আজ প্রায় ১ মাস windows 8 active করার জন্য চেস্টা চালাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় নি। বেশিরভাগ গুলো net এ connect হয়ে active হ ওয়ার কথা, কিন্তু এক টা server ও কাজ করে নি। যাইহোক, কাজের কথাই আসা যাক। প্রথমে নিচের file টি নামিয়ে নিন।
http://www.mediafire.com/download/ub9c45azuul4hat/w8+v.400+masterweb90.blogspot.com.rar
Password: masterweb90.blogspot.com
এরপর file টি extract করে A-BLK-W8.exe file টি ওপেন করুন। এরপর নিচের মত screen আসবে
এবার Activar এ ক্লিক করুন, এবার যা কিছু আসবে Ok করুন
আবার Ok করুন
এবার software টি কে তার মত কাজ করতে দিন। প্রায় ১০ মিনিট পর pc restart নেবে।
এখন Pc Info অথবা My Computer এর Propertise এ ক্লিক করে দেখেন মজা! আজিবন এর জন্য Windows 8 Activated! 😀
[যদি Restart নেয়ার পর Activate না দেখায় তাহলে phase 1 হওয়া কালিন software টি close করে দিন। কাজ করবে ইনশাল্লাহ! আমার টা তে করেছে। Windows 8 Pro আর Windows 8 Enterprise এ Test করেছি।]
আমি টিটী তে নতুন। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা র চোখে দেখবেন। পারলে কমেন্ট করেন। আল্লাহ হাফেয।
আমি Pranto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এতদিন পরে অ্যাক্টিভেট করতে পারলেন? আপনি বোধহয় আমার টিউনটি দেখেননি। এই এক্টিভেটরে এ কোন ভাইরাস ধরা পড়েনি। লিঙ্ক: https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/176179
আপনার এক্টিভেটরটিকে ভাইরাস স্ক্যান করে নিবেন। কারণ বেশীরভাগেই ভাইরাস যুক্ত থাকে।