উইন্ডোজ ৮.১ রিভিউঃ নতুন পথে জানালা [এক্সক্লুসিভ]

উইন্ডোজ ৮ রিলিজ পাওয়ার পর থেকেই একে নিয়ে বিশ্বব্যাপী আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ওঠাটাই স্বাভাবিক, কারণ উইন্ডোজ ৮ এর প্রকাশের মাধ্যমেই মুলত প্রচলিত ইউজার ইন্টারফেস থেকে টাচ বেজড ইউজার ইন্টারফেসের দিকে তাদের প্রথম পদক্ষেপটি বাড়ায়। উইন্ডোজ ৮ এর মাধ্যমেই আমরা আমাদের এতদিনের পরিচিত ফর্ম-ফ্যাক্টর গুলো যে অচিরেই টাচ বেজড ডিভাইস গুলোকে জায়গা করে দিবে তা উপলদ্ধি করতে শুরু করি।

আগেই বলা হয়েছে উইন্ডোজ ৮ মাইক্রোসফট উইন্ডোজ এর নতুন যাত্রার প্রথম পদক্ষেপ, তাই প্রথম পদক্ষেপ পুরোপুরি ত্রুটিমুক্ত না হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু উইন্ডোজ ৮ প্রমাণ করেছে সে তার প্রথম পদক্ষেপটি ফেলেছিল প্রায় ৮০% সঠিক। তবে আমাদের প্রত্যাশা থাকে সবসময়ই ১০০% পাওয়ার, অন্তত মাইক্রোসফটের মত একটা কম্পানির নিকট আমাদের প্রত্যাশার পারদ একটু চড়াই থাকে।

প্রতি উইন্ডোজের রিলিজের পরই মাইক্রোসফট গ্রাহকদের চাওয়া ও অসুবিধার তথ্য সংগ্রহ করে মাইক্রোসফট। সেই ফিচার গুলো যোগ আর অসুবিধাগুলোর বিয়োগ ঘটে সাধারণত পরবর্তী উইন্ডোজ রিলিজে।তাই উইন্ডোজ ৮ এর রিলিজের পরই গ্রাহকরা মাইক্রোসফটের নিকট জানায় তাদের প্রত্যাশার কথা। সে সকল প্রত্যাশা আর মাইক্রোসফটের ভবিষ্যত পরিকল্পনার মিশেলেই এসে গেল উইন্ডোজ ৮.১।

গত ১৮ অক্টোবর বিশ্বব্যাপী রিলিজ পেয়েছে উইন্ডোজ ৮.১, বর্তমান সকল উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ আরটি গ্রাহকগণ উইন্ডোজ অ্যাপ স্টোর এর মাধ্যমে বিনামূল্যে উইন্ডোজ ৮.১ এ আপগ্রেড করতে পারবেন। এছাড়া একই দিন থেকে বিশ্বের সকল অনলাইন স্টোর এবং রিটেইলারের নিকটও এটি পাওয়া যাচ্ছে।
চলুন তাহলে আর দেরী না করে ঝাঁপ দেই রিভিউ এর দুনিয়ায় এবং জেনে নেই কি নতুনত্ব আমাদের জন্য অপেক্ষা করছে !

ইন্সটলেশন এবং ওওবিইঃ

উইন্ডোজ ৮.১ এ ইন্সটলেশন ইন্টারফেস পুরোপুরি উইন্ডোজ ৮ এর মতই আছে। আমি প্রথমবার বেশ একটা ধাক্কাই খেয়েছিলাম যখন দেখলাম বুট লোগো পুরোনো এবং ইন্সটলার উইন্ডো তে উইন্ডোজ ৮ এর লোগো! পরে অবশ্য লাইসেন্স এ ৮.১ দেখে নিশ্চিত হয়েছিলাম আমি ভুলে উইন্ডোজ ৮ বুট করিনি।

স্টার্টস্ক্রিনঃ

প্রথম দেখায় যে জিনিসটা আপনার চোখে পড়বে তা হল স্টার্ট স্ক্রিনের আরো নতুন নতুন ব্যাকগ্রাউন্ড এবং কালার অপশন। এখন পিসি সেটিংস এ না গিয়েই আপনি চার্ম বারের সাহায্যে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।

আর একটি নতুন সুবিধা হচ্ছে আপনি আপনার ডেস্কটপ ওয়ালপেপার কেই স্টার্ট স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারবেন।

আরেকটি নতুন সুবিধা যেটি উইন্ডোজ ফোন ৮ এ প্রথম দেখা গিয়েছিল তা হল চার আকারের টাইলস সুবিধা। এখন আপনি রিসাইজ্যাবল টাইলস গুলো Large, Wide, Medium ও Small এই চারটি আকারে পরবর্তন করতে পারবেন।

অন্য যে দিকটা ভাল লেগেছে তা হল এখন আর আগের মত কোন ডেস্কটপ অ্যাপ ইন্সটল করা মাত্র তার টাইল স্টার্টস্ক্রিণে পিনড হয়না। ফলে আপনার স্টার্টস্ক্রিণ কয়েকদিন ব্যবহারের পরও আর জঞ্জালে পরিপুর্ণ মনে হবেনা।

