আসছে উইন্ডোজ ৮ এর পরবর্তী আপডেট ভার্সন ৮.১………………………………….

হুল প্রতিক্ষার পর  আসছে উইন্ডোজ ৮ এর পরবর্তী আপডেট ভার্সন ৮.১

উইন্ডোজ ৮ এর পরবর্তী আপডেট ভার্সন ৮.১ রিলিজের জন্য প্রস্তুত করেছে মাইক্রোসফট। প্রযুক্তি সাইট দি ভার্জ তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সফটওয়্যার নির্মাতা কোম্পানিটি চলতি সপ্তাহের প্রথম দিকে উইন্ডোজ ৮.১ এর সকল উন্নয়ন ও আপডেট সম্পন্ন করেছে। এর রিলিজ টু ম্যানুফ্যাকচারার (আরটিএম) কপি বিল্ড ৯৬০০ চিহ্নিত থাকবে। অবশ্য এর আগেই “আগস্টের শেষ নাগাদ” উইন্ডোজ ৮.১ চূড়ান্ত করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল। আর এই বিল্ড ৯৬০০ ভার্সনই ১৭ ও ১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

দি ভার্জ আরও জানাচ্ছে, আগামী সপ্তাহেই উইন্ডোজ ৮.১ এর ডেভলপমেন্ট সম্পন্ন করার খবর ঘোষণা দেবে রেডমন্ড। আর এর মধ্যে সফটওয়্যারটি বিভিন্ন পিসি নির্মাতা কোম্পানির নিকট হস্তান্তর করা হবে, যাতে তারা বিভিন্ন প্রকার ডিভাইসে তা ইনস্টল করে বিক্রির জন্য প্রস্তুতি নিতে পারে।
আগেই হয়ত জানেন, উইন্ডোজ স্টোরে উইন্ডোজ ৮.১ ডাউনলোড উন্মুক্ত করা হবে ১৭ অক্টোবর। এরপর ১৮ অক্টোবর অপারেটিং সিস্টেমটি অন্যান্য মাধ্যমেও উপলভ্য হবে।

বর্তমান উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা উইন্ডোজ স্টোরে গিয়ে ১৭ অক্টোবর থেকে বিনামূল্যেই উইন্ডোজ ৮.১ আপডেট ইন্সটল করে নিতে পারবেন।

 

 

ক্রেডিট গোস টু---------Sahadat Hossain 

 

ফেসবুকে আমাকে পাবেন এখানে। 

আমার স্কাইপ আইডি ঃ moin...khulna

 

 

Level 0

আমি মঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি উইন্ডোজ ৮ ইউস করছি । আমি কি আমার উইন্ডোজ ৮ আপডেট করলে উইন্ডোজ ৮,১ হয়ে যাবে । নাকি আমাকে নতুন করে উইন্ডোজ ৮,১ বুট করতে হবে ।

    Level 0

    @shamax: ভাই নতুন করে ইনস্টল করতে হবে। এছাড়াও আপনি উইন্ডোজ স্টোরে গিয়ে ১৭ অক্টোবর থেকে বিনামূল্যেই উইন্ডোজ ৮.১ আপডেট ইন্সটল করে নিতে পারবেন।

What’s New?