দয়া করে কমেন্ট করবেন নাহলে পোস্ট করতে ইচ্ছা করে না
আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন । আমি অনেক ভালো আছি । উইন্ডোজ ৮ . ১ ডাউনলোড করেছেন তবে একটিভেট করতে পারেন নি । আমি আপনাদের দেখাব কীভাবে একটিভেট করবেন আপনার উইন্ডোজ ৮.১ আজীবন , একদম জেনুইন । তো শুরু করা যাক ।
নিয়মাবলী :
ইন্টারনেট কানেকশান বন্ধ রাখুন..
ControlPanel\Network andInternet\Network Connections
১.স্টার্ট মেনুতে ডান বাটন ক্লিক করে‘Run Command Prompt (Admin)’ এ ক্লিক করুন ।
২.নিচের কমান্ড লিখে অথবা কপি করে পেস্টকরে এন্টার করুন ।
slmgr.vbs -ipk<MAK Key>
উদাহরন স্বরূপ :slmgr.vbs -ipkCGWVF-N3VMK-CVG7W-MBB9Y-MY2KV
প্রতিনিয়ত ম্যাককীগুলো ব্লকহয়ে যায় তাই নিয়মিত কার্যকর কী(Valid Key) পেতেভিজিট করুন.. http://www.facebook.com/groups/janala8/
৩.স্টার্ট মেনুতে ডান বাটন ক্লিক করে ‘Run Command Prompt (Admin)’ এ ক্লিক করুন তারপরslui 4 লিখুন তারপর এন্টার করে Nextএ ক্লিক করুন ।দেশ হিসেবে United Kingdomসিলেক্টকরতে পারেন।
এরপর চিত্রের মত Installaion ID পাবেন ।
৪. ইন্টারনেট কানেকশান বন্ধ থাকলে চালু করুন ।নিচের ধাপ গুলো অনুসরন করুন ।
(ক)Skypeচালু করুন...না থাকলে http://www.skype.comএ গিয়ে ফ্রী রেজিস্ট্রেশান করে ডাউনলোড করুন ।
(খ)Skypeদিয়ে কল করুন United Kingdom[+448000188354] নাম্বারে অথবা USA [+18664323012]নাম্বারে (যদিও USAনাম্বারে কল করে অ্যাক্টিভ করা কঠিন তাই যথাসম্ভব UKনাম্বারে চেষ্টা করুন)
(গ) আপনারSkypeএরডায়াল প্যাডবের করুন । তারপর প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে –
আপনিHome User অথবা Business Userহিসেবে জানালা ব্যবহার করছেন
আপনি উত্তরে Home Userহিসেবে 1চাপবেন ।
এরপর কিছু নিয়মাবলী বর্ণনা করবে আপনি না শুনতে চাইলে #বাটন এ ক্লিক করবেন ।
(ঘ)এখন নির্ভুল এবং ধারাবাহিকভাবে Installation IDপ্রবেশ করাবেন।সঠিকভাবে সব নাম্বার প্রবেশ করালে জানতে চাইবে আপনি কতগুলো কম্পিউটারে অ্যাক্টিভ করতে চাচ্ছেন...উত্তরে আপনি 1চাপবেন ।
(ঙ)উপরের ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারলে আপনাকে Confirmation IDদেবে ।EnterConfirmation IDক্লিক করে সঠিকভাবেনাম্বারগুলো বসিয়ে Active Windowsবাটনে ক্লিক করুন ।
আর আপনার জানলা ৮.১ (Windows 8.1) কে পূর্ণাঙ্গ সক্রিয় করুন আজীবনের জন্য....
চেক করতে পারেন আপনার অ্যাক্টিভ করা জানালা ৮.১ জেনুইন কিনা..
স্টার্ট মেনুতে ডান বাটন ক্লিক করে ‘Run Command Prompt (Admin)’ এ ক্লিক করুন তারপর slmgr/ato লিখে এন্টার করুন ।
[ বি.দ্র : অবশ্যই ভবিষ্যৎ এ পুনরায় অ্যাক্টিভেশান এর জন্যKey, Installaion ID&Confirmation IDনিরাপদে সংরক্ষণ করুন ।নতুন করে জানালা ইন্সটল করলে ১-৩ নাম্বার পদ্ধতি অনুসরন করলে Installaion IDমিলে যাবে তখন শুধু সংরক্ষণ করা Confirmation IDবসিয়ে পূর্ণাঙ্গ অ্যাক্টিভ করতে পারেন । যদি Motherboard, HDD পরিবর্তন না করেন তবে আপনার ID অপরিবর্তিত থাকবে আর বারবার অ্যাক্টিভ করতে পারবেন।
এ পদ্ধতিতে Windows8 RTM Professional,ProfessionalN,Enterprise,EnterpriseNEditionগুলোতে ব্যবহার করতে পারবেন]
Key পরিবর্তনঃ
অনেক সময়Key ব্লক হয়ে যায় অথবা Installaion ID মেলেনা তখন Key পরিবর্তনের প্রয়োজন হয় । নিচের পদ্ধতিতে Key পরিবর্তন করতে পারেন ।
স্টার্ট মেনুতে ডান বাটন ক্লিক করে ‘Run Command Prompt (Admin)’ এ ক্লিক করুন তারপর আলাদা ভাবে Command গুলো লিখে এন্টার করুন ।
slmgr /upk
slmgr /cpky
slmgr /ipk ( New/UsedKey)
জানলা ৮ সংক্রান্ত যে কোন সমস্যায় যোগ দিতে পারেনবাংলায় জানালা ৮ বিষয়ক সর্বপ্রথম এবং একমাত্র গ্রুপে...
http://www.facebook.com/groups/janala8/
এই ফাইলটি উপরের লিঙ্ক থেকে নেওয়া হয়েছে ।
এটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন এখান থেকে http://www.facebook.com/groups/janala8/
এটি বানিয়েছেন mirza jahid:
http://www.facebook.com/mirjabd
ধন্যবাদ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমিও এভাবে এক্টিভেট করেছি ! সত্যিই দারুন কাজ করে.
ধন্যবাদ টিউনের জন্য.
আমার সাইট ঃ- windowstechnics