একটি নতুন বাটন যুক্ত হয়েছে স্টার্টস্ক্রিণের বাম পাশের নিচের দিকে যার সাহায্যে আপনি সহজেই All Apps পেজে যেতে পারবেন। All Apps পেজে আপনার পিসিতে ইন্সটলকৃত সকল মর্ডার্ণ এবং ডেস্কটপ অ্যাপস দেখতে পারবেন। তাই টাইল স্টার্টস্ক্রিণে যুক্ত না হলেও অ্যাপগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন সহজেই।

ডেস্কটপঃ

মাইক্রোসফট গত কয়েক উইন্ডোজ রিলিজ ধরে ডেস্কটপ ইন্টারফেস পরিবর্তনে এক প্রকার অনীহাই দেখাচ্ছে। এর ব্যতীক্রম এবার ঘটেনি। তাই প্রথম বুটের পর আপনাকে অভ্যর্থনা জানাবে সেই ভিস্তা যুগের ডেস্কটপ ইন্টারফেসই।
ডিফল্ট ওয়ালপেপার হিসেবে আছে একটি হলুদ রাঙ্গা ওয়ালপেপার। এক্ষেত্রেও উইন্ডোজ ৮ এর ডিফল্ট ওয়ালপেপারে যেমন অনেক কিছুই লুকায়িত ছিল, উইন্ডোজ ৮.১ এ তেমন কিছু নেই।

যারা উইন্ডোজ ৮ যারা ব্যবহার করছেন কিন্তু উইন্ডোজ ৮.১ প্রিভিউ ব্যবহার করেননি কিংবা খবর ও দেখেননি তাদের চোখ নিশ্চয়ই আটকে গেছে উপরের ছবিটার নিচের সর্ব বামের কোণায়। হ্যাঁ, ভুল দেখছেন না মাইক্রোসফট স্টার্ট বাটনের প্রত্যাবর্তন ঘটিয়েছে এই রিলিজে। তবে তার কাজ এখন ডেস্কটপ আর স্টার্টস্ক্রিনের মধ্যকার সুইচার হিসেবেই সীমাবদ্ধ। তবুও অনেক ইউজার কে অন্তত চোখের শান্তি দেবে স্টার্ট বাটনের আগমন।
স্টার্টবাটনের মাধ্যমে স্টার্টমেনুর আগমন না ঘটলেও এতে রাইট ক্লিক করলে নতুন একটি মেনু আসবে যাতে রয়েছে দরকারী অনেক শর্টকাট। উইন্ডোজ ৮ এও এটি রয়েছে কিন্তু শাট ডাউন মেনুটি নতুন সংযোজন। এছাড়া Windows Key + X চেপেও মেনুটি অ্যাক্সেস করা যায়।

মর্ডার্ন ইউআই একটি সম্ভাবনাময় ইন্টারফেস হলেও অনেকেই এখনো এর সাথে তেমন অভ্যস্ত হতে পারিনি। তাই অনেকেই উইন্ডোজ ৮ এ থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে সরাসরি ডেস্কটপে বুট করতেন। তাদের কথা চিন্তা করে মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ এ সরাসরি ডেস্কটপে বুট করার সুবিধা যোগ করেছে।

ডেস্কটপ ফাইল ম্যানেজারঃ

উইন্ডোজের অন্যতম বড় আকর্ষণীয় দিক ফাইল ম্যানেজার বা এক্সপ্লোরার। উইন্ডোজ ৮ এর থেকে তেমন একটা পরিবর্তন হয়নি এই দিকটায়। পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় এর নাম, এখন এক্সপ্লোরার পরিচিতি পাবে This PC নামে। নামেই বুঝা যাচ্ছে আপনার পিসির প্রায় সবকিছুই পরিচালনা করতে পারবেন এর মাধ্যমে। ডিস্ক ড্রাইভ থেকে শুরু করে স্কাই ড্রাইভ সবই ম্যানেজ করতে পারবেন এখান থেকে।
এখানেও রয়েছে আরেকটি প্রত্যাবর্তন, এখানে আপনার পার্সনাল ফোল্ডার যেমন ডকুমেন্টস, ডাউনলোডস ইত্যাদি অ্যাক্সেস করতে পারবেন। এই ফিচারটি উইন্ডোজ এক্সপি তে থাকলেও পরবর্তি রিলিজ গুলোতে ছিল না। অবশ্য কার যদি পছন্দ না হলে রিমুভও করতে পারবেন সহজেই।

সেটিংসঃ

সময়ের সাথে মাইক্রোসফট চাচ্ছে উইন্ডোজের সব কিছুই মর্ডার্ন ইন্টারফেসের আওতায় আনতে। তারই ধারাবাহিকতায় এখন আপনি পিসি সেটিংস থেকেই আরো ডিপ লেভেল সেটিংসও দেখতে ও পরিবর্তন করতে পারবেন।

স্টোরঃ

বর্তমানে উইন্ডোজের প্রতিদ্বন্দ্বী শুধু ম্যাক কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেমেই সীমাবদ্ধ নয়, উইন্ডোজ ৮ এর রিলিজের পর থেকে মাইক্রোসফট ট্যাবলেট বাজারকে তার হাতের মুঠোয় নেয়ার চেষ্টা করছে। একাজে মাইক্রোসফটের সবচেয়ে বড় বাধা অ্যাপল এর আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বর্তমান ট্যাবলেট বাজারের প্রায় পুরোটাই এই দুই জায়ান্টের দখলে এবং এই দখলদারীত্বের যেটি সবচেয়ে বড় নিয়ামক তা হচ্ছে অ্যাপস।

