আপনার Windows কে দিন Windows 8 Metro UI Style লুক

Microsoft তাদের নতুন Operating System Windows 8 অনেক আগেই চালু করেছে এবং এতে কিছু নতুন Feature ও রয়েছে। এতে নতুন ইউজার ইন্টারফেসও রয়েছে যাকে বলা হয় Metro. বর্তমানে অনেকেই Windows 8 ব্যাবহার করে থাকে। যারা ব্যাবহার করেন না, তারা Windows 8 এর Metro UI Style টা উপভোগ করতে পারেন না। তাই আজ আমি আপনাদের দারুন একটা Application দেবো যার মাধ্যমে আপনারা এই Style উপভোগ করতে পারবেন। এটা Windows 7 এ অবশ্যই কাজ করবে,  তবে Windows XP তে করবে কিনা জানি না।

এই Windows Application টির নাম Win Metro. সাইজ মাত্র 7.38 MB. ছোট্ট এই সফটটি এখানে থেকে ডাউনলোড করে নিন।

সফটওয়্যারটি সাধারণ নিয়মে Install করুন।

Install করার পর Automatic ভাবেই আপনি এই নতুন ইউজার ইন্টারফেসটি দেখতে পাবেন।

বাহ! Windows 8 ব্যাবহার না করেও Windows 8 এর এই Style টা উপভোগ করলেন। এখন এক কথায় বলেন তো কেমন লাগলো ?

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস