Windows 8 এ User Password দিন এক নতুন Style এ

এটা আমার দ্বিতীয়  tune. আশা করি সবার ভাল লাগবে।

অনেকে হয়ত ব্যাপারটা জানেন। যারা জানেন না এটা তাদের জন্য। এর আগে কেউ এই subject এর উপর লিখে থাকলে ক্ষমা করে দেবেন।

বাজারে নতুন এসেছে  windows 8, যাতে অনেক নতুন features যোগ হয়েছে। এটা তার মধ্যে একটা । আমরা এতদিন ইউজার পাস ওয়ার্ড দিয়ে আমাদের সিস্টেম মানে কম্পিউটার চালু করতাম।

আজ আমরা শিখব নতুন এক নিয়মে ইউজার পাস ওয়ার্ড  দেওয়া ।

প্রথম এ ডান দিকের বার এর settings থেকে  Change PC Setting এ চলে যান ।সেখানে user এ click করুন । প্রথম এ েsign in option এ create a password থেকে পাসওয়ার্ড সেট করুন ।

এর পর  sign in option এ আরও দুটি option add হবে । Create picture password and Create a Pin.

এরপর Create a picture password এ click  করুন ।এরপর আপনার ইউজার পাস ওয়ার্ড দিন। তারপর বাম দিকে select picture option পাবেন । এখান থেকে আপনার পছন্দের ছবি বাছুন। তারপর use this picture এ click করুন। এরপর ছবি টির উপর আপনার পছন্দের design (line, circle etc) আঁকুন তিন টি  ।আবার একই কাজ পুনরায় করুন। ব্যাস এবার ফিনিশ করুন। কাজ শেষ ।এবার দেখুন স্টার্ট করার সময় ওই ছবি টি আপনার স্ক্রীন এ চলে এসেছে। এবার আগের ওই তিনটি design মোটামুটি একই ভাবে আঁকুন তাহলেই সিস্টেম স্টার্ট হয়ে যাবে। সঙ্গে বাম দিকে পাস ওয়ার্ড দিয়ে স্টার্ট করার option ও পেয়ে যাবেন ।

আর একটি হল Create a pin. যেটা দিয়ে আপনি চার সংখ্যার একটি পাস ওয়ার্ড দিয়ে quickly সিস্টেম চালু করতে পারবেন।

picture password and pin password রিমুভ করতে চাইলে ওই একই জাইগায় গিয়ে পাসের remove button থেকে রিমুভ করে দিতে পারেন।

আজ এখানেই শেষ করলাম। কিছু ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ ।

Level 0

আমি Islam_ani। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

থাঙ্কু ভাই

Level 2

অনেক দিন ধরে ব্যবহার করছি। ধন্যবাদ টিউনের জন্য।

আপনি বুঝি এটা আজই দেখলেন? সেই রিলিজ হবার পরপরই এটা ব্যবহার করেছি@Islam_ani

Level 0

@আনিছুর রহমান: আপনি বোধ হয় লেখা টা ভালো করে না পরেই কমেন্ট লিখে দিয়েছেন। প্রথম ২-৩ টা লাইন আর এক বার পরে নেবেন। ধন্যবাদ ।

Level 0

Jene Valo laglo. Dhonnojog.

Level 0

আরে দাদা এখান থেকে আমার লেখা কপি করে অন্য ওয়েবসাইট এ চালিয়ে দিচ্ছে । কি উপায়?? কেউ সাহায্য করুন।

Level 0

http://www.tunerpage.com/archives/211684 দয়া করে লিঙ্ক টা একটু দেখুন । কিভাবে আমার এই পোস্ট টা কপি করা হয়েছে।