অপারেটিং সিস্টেমে যত বেশী অ্যাপস তার গ্রাহকপ্রিয়তা তত বেশী, বর্তমান বাজারে এরকম চলই লক্ষ করা যাচ্ছে। তাই দুই ঘোড়ার দৌরে মাইক্রোসফট তৃতীয় ঘোড়া হিসেবে জায়গা করে নেয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ডেভেলপারদের। কারণ তারাই পারে কোয়ালিটি অ্যাপস তৈরি করে গ্রাহককে আকৃষ্ট করতে। তাই উইন্ডোজ ৮.১ এ ডেভেলপারদের জন্য বাড়তি সুবিধার পাশাপাশি গ্রাহকদের জন্যও এসেছে অনেক পরিবর্তন।

উইন্ডোজ ৮.১ এ স্টোরের ইন্টারফেসে অনেক পরিবর্তন আনা হয়েছে। নতুন ইন্টারফেসটি এখন আগের চাইতে অনেক গোছানো এবং আকর্ষণীয়।

উইন্ডোজ এর মর্ডার্ণ অ্যাপের সংখ্যা প্রথম থেকেই বেশ ভালভাবেই বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি এখনকার ট্যাবলেট মার্কেটের অনেক জনপ্রিয় টাইটেলও এখন খুজে পাবেন উইন্ডোজ স্টোরে।

স্টোরের আরেকটি নতুন সুবিধা অটো অ্যাপ আপডেট। এখন আর স্টোর থেকে নামানো অ্যাপ গুলো ম্যানুয়ালি আপডেট করতে হবেনা, অটো আপডেট অন করে নিলে স্টোর নিজে থেকেই অ্যাপ গুলো আপডেট করে নেবে।

ইউনিফাইড সার্চঃ

উইন্ডোজ ৮.১ এর আরেকটি দারুণ ফিচার ইউনিফাইড সার্চ। অর্থাৎ এখন থেকে উইন্ডোজ ৮.১ এর চার্মবার থেকে একাধারে আপনি কম্পিউটারের সকল অ্যাপ, ফাইল ও ওয়েব সার্চ করতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেছেন তারা গুগল নাউ এর মিল পাবেন নতুন এই ফিচারটির সাথে।

বিশেষ ক্ষেত্রে আপনার সার্চ রেজাল্ট প্রয়োজনীয় সকল তথ্য সহ এরকম সুন্দরভাবে উপস্থাপিত হবে।

উন্নত মাল্টিটাস্কিং:

উইন্ডোজ ৮.১ এসেছে আরো উন্নত মাল্টিটাস্কিং সুবিধা নিয়ে। নতুন স্ন্যাপ এর মাধ্যমে আপনি একত্রে একসঙ্গে চারটি পর্যন্ত অ্যাপ স্ন্যাপ করতে পারবেন অর্থাৎ পাশাপাশি চালাতে পারবেন।

এই ফিচারটি অ্যাপ ও স্ক্রিন রেজ্যুলেশনের ওপর নির্ভরশীল বলে স্ন্যাপ করা অ্যাপের সংখ্যা বিভিন্ন হতে পারে।

ভাষা ও বাংলাঃ

মাইক্রোসফট মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোর্টকে উইন্ডোজ ৮ এ বেশ গুরুত্বের সাথেই নিয়েছিল যার ধারা এখনো অব্যাহত আছে। উইন্ডোজ ৮.১ অনেক গুলো নতুন ভাষার সাপোর্ট যুক্ত করেছে।

উইন্ডোজ ৮.১ এর পিসি সেটিংস থেকে সহজেই বাংলাকে আপনার প্রাইমারী বা প্রধান ভাষা হিসেবে সিলেক্ট করতে পারবেন। ফলে কিবোর্ড এ লেখার সময় ডিফল্ট হিসেবে সিলেক্টেড থাকবে বাংলা। আপনি সহজেই Windows Key + Space চেপে আপনার সিলেক্ট করা ভাষা গুলোর মধ্যে পরিবর্তন করতে পারবেন।

তবে এখনো একটি অপুর্ণতা রয়েই গেছে। মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ এও কোন বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক রিলিজ করেনি। আমাদের অনুরোধ থাকবে একুশে ফেব্রুয়ারীর জন্মভূমির মাতৃভাষা, বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা বাংলার যেন একটি ল্যাঙ্গুয়েজ প্যাক রিলিজ করা হয়।

মিউজিক ও ভিডিওঃ

উইন্ডোজ ৮.১ এর মর্ডার্ন মিউজিক প্লেয়ারে এসেছে বেশ কিছু পরিবর্তন। এটি এখন থেকে পরিচিতি পাবে এক্সবক্স মিউজিক নামে। নামের সাথে এর ইন্টারফেসেও এসেছে অনেক পরিবর্তন।

নতুন মিউজিক অ্যাপটি সিম্পল ডিজাইনের কিন্তু খুবই আকর্ষণীয়। আগের মিউজিক প্লেয়ারটি অ্যালবাম আর্ট লোড করতে গেলেই অ্যাপটি অনেক ল্যাগ করত। কিন্তু নতুন প্লেয়ারটি বেশ ফাস্ট এবং ফ্লুইড যা আপনাকে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চালু করা থেকে বিরত রাখতে যথেষ্ট।

উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মতই বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে গান গুলো সর্ট করার সুবিধা আছে এতে।

মিউজিক প্লেয়ারের ইন্টারফেসে ব্যাপক পরিবর্তন আনা হলেও ভিডিও প্লেয়ারের ইন্টারফেসটি তেমন পরিবর্তন করা হয়নি। তবে ইন্টারফেসের তেমন পরিবর্তন না হলেও পার্ফর্মেন্স উইন্ডোজ ৮ এর চাইতে বেশ বৃদ্ধি পেয়েছে।

সোশ্যাল নেটওয়ার্কিং এবং মেসেঞ্জিং:

বর্তমান সময়টাই সোশ্যাল নেটওয়ার্কিং এর। তাই এক্ষেত্রে পিছিয়ে নেই উইন্ডোজ ৮.১ ও। উইন্ডোজ ৮.১ এ প্রিইন্সটলড হিসেবে রয়েছে Peoples অ্যাপ যার মাধ্যমে আপনি টুইটার, ফেসবুকের মত জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে যুক্ত থাকতে পারবেন।

এছাড়া পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর অফিসিয়াল অ্যাপ সমুহও। উইন্ডোজ ৮.১ এর রিলিজের দিন বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ রিলিজ পেয়েছে। যার মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি। ইউনিফাইড সার্চ, স্ন্যাপ ভিউ এর সকল সুবিধা নিয়ে তৈরি করা অ্যাপটি স্টোরে বিনামুল্যে পাওয়া যাচ্ছে।

উইন্ডোজ ৮.১ আরেকটি প্রশংসনীয় সংযোজন, স্কাইপে অ্যাপ। উইন্ডোজ ৮ এর মেসেঞ্জিং অ্যাপটির বদলে এখন থেকে স্কাইপ উইন্ডোজ ৮.১ এর প্রধান মেসেঞ্জার হিসেবে থাকবে। স্কাইপের ব্যাপারে নতুন কিছু বলার নেই, অ্যাপটিতে স্কাইপের সকল সুবিধাই পাওয়া যাবে হাতের নাগালে।

ইন্টারনেট এক্সপ্লোরারঃ

উইন্ডোজ ৮.১ এর সাথে প্রি ইন্সটলড রয়েছে মাইক্রোসফটের সর্বশেষ ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার ১১; বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরার তার বাজারের বেশ বড় অংশই হারিয়েছে ক্রোম ও ফায়ারফক্সের কাছে। তাই মাইক্রোসফট বেশ জোরেশোরেই নেমেছে হারানো রাজত্ব উদ্ধার করতে। ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর মেট্রো ইন্টারফেসের কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, এখন আপনি সহজেই অ্যাড্রেসবার কে স্থায়ীভাবে ভিসিবল করে রাখতে পারবেন। আরো কিছু ছোট পরিবর্তনের সাথে ইঞ্জিনের ব্যাপক পরিবর্তন পার্ফর্মেন্স অনেকাংশেই বৃদ্ধি করেছে।

হেল্প এবং টিপসঃ

উইন্ডোজ ৮ এ অনেক নতুন জেটসার ও নতুন কন্ট্রোল নিয়ে আসে। বেশিরভাগ নতুন ইউজারদের এসকল নতুন ফিচার গুলোর সাথে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে। তাই নতুন ফিচার গুলোর সাথে ইউজারদের পরিচিত করতেই উইন্ডোজ ৮.১ দেয়া আছে Help+Tips নামে একটি অ্যাপ। এর মাধ্যমে সহজেই একজন ইউজার উইন্ডোজ ৮.১ এর নতুন ফিচার গুলোর সাথে পরিচিত হতে পারবেন।

কিভাবে আপগ্রেড করবেনঃ

যারা উইন্ডোজ ৮ ব্যবহার করছেন তারা বিনামুল্যে উইন্ডোজ ৮.১ এ আপগ্রেড করতে পারবেন। এজন্য আপনাকে উইন্ডোজ স্টোর এর মাধ্যমে আপগ্রেড করতে হবে। এছাড়া আপনি যদি DreamSpark বা MSDN/TECHNET এর সদস্য হয়ে থাকেন, তবে আপনি ISO ইমেজ ডাউনলোড করেও আপগ্রেড করতে পারেন বা ক্লিন ইন্সটল করতে পারেন।

এখন প্রশ্ন হল, আপনি কি উইন্ডোজ ৮.১ আপগ্রেড করবেন?

আপনি যদি উইন্ডোজ ৮ এর ইউজার হয়ে থাকেন তবে উত্তর হবে, হ্যাঁ, অবশ্যই। উইন্ডোজ ৮ এর থেকে ৮.১ এ আপগ্রেড না করার কোনো উপাদান ই উপস্থিত নেই ৮.১ এ। কারণ উইন্ডোজ ৮ থেকে ৮.১ সব দিক থেকেই অনেক উন্নত, আরো পরিণত।

আপনি যদি উইন্ডোজ ৭ এ থাকেন, উইন্ডোজ ৮ স্কিপ করে, আমি বলব এবার সময় হয়েছে নতুন কিছু ট্রাই করার। উইন্ডোজ ৮ এর সম্পর্কে যেসকল দুর্নাম আপনি হয়ত শুনেছেন তার অনেকাংশই ৮.১ এ অনুপস্থিত। তাই আমি মনে করি না ৮.১ আপনার কর্মদক্ষতাকে বাড়ানো ছাড়া কমিয়ে দেবে। উইন্ডোজ এক্সপি ইউজারদের প্রতি কিছু বলার মত ভাষা অবশ্য আমার অভিধানে নেই।

