১ এ My Computer কে This Pc নামকরণ করা হয়েছে। তারপর This Pc (My Computer) এ কার্সর রেখে Right Button ক্লিক করুন।
এরপর Manage সিলেক্ট করুন।
Computer Management নামে একটি উইন্ডো খুলবে। উইন্ডোর বাম পাশ থেকে Disk Management এ ক্লিক করুন।
উইন্ডোতে আপনার পিসির Drive গুলো প্রদর্শিত হবে। লক্ষ্য করুন যে ড্রাইভটি খুঁজে পাচ্ছেন না, তার পাশে কোন ইংরেজী Letter Assign করা নেই। ছবিতে Others এর ক্ষেত্রে যা হয়েছে। সেটআপ দেয়ার পর অনেক সময় Drive গুলোর নাম মুছে গিয়ে Local Disk C, D, E ইত্যাদি নামে প্রদর্শিত হয়।
যাক, যে Drive টিতে সমস্যা সেটিতে কার্সর রেখে Right button ক্লিক করুন।
Change Drive Letter and Paths এ ক্লিক করুন।
নতুন একটি উইন্ডো আসবে। সেখান থেকে Add এ ক্লিক করুন।
দেখুন, কম্পিউটার নিজেই একটি Letter Assign করে রেখেছে। আপনি চাইলে অ্যারোতে ক্লিক করে অন্য Letter ও use করতে পারেন। বলে রাখা ভাল, আপনার Removeable Disk গুলো খুলে রাখুন তাহলে বাকী Drive গুলোর সাথে মিলিয়ে Letter Assign করতে পারবেন। নতুবা Removable Disk গুলোর সাথে Assign করার পরবর্তী Letter Assign করতে হবে। কাঙ্খিত Letter টি সিলেক্ট করে OK ক্লিক করুন।
লক্ষ্য করুন আপনার কাঙ্খিত Drive টির পাশে একটি Letter Assign হয়ে গেছে। এবার উইন্ডোটি Close করে বেরিয়ে আসুন।
My Computer বা This Pc Open করে দেখুন Drive টি পাওয়া গেল কিনা?
কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ্ হাফেজ।
আমি Razu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai windows dile hard drive hide hoi keno bolben aktu.. ami windows 7 use kore.. 1 terabye hard disk amr.. plssssssssssssssssssssssssssss