Windows 8 এ অফ লাইন এ ইনস্টল করুন .Net Framework 3.5

যদি কেউ এই টিপসটি জেনে থাকেন তাহলে দয়া করে কোন খারাপ মন্তব্য করবেন না এই পোস্টটি যারা জানেন না তাদের জন্য

Windows 8 এ   .Net Framework 3.5 সাধরনত অনলাইন এ ইনস্টল করতে হয়

তবে আপনারা চাইলে অফ লাইন এ ও .Net Framework 3.5 ইনস্টল করতে পারেন

১.প্রথমে আপনার অরিজিনাল Windows 8 এর cd আপনার কম্পিউটার এ প্রবেশ করান

২.আপনার মাউস কার্সরটি স্টার্ট মেনুর উপর নিয়ে মাউসের রাইট ক্লিক করুন এবং "Commad Prompt (Admin) " সিলেক্ট করুন  নিচের চিত্রের মতো করে

৩.এবার নিচের কোডটি কপি করে cmd তে পেস্ট করুন এবং এন্টার চাপুন

dism.exe /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:F:\sources\sxs /LimitAccess

৪.কিছুক্ষণ অপেক্ষা করুন এটা ইনস্টল হতে প্রায় ১০-১৫ মিনিট সময় নিবে তাই ধৈর্য্য ধরে একটু অপেক্ষা করুন

ইনস্টল হয়ে যাওয়ার পর নিচের মতো দেখতে পাবেন

এবার আপনি চাইলে যেসব সফটওয়ার চালাতে  .Net Framework 3.5 লাগে সেসব সফট চালাতে পারবেন

নোট :১.উপরোক্ত কোডটি খেয়াল করুন /Source:F: এখানে F: এর জায়গায় আপনার ডিভিডি ড্রাইভ এর ঠিকানা দিন
আপনার ডিভিডি ড্রাইভ যদি k ড্রাইভ হয় তহলে এরকম লিখুন
/Source:K:

কোনো সমসসা হলে কমেন্ট করে জানাবেন

আমার ব্লগ

Level 0

আমি Autorun Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Agei jantam…but ami jokhon khujc bangla kono blog e pai nai….new der jonno onek help hobe…thanx:)

ভাই ২,৩ ভার্শন ইন্সটল করার দরকার আমার। কিভাবে করব প্লিজ হেল্পান

Level 0

যে যাই বলেন শুধুমাত্র ৩২ বিট ভার্সন এ .NET অফলাইনে ইন্সটল করতে পেরেছি কিন্তু ৬৪বিট ভার্সন অনলাইন ছাড়া .NET ইন্সটল করতে পারিনি
http://msdn.microsoft.com/en-us/library/hh506443.aspx#feedback

65.8% hoy . . . error: 0x800f081f dekhasse . . .

পুরান মাল।

windows8 pro X64 এ এটা রান করেছে।প্রথমে একটা multiboot cd থেকে সেটাপ দেওয়া windows8 pro X64 এ ট্রাই করেছিলাম কাজ হই নি।তারপর ফ্রেন্ড অরিজিনাল windows8 pro X64 সিডি দিয়েছ। সেটায় কাজ হয়েছে।তবে বাজারের ৯৯% সিডিতেই কাজ হবে না মনে হয়।

না কাজ হল না 🙁

Net Framwork 4 ডাউনলোড করে ইন্সটল করে নিন – http://adfoc.us/16799530351903

Level New

উইন্ডোস ৮ স্টার্ট আপ রিপেয়ার কিভাবে করা যায় জানেন ? নতুন করে বুট করার পরেও কম্পিউটার খুলতে গেলে বুটিং সিডি চায়…. ভাই এর সমাধান পেলে উপকৃত হই…..