অনেকেই হয়ত এতক্ষন পড়ে বুঝে গেছেন উইন্ডোজ এর নতুন আপগ্রেড সাইকেল এর জন্যেই পোস্টের এ টাইটেল। ট্যাবলেট মার্কেটের সাথে তাল মেলাতে এবং উইন্ডোজ ৮.১ এর সমস্যা গুলো শোধরাতে হয়ত আগামী একবছর পরেই আমরা নতুন আরেকটি আপগ্রেড পাব। ফলে দ্রুত আপডেটের কারণে উইন্ডোজ হয়ে উঠবে আরো আকর্ষণীয়।

সবমিলিয়ে বলা যায় উইন্ডোজ ৮.১ বর্তমান বাজারের ডেস্কটপ ও ট্যাবলেট ওএস গুলোর মধ্যে শক্তিশালী অবস্থানেই আছে। উইন্ডোজ ৮.১ নিয়ে মাইক্রোসফট প্রস্তত আবার বাজারকে মাত করার জন্য।

শেষ কথাঃ

উইন্ডোজ ৮ এসেছিল নতুন যুগের টাচ বেজড উইন্ডোজ ইন্টারফেসের সুচনা করতে। নতুন যুগের প্রথম পদক্ষেপ ছিল এটি। প্রথম পদক্ষেপ বলেই বেশ কিছু ফিচার ছিল অসম্পুর্ণ, কিছু পরিবর্তন ছিল ভুল। কিন্তু আশার কথা হল মাইক্রোসফট খুব দ্রুতই এসকল ত্রুটি গুলো ধরতে পেরেছে এবং মাত্র এক বছরের মধ্যেই একটি নতুন রিলিজ প্রকাশ করে তাদের ভুল গুলো শোধরানোর যথাসম্ভব চেষ্টা করেছে।

উইন্ডোস 8 ফেসবুক গ্রুপেঃ

উইন্ডোজ সম্পর্কিত যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপেঃ

https://www.facebook.com/groups/janala8

Level 0

আমি মুশফিকুস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন টিউন 😀 অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টিউন করার জন্য।

@iamnayem: আপনাকেও ধন্যবাদ নাইম ভাই 😀

অসাধারন টিউন। কিন্তু আমার মজিলা + ক্রোম এ কোন ইমেজ লোড হল না। ইমেজ এর যায়গা জুরে সাদা একটা বর্গক্ষেত্র হয়ে আছে।

উইন্ডোজ ৮.১ সম্পর্কে অনেক কিছু জানলাম @ ধন্যবাদ

চমৎকার এবং পরিপূর্ণ রিভিউ। আমি উইন্ডোজ ৮.১ আরটিএম ব্যবহার করতাম তখন অভ্র নিয়ে কিছু সমস্যা ছিল অফিসিয়াল রিলিজ হয় নাই বিধায় আপডেট পাই নাই। এখন নাকি অফিসিয়াল আপডেট দিচ্ছে তাই আবার ৮ থেকে ৮.১ এ সুইচ করব।
সুন্দর সাবলীল রিভিউর জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার কাছে ISO ইমেজ ডাউনলোড করার লিঙ্ক থাকলে দয়া করে লিঙ্কটা দেন

Level New

টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ। আইএসও ডাউনলোড লিংকটি দিলে সবাই উপকৃত হতো।

Level 0

আপনার রিভিউ সব বারের মত এবার ও হিট , নির্বাচিত পোস্ট হিসাবে দেখতে চাই

Level 0

ভাইয়া আমি দেড় মাস যাবত windows 8.1 pro ব্যাবহার করছি। অ্যাক্টিভও করেছিলাম। কিন্তু ১ মাস পর office 13 অ্যাক্টিভ করতে গিয়ে উইন্ডোজ এর অ্যাক্টিভ টা নষ্ট হয়ে যায়। এখন কোনো ভাবেই অ্যাক্টিভ করতে পারছিনা। এখন অ্যাক্টিভ ছাড়াই ব্যাবহার করছি। আমার কাছে windows 8.1 টা ভালই লাগছে। windows 8 এর চেয়ে windows 8.1 টা অনেক ভাল করেছে। এখন windows 8.1 টা active করার কোনো way কি আপনার জানা আছে? please ভাইয়া অ্যাক্টিভ করার ব্যাপারে কিছু জানাবেন।।

    @Harry: ধন্যবাদ। আপনি KMS বা Skype মেথড এ অ্যাকটিভেট করতে পারেন। এ বিষয়ে কোন সাহায্য লাগলে আমাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন 😀

জানি, সব Features সম্পরকেই জানি কিন্তু পড়তে হয়েছে এই আসাধারন Review Post-টা কারন আর কিছু নয় এটা জনাব মুশফিকুস সালেহীনের :)। Thanks for good post Bro..

Level 1

vhai windows 8.1 er download link thakle share koren

পরিচিত টিউনারের নাম এবং বিষয় যখন উইন্ডোজ তখন বাধ্য হয়ে টিউনে ঢুকলাম। আগেই জানতাম পুরো A to Z আছে এই টিউনে। 😀

যাই হোক এখন প্রশ্ন হচ্ছে ক্র্যাক করা উইন্ডোজ ৮ থেকে ৮.১ এ আপগ্রেড করবো কিভাবে? নতুন করে ৮.১ ডাউনলোড করে সেটআপ দিতে হবে নাকি আরো সহজ কোন সিস্টেম আছে?
আমি চাচ্ছি আমার বর্তমান উইন্ডোজ ৮ এর সকল সেটিং ঠিক রেখে জাস্ট ৮.১ এ আপগ্রেড করবো। অর্থাৎ আমার সকল ইন্সটল করা সফটওয়্যার ঠিক থাকবে এবং ৮.১ এ আপগ্রেড হবে। এটা সম্ভব হলে কিভাবে সেটআপ দিতে হবে?

