আস্সালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চই!
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। যারা এখনও উইন্ডোজ ৮ এ আপগ্রেট হননি, তাদের জন্য এ পোষ্ট নয়। ইদানিং গ্রামীণফোন এর HTTPS/SSL Proxy/GP MMS Proxy দিয়ে আমরা সবাই কমবেশি ফ্রী ইন্টারনেট ব্যবহার করছি। নেট এক্সেসিং, ফ্রিলান্সিং, ডাউনলোডিং, ভিডিও চ্যাটিং এবং আরও অনেক কিছু!!!
এবার এই ফ্রী নেটের সাথে যুক্ত করুন আপনার উইন্ডোজের মেট্রো অ্যাপ্সগুলোকে।
আমরা যারা টাকা দিয়ে নেট ইউজ করি তারাও কিন্তু এই জিনিসটার সাথে পরিচিত। কারন প্যাকেজের পরিমাণ কম হলে আমাদের এটা দেখতে হয়-
তাহলে চলুন শুরু করি।
অনেকভাবেই আপনি মেট্রো এপসগুলোকে এম,এম,এম প্রক্সির(HTTPS/SSL) সাথে যুক্ত করতে পারবেন। আমি যতগুলো জানি, তার সবগুলোই জানাতে চেষ্টা করব।
তবে নিচের যে কোন একটি পদ্ধতি অনুসরন করলেই হবে!!!
১।। NetSh Command :
প্রথমে আপনি Control Panel>>Network and Internet>>Internet Options এ ক্লিক করুন। এরপর একটি পপ-আপ উইন্ডো আসবে। তারপর Connections এ ক্লিক করে নিচের ছবিগুলোর মতো অনুসরন করুন।
এবার, আপনি কমান্ড প্রম্পট (Command Prompt) কে Administrator হিসেবে ওপেন করুন। সেটা যদি না পারেন, তাহলে এভাবেও ম্যানুয়ালি করতে পারেন। প্রথমে আপনি যে ড্রাইভে উইন্ডোজ ইন্সটল দিয়েছেন, সেই ড্রাইভে যান। যেমন ধরুন, আমি C ড্রাইভে Windows 8 ইন্সটল দিয়েছি। তাহলে C Drive>>Windows>>System32>>cmd.exe ফাইলটির উপর মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করুন, তারপর Run as Administrator এ ক্লিক করুন। এবার নিচের কোডটি টাইপ করুন এবং Enter বাটন চাপুন।
কোড- Netsh winhttp import proxy source=ie
চিত্র দেখুন-
পিসি রিস্টার্ট দিন......আর মজা লুটুন!!! যারা ইউটিউবের ভিডিও দেখতে চান তারা নিচে দেখতে পারেন
"উইন্ডোজ ৮ এর সাথে প্রক্সির পরিচয়"
২।। Group Policy Editor
আপনার উইন্ডোজ বাটন এবং R বাটন একসাথে চাপুন। লিখুন- GPEDIT.MSC এবং Enter চাপুন। এবার "Computer Configuration > Administrative Template > Network > Network Isolation" এ যান। তারপর নিচের চিত্রের মতো করুন-
এবার পিসি রিস্টার্ট দিন.........আর মজা লুটুন!!!
৩।। "Registry Editing"
উইন্ডোজের রেজিষ্ট্রী এডিট করেও অর্থাৎ নতুন রেজিস্ট্রী করেও আপনি প্রক্সিকে কনফিগার করতে পারেন। তবে, তার আগে আমরা আমাদের অরিজিনাল রেজিস্ট্রেশন এর একটি কপি ব্যাকআপ করে রাখব কারন যে কোন সময় যাতে আমরা আমাদের পুরনো রেজিষ্ট্রেশনে ফিরে যেতে পারি। তারপর নতুন রেজিষ্ট্রেশন যোগ করব। প্রথমে, Windows বাটন এবং R একসাথে চাপুন। তারপর টাইপ করুন- Regedit এবং সেটি ওপেন করুন। একটি পপ-আপ উইন্ডো আসবে।
নিচের চিত্রের মতো File>>Export এ ক্লিক করুন। তারপর File types>All দিন এবং নাম লিখুন Backup.reg এবং এটা এমন জায়গায় সেভ করুন যেন এটা হারানো বা ডিলিট হবার সম্ভাবনা নেই।
এবার পিসির Notepad ওপেন করুন। ওপেন করতে All apps এ গিয়ে Notepad লিখে সার্চ দিন। পেয়ে যাবেন।
ওপেন করুন। চিত্রের মতো কোডটি কপি করে সেভ করার সময় File types- All দিন এবং ProxyConfig.reg নামে ভালো কোন জায়গায় সেভ করে রাখুন। নিচের চিত্রের মতো করে করুন-
এবার ProxyConfig.reg ফাইলটিতে ডাবল ক্লিক করেন। পারমিশন চাইলে ইয়েস দিন।
পিসি রিস্টার্ট দিন আর মজা লুটুন। পুনরায় আগের Registry তে ফিরে যেতে Backup.reg তে ডাবল ক্লিক করুন।
এগুলো কিন্তু কোন সফটওয়্যার ছাড়াই আপনি করছেন। পরবর্তি টিউন এ কিভাবে সফটওয়্যার দিয়ে উইন্ডোজ ৮ মামুকে কাবু করা যায় সেটা আমরা দেখব।
কেউ কোন সমস্যায় পড়লে এই অধম তো আছেই। নিঃসঙ্কোচে টিউমেন্ট করবেন। মনে রাখবেন আপনার একটি ইতিবাচক টিউমেন্ট-ই একজন টিউনারের ধারাবাহিক টিউনের খোরাক।
::হয়তোবা সমস্যাগুলো নিয়েও একটি টিউন করতে পারি।::
পুনশ্চঃ জিপির এম,এম,এস প্রক্সির ডিস্কানেক্ট সমস্যা এড়াতে Re-Connect সফটওয়্যার টি ব্যাবহার করতে পারেন।(আমি ইউজ করছি)
ডাউনলোড লিঙ্ক "এইখানে"
ততদিন পর্যন্ত ভালো থাকুন।
সুস্থ থাকুন।
মাহে রমজানে সংযমের পরিচয় দিন।
প্রযুক্তির সাথে থাকুন।
[[ভুল হলে ক্ষমার গুণ দেখাতে ভুলবেননা]]
আমি iMaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল পোস্ট এর জন্য ধন্যবাদ
windows7 দিয়ে torrent file download করার way থাকলে জানাবেন gpmms দিয়ে
{zbigz …..সমস্যা করে}