ফ্রাইডে স্পেশাল, আজকের স্পেশাল উইন্ডোস ৮ ( Windows 8 )

ভাবিনি যে আজকের দিনটি তে ফ্রাইডে স্পেশাল এর টিউন টি করতে হবে । বিশেষ কোন এক কারনে আমার সব চেয়ে প্রিয় দিন টি হল আজকের দিন টি । আর প্রিয় হওয়ার কারন টি হল আজকে আমার পয়দা দিবস (পয়দা বলায় আবার কেউ , মাইন্ড খাইয়েন না কিন্তু )। যাই হোক বেশী ভূমিকায় যাব না ।
আজকে আপনাদের কে যে উপহার গুলো দিব টা আমার জানা মতে অনেকেরই আছে বা জানে , হয়তো টেকটিউনস এ অনেক টিউন হয়েছে তার পর ও আমি আমার মত করে করছি (কারন আমি অনেক গুলো ট্রাই করে দেখেছি যে সব গুলো কাজ করে না এবার কোন টি করে ) আমি বিগত অনেক দিন থেকেই ব্যবহার করছি যার মধ্যে আমি সামান্যতম ও সমস্যা পাই নি । বরং আমার আনেক বন্ধু ব্যবহার করে উপকৃত হয়েছে ।

ফ্রাইডে স্পেশাল এর আজকের স্পেশাল হল Windows 8

আজকের স্পেশাল এ আপনারা পাবেন Windows 8 Pro এর একটিভেটর এবং ৫ $ মূল্যমানের star 8 dock এর ফুলভার্সন সাথে ভিডিও টিউটোরিয়াল ।
*** বিশেষ স্পেশাল হল ভিডিও টিউটোরিয়াল ***

প্রথমেই আসছি Windows 8 Pro এর একটিভেটর যেটি ১০০ % কাজ করে । আমি আমার ল্যাপটপ এ ৩২ বিট এ ব্যবহার করে দেখছি যে কাজ করে ৬৪ বিট এ ব্যবহার করে দেখিনি তাই কাজ করে কিনা জানা নেই । তবে কাজ করবে বলে মনে হয় । একটিভেটর এর সাথে পাবেন ভিডিও টিউটোরিয়াল যার মাধ্যমে কিভাবে একটিভ করবেন তার স্টেপ ভাই স্টেপ ভিডিও দেয়া আছে । ত আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন ।

Download Windows 8 Pro এর একটিভেটর (Password: fridayspecial)

এর পরই আসছি Start" menu with Start8
যদিও এটি একটি প্রিমিউম ডক ।কিন্তু আপনাদের কিনতে হবে না । সাথে ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে । কি করে ব্যবহার করবেন + একটিভ করবেন তাও পাবেন ভিডিও টিউটোরিয়াল টি তে ।

এটির অফিসিইয়াল সাইট ঃ http://www.stardock.com/products/start8/index.asp

Download Start8 Dock (Password: fridayspecial)

সেই সাথে বোনাস গিফট হিসেবে পাবেন , Friday Special-Lynda.com Windows 8 Essential Training
দয়া করে পোস্ট এ চোখ রাখুন ফাইল আপলোড করছি । আপলোড শেষ হলেই লিঙ্ক দেয়া হবে ।

Plz Wait ..Uploding (Password: fridayspecial