আমি জানি উত্তরগুলোও যথাযথই পাবো। 😀

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি উইন্ডোজ ৮.১ এর ISO ডাউনলোড করে (যে ভার্সন ইন্সটল আছে সেম ভার্সনের) আপগ্রেড করলেই সব ফাইল, সেটিংস এবং মহামূল্যবান অ্যাকটিভেশনটাও সম্পূর্ণ অক্ষুন্ন থাকবে 🙂 আবার ধন্যবাদ ভাইয়া 🙂

windows 8.1 er iso er link ta diben!!!!! then upgrade kemte kormu!!!!confused……

Level 0

চমৎকার রিভিউ !

Level 0

মুশফিকুস সালেহীন৥ বরাবরের মত আপনার এবারের তথ্য সমৃদ্ধ টিউনটি ও অসাধারণ ! উইন্ডোজ ৮.১ এর খুচরা বিক্রয় মূল্য কত ? আশা করি মাইক্রোসফট পাইরেসীর কথা বিবেচনায় রেখে বাংলাদেশের উইন্ডোজ ব্যবহার কারীদের সুবিধার জন্য মূল্য নির্ধারণ করবেন ।

দারুন হয়েছে।

Level 0

ভাই crak করা windows 8 থেকে কি windows 8.1 এ বিনামুল্লে upgrade করা জাবে activation সহ????windows কেনার মত টাকা আমার নেই।

ভাই আমি আমার win 8.1 pro 64bit -কে activate করতে পারছিনা, আপনার কাছে কার্যকর activator থাকলে আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ।

    @ধূপছায়া: অথবা আমাকে activator এর লিঙ্ক মেইল কইরা দিয়েন: [email protected]

      @ধূপছায়া: আসলে অ্যাকটিভেটরকে আমি তেমন সমর্থন করি না। আপনি সর্বোত্তম পন্থা হিসেবে ফোন অ্যাকটিভেশন ব্যবহার করতে পারেন, যেটি Skype method নামেও পরিচিত। এ বিষয়ে সাহায্য লাগলে আমাদের ফেসবুক গ্রুপেও যোগাযোগ করতে পারেন।

অসাধারণ এবং তথ্য সমৃদ্ধ রিভিউ এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন.. বরাবরই এমন মানসম্পন্ন টিউন তোমার কাছে পাই ভবিষ্যতে আরও পাব আশা করি..

আমি প্রায় ২৫ দিন আগে ফ্রেশ ইনস্টল দিয়েছি , প্রশংসা না করলে ভুল হবে । তবে ইন্টারনেট ব্রাউজার হিসাবে ইন্টারনেট এক্সপ্লোরার ১১; ক্রোম ও ফায়ারফক্সের কাছে অনেকটা পিছিয়ে আছে ।

Level 0

সত্যিই টিউনটা পরে বেশ কিছু জানা গেল। মানসম্মত টিউন দেয়ার জন্য অনেক ধন্যবাদ!!

Level 0

সত্যিই টিউনটা পরে বেশ কিছু জানা গেল। মানসম্মত টিউন দেয়ার জন্য অনেক ধন্যবাদ!!

অসাধারণ একটি পোষ্ট,আর পোষ্টটি পরে খুব ভালা লাগলো ধন্যবাদ @ মুশফিকুস সালেহীন

Level 0

ভাই ডাউনলোড লিঙ্কটা দেন।

Level 0

@মুশফিকুস সালেহীন……………..ধন্যবাদ এই তথ্যবহুল পোষ্ট এর জন্য।

আমি ৮ মাস যাবত KMS Activator দ্বারা Activate করা Windows 8 ব্যবহার করছি কোন সমস্যা ছাড়াই। গতকাল App store থেকে Windows 8.1 এ আপগ্রেড দিতে গেলে বলে যে KMS Activator দ্বারা Activate করা Windows 8 কে আপগ্রেড করা যাবেনা। এখন আমি কিভাবে আমার আগের সব Installed Software অক্ষুণ্ণ রেখে Windows 8.1 এ আপগ্রেড করব। জানা থাকলে তথ্যটা দিয়ে সাহায্য করুণ।

অথবা Activator সহ Windows 8.1 ডাউনলোড এর নির্ভরযোগ্য (পরীক্ষিত) কোন টরেন্ট ডাউনলোড লিংক থাকলে শেয়ার করে সাহায্য করুণ।

    @mgrp: উইন্ডোজ ৮ এর অনেকগুলো SKU আছে, তাই আপনার প্রয়োজনীয় ISO ফাইলটি আমাদের গ্রুপ এর ডকে থাকা লিনক থেকে সহজেই নামিয়ে নিতে পারেন।

আপনারা সবাই এই সাইট থেকে ডাউনলোড করতে পারেন যদিও একটু এড ফ্লাই এর ঝামেলা আছে
epcsoft.blogspot.com (Windows 8.1 ISO File)

Level 0

ভাই আমি Windows seven Use করি আপনার কাছে কি Free Windows 8.1 আছে ? থাকলে Link দেন . Serial Key সহ..ধন্যবাদ .

সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ৫০ কেজি Thanks 😆

Level 0

r o onek kisu change hoese 🙂 jodi tab e use korten bujhten, android mobile e bluetooth diee connect korle mobile er mouse hisebe kaj kora jai 8.1 e. er keyboard ke r o jotil kora hoese. keyboard er kono button e click kore dhore rakhle nana style ashe, egula check kore add kore din tune ti te

    @unknown2: ধন্যবাদ। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্ত সব তো আর তুলে ধরা সম্ভব নয়। আমাদের সাধারণ ইউজারদের প্রয়োজনীয় যেসব পরিবর্তন হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি।

Level 0

মুসফিক ভাই আমি ৮ ব্যাবহার করি, এখন ৮ এর activetor দিয়ে কি ৮.১ activet করা যাবে??????????????

Level 0

মুসফিক ভাই আমি ৮ ব্যাবহার করি, এখন ৮ এর activetor দিয়ে কি ৮.১ activet করা যাবে?????

    @ধূপছায়া: আসলে অ্যাকটিভেটরকে আমি তেমন সমর্থন করি না। আপনি সর্বোত্তম পন্থা হিসেবে ফোন অ্যাকটিভেশন ব্যবহার করতে পারেন, যেটি Skype method নামেও পরিচিত। এ বিষয়ে সাহায্য লাগলে আমাদের ফেসবুক গ্রুপেও যোগাযোগ করতে পারেন।
    @tasnim9565: মাইক্রোসফট উইন্ডোজ ৮ থেকে ৮.১ কিছু পরিবর্তন করায় এটি সম্ভব নয়।

অপেক্ষায় ছিলাম এমন একটি রিভিউর জন্য আপনার টিউনে সেই অপেক্ষায় অবসান হল।
এক কথায় যদি বলি তবে অসাধারন টিউন এতে কোন সন্দেহ নাই,অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউনটি কষ্ট করে আমাদের উপহার দেয়ার জন্য।

Level 0

ফোন অ্যাকটিভেশন করার নিয়ম টা কি যদি একটু কষ্ট করে জানাতেন তাইলে উপকৃত হতাম।@মুশফিকুস সালেহীন

Level 0

ধন্যবাদ ভাইয়া অনেক ভালা অইছে বুচ্ছুউইন…

Level 0

☼ অসাধারণ এবং তথ্য সমৃদ্ধ রিভিউ এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ !! (আমি 8.1 এর অতি ভক্ত।।) 😉

Level 0

খুব সুন্দর পোস্ট । Windows 8.1 হাতে পাওয়ার আগেই এর সম্পর্কে অনেক ধারণা পেলাম । ধন্যবাদ ভাই ।

বিস্তারিত শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।(ছবিগুলো দেখা যাচ্ছে।)

শুভকামনা রইল।

@Salehin ভাই। টিউন গুলো কি PDF আকারে নেওয়ার কি কোন পথ আছে।

কেনো জানি আমি আপনার টিউনের কোনো ছবি দেখতে পাচ্ছিনা।তাই কিছুই বুঝতে পারলাম না।

windows 7 er software gula ki windows 8.1 a cholbe?

আমার Adobe illustrator cs6 highly compressed file দরকার কারো থাকলে দেন।

মুশফিকুস সালেহীন@win 8 er startup screen off korer system ta ki sudu mato win 8.1 ace naki win 8 eo ace ..plz bolben…r akhne jara ace tader thaka jodi kow age ans diten amr khuv upoker hoto…akhane to pic off korer system ta pic dakhace,asoly ki bastobe ai rokom off korer option ace????

Level 0

App store-a windows update korar kono option to dekhlam na. App store theke kivabe update korte hoy aktu bujhiye bolle upokkrito hotam.

Video অ্যাপে Subtitle লোড হয় না। তাই বাধ্য হয়ে অন্য Media Player চালাতে হয়। 🙁 নইলে Video এর মত দুর্দান্ত ইন্টারফেস আর কোন প্লেয়ার এ নেই।

    Level 0

    @শোভন: Accha techtune a sobar comment ami ki kore dekhbo bujhte parchi na. Option ta ami khuje pacchi na r. keo ki amake ektu janaben??

Level 0

Accha techtune a sobar comment ami ki kore dekhbo bujhte parchi na. Option ta ami khuje pacchi na r. keo ki amake ektu janaben??

Level 0

ভাই ধন্যবাদ এত সুন্দর টিউনের জন্য। আমার একটি প্রশ্ন আছে, আমি Dell i5 ব্যাবহার করছি, এবং অরিজিনাল windows 8, আমি যদি আপগ্রেড করতেচাই তাহলেও কি লাইসেন্স চাইবে??? দয়া করে আপগ্রেড করার নিয়মটা একটু বলবেন, যদি আমি স্টোর থেকে না করে উইনডোজ অটো আপগ্রেড থেকে আপগ্রেড করি তাহলেকি হবে??

    @Shetu: আপনার জন্য স্টোর থেকে আপডেট করে নেয়াটাই সবচাইতে ভাল হবে।

      Level 0

      @মুশফিকুস সালেহীন: Accha techtune a sobar comment ami ki kore dekhbo bujhte parchi na. Option ta ami khuje pacchi na r. keo ki amake ektu janaben??

