আজ আমার বাসাই আমার এক ছোট ভাই বেরাতে আসে সে দেখে যে আমি । PHP কোড করছি তো । আমি আমার কি-বোর্ড এর লে আউট এর ভিত্তিতেই কাজ করছিলাম । অর্থ উইন্ডোজ ৮ এ আবার Shift+2 চাপলে @ এর জাইগায় " দেখাই । কিন্তু আমার সবঠিক আছে । আবার PHP বা অন্য কেনা কোডিং করার সময় যদি ব্যক স্লাস(\) এর প্রয়োজন পরে তাহলে তা খুজে পাওয়া যাইনা উইন্ডোজ ৮ এ । কিন্তু আমরটা আমার কি-বোর্ডে যেখানে দেখাচ্ছে সেখানে চাপলেই ইনপুট হচ্ছে ।। সে তো একবারে জরিয়ে ধরে বলছে যে তার উইন্ডোজ ৮ এ কি-বোর্ড এর কিছু কি উল্টাপাল্টা ঠিকমত কাজকরতে পারছে না । সে আরো বলল যে শুধু তার নয় তার বন্ধুদেরও একই সমস্যা ।
আমি বলি যে শুধু তার বন্ধুদেরও নয় এটা অনেকেরই সমস্যা । তাই আজ সমাধান নিয়ে এলাম । তার আগে বলে রাখি যে যদি কেউ আমার আগে এই টিউনটি করে থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন টিউনটি আমি Trus করে দিব ।।।
শুরু করছি মূল টিউন ।
প্রথমে নিচের পথ অনুসরন করুন ।
GOTO setting > contorl panel > Ease of Access > Ease of Access Center > Make the keyboard easier to use > Add a Dvorak keyboard and change other keyboard input setting
এবার যে উইন্ডেটা ওপেন হবে সেখারে আপনার কি-বোর্ড সিলেক্ট করা language দেখাবে । আপনার যে কি-বোর্ড language কি-বোর্ড এডড করা আছে তার বামপাশে Option এ ক্লিক করুন । এবার Input method এর অধিনে থাকা Add an input method রয়েছে তাতে ক্লিক করুন । এখান থেকে English (india) নির্বাচন করুন । তাছারা আপনার সুবিধা অনুযায়িও এডড করতে পারবেন , যদি আপনার সুবিধা বা পছন্দ মত এডড করতে চান তাহলে বামপাশে থাকা Preview তে ক্লিক করে বেছেনিন আপনার সুবিধামত ও পছন্দমত কি-বোর্ড । এবার Add । এবার দেখুন Input method এ আপনার পছন্দ করা কি-বোর্ডটিও যোগ হয়েছে এবার আপনার পছন্দ করা কি-বোর্ড language টি রেখে বাকি গুলি রিমুভ করে দিন তার পর সেভ বাটরে ক্লিক করে বের হয়ে আসুন । দেখুন আপনার কি-বোর্ড অনুযায়ি এখন সব কি কাজ করছে ।।।
এই কাজটি উইন্ডোজটি ইনস্টল করার সময় আরো সহযে করা যায় । উইন্ডোজ ইনস্টল করার সময় কি-বোর্ড Language নির্বাচন করতে বলে তখন English (india) নির্বাচন করলেই হয়ে যায় ।
যদি ভূল কিছু লিখে থাকি তাহলে মাফ করবেন । সামনের তিন চার দিন হয়তো টিটির মূখ দেখতে পারবোনা । বেড়াতে যাচ্ছি ।।।।
আমি bditblog.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.bditblog.com
Ami English (US) use kori