উইন্ডোজ ৮ সম্পর্কে অনেকেরই খারাপ ধারনা আছে। আমারও ছিল। আমি গত ১ সপ্তাহও হল এটি ব্যবহার করতে শুরু করি। আমার একটা ছোট ভাই আছে ওর নাম নাবিল আহমেদ । পড়ে ক্লাস ৭ এ। ও হচ্ছে উইন্ডোজ ৮ এক্সপার্ট। উইন্ডোজ ৮ এর কোথায়ে কি আছে আমি এখনও জানি না। আমার বিশ্বাস ও (নাবিল) খুব তাড়াতাড়ি মাইক্রোসফট সারটিফাইড প্রোফেসনাল হতে পারবে। যাই হক, এবার উইন্ডোজ ৮ নিয়ে কিছু কথা বলি। নাবিল, বলার পর আমি ব্যবহার করতে শুরু করি । উইন্ডোজ ৭ যেমন একটা ড্রাইভ ইন্সটল করতে অনেক সময় লাগত উইন্ডোজ ৮ তা লাগে মাত্র কয়েক সেক । প্রত্যেকটা ড্রাইভার এর সফটওয়্যার কয়েক সেক ইন্সটল করা যায়ে। এবার যাওয়া যাক সাউন্ড কোয়ালিটি দিকে । এক কথায়ে অসাধারণ । গান শুনার সময় আপনার মনে হবে আপনি কোন থিয়েটর গান শুনছেন। গেমিং পারফর্মেন্স অসাধারণ । উইন্ডোজ ৮ এর সাথে নতুন স্কাইপ এসেছে । এটি উইন্ডোজ ষ্টোর থেকে ডাউনলোড করে নিতে হয়। নর্মাল স্কাইপ এর চেয়ে ভাল। উইন্ডোজ ৮ এর কন্সিউমার প্রিভিও ব্যবহার এর সময় আমরা অনেক সমস্যায়ে পরেছিলাম আমরা নাবিল এর মতে, সেই ভার্সনে ১০০০ এর মত সমস্যা ধরা পরেছিল। এই ছিল আমার উইন্ডোজ ৮ নিয়ে গল্প। আমার বিশ্বাস,উইন্ডোজ ৮ আপনি ব্যবহার শুরু করলে ৭ ব্যবহার করতে ইচ্ছা করবে না।
আমি হাসান তানভীর মনসুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উইনডোজ 8 নিয়ে কতিপয় বানানো ফালতু কথাবার্তা না বললেই হত না,তাই না? 😕
উইনডোজ 7 যে সর্বকালের শ্রেষ্ঠ অপারেটিং সিস্টেম তা সবাই জানে।উইনডোজ 8 এ থালি স্পিডটাই যা বেশি,গেম সাপোর্ট দুর্বল,স্টার্ট মেনুর বদলে দুর্বোধ্য স্টার্ট স্ক্রিন যুক্ত,আর উইনডোজ 7 এর আল্টিমেট ভার্সনের প্রবল জনপ্রিয়তার কারণ সহজে বোধগম্য।যত্তোসব :/