Level 0

*উইনডোজ অটো আপডেট

Level 0

আচ্ছা Windows 8 এ অনেক Apps Install এর সময় Net Framework 2.5 and 3 এর যে Problem দেয় । সেটা কি ঠিক হয়েছে Win 8.1 এ ???…

Level 0

ভাই আমি Windows seven Use করি আপনার কাছে কি Free Windows 8.1 আছে ? থাকলে Link দেন . Serial Key সহ..ধন্যবাদ .

bro, thanks for your great tune! but still i think windows 7 is the best for its hassle free using. so whats your opinion about it?

Vai kub valo tune koresen amar ekta help korben pls ame torrent leeching site ta konta valo hbe and unlimited use korte parbo free seta niya jodi ekta tune korten kub kusi hotam

Ekhono download korte parini slow neter karone….khub sundor tune ….

osadharon vai

WIN 7 এ যেসব সফটওয়্যার সাপোর্ট করে সেইসব সফটওয়্যারের মধ্যে সব WIN 8.1 কে সাপোর্ট করে কি? যদি করে তবে চোখ বুজে এখনই WIN 8.1 লোড করা উচিৎ, না হলে ভাবা উচিৎ।

Level 0

@Rashed : apnar link ta ki 64bit??

Level 0

windows 8.1 letest er build number koto?

Hello ,
Today i set up windows 8.1 . But Skype not working with this windows.
Please help me.

জটিল টিউন হইছে ভাই……….

Nice tune bro,welcm

Level 0

অসাধারন টিউন

Level 0

Ami aokn windows 8.1 preview use korsi. Akon ami win 8.1 pro install korte pasina product ki chay.Plz kew amake aktu help korun

Level 0

Thanks for this tune bro…

nice post

Level 0

সিডির দোকানে ৮.১ পাওয়া যায়না তাই ৮ ইন্সটল করেছি।

অসাধন একটা টিউন, ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম 😀

উইন্ডোজ ৮ কে কিভাবে ৮.১ এ আপগ্রেড করতে পারি (অফলাইন হলে ভালো হয়, মানে কোনো সেটাপ ফাইল নামিয়ে যদি করা যায়)
জানাবেন প্লিজ ।

@salehin vai ami windows 7 use kortesi but ami ki iso image link theke download kore upgrade korte parbo……………….???????????????

Good job !!!….But 3d animating view , aero, theme …..??

Level New

What About Gaming? Windows 8 Game er jonne baje silo tai 7 a phire ashsi. 8.1 er gaming performance kemon? + game a problem kore kina? like windows 8 a Bully Se, Rise of nations etc game a problem korto. graphics error korto. ekhon ki problem gulo solve hoyese?

আমি উইডোজ ৮ ব্যবহার করছি ।কিন্তু টিভি কার্ড ব্যবহার করলে সাউন্ড পাচ্ছি না এর কি কোন সমাধান আছে?আমার টিভি কার্ডটি হচেছ GADMEI er TV HOME MEDIA 3.

রিভিউটা বেশ ভাল হয়েছে। এই রিভিউ পরে Windows 8.1 ইন্সটল দিলাম। কিন্তু ব্যাবহার করে মজা পাচ্ছি না ! Windows 7 ই ভাল।

রিভিউটা অনেক ভাল হইছে। আমিও উইন্ডোজ ৮ ইনস্টল দিতে চাচ্ছি। কিন্তু ভালো মানের ডাইরেক্ট লিংক পাচ্ছি না। টরেন্ট থেকে ডাউনলোড দিলে অনেক টাইম লাগবে। 🙁

bhai store e toa windows 8.1 namok kono word e pailam na.. 🙁

Level 0

ভাই, বিজয় ইন্সটল দিতে পারছিনা। আমি 32 বিটের 8.1 windows ইন্সটল করেছি।
PLZ, help me……………………………………….

    Level New

    @DFahad: Windows 8.1 X64 Bit a Bijoy 71 install dilam apnar ei text dekhe but kono problem toe holo na.

      Level 0

      আমারটা 32 বিটের…..
      সেট আপ করতে গেলে 3.5, 2.0, 2.5 ডটনেট ইনস্টল করতে বলে……

Level New

Porshu Download koresi. kaal install korlam. Gaming Performance is ok. Ager Problem gulo nai. valo moto check kore dekhlam. And I’m happy 😀 Now Its Awesome. Windows 8 a amar shob theke favourite game graphics error korto. But eta Te Smoothly cholse. 😀 Windows Store Ta ager theke onek valo hoise. And ekhon onek app ase 😀 Eta onek valo lagse 😀

Level 2

Well-done my brother, really a great job. it is more than enough. carry on

উইন্ডোজ ৮.১ এক্টিভ করতে পারছিনা। কিভাবে এক্টিভ করব জানা থাকলে বলবেন।

আমাকে কেউ উইন্ডোজ ৮.১ প্রো ভার্সন-৩২বিট (শুধুমাত্র ৩২বিট থাকবে) এর ডাউনলোড লিংক দিতে পারবেন (একটিভেটর সহকারে) ? আমাকে কাছে শুধুমাত্র ৬৪বিট এর টা রয়েছে। RAM 4 GB না থাকাই ভালো করে চলে না স্লো কাজ করে মাঝে মাঝে। IDM দিয়ে যেন ডাউনলোড করতে পারি এমন লিংক দিয়েন। 🙂

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

Good post, 8.1 activate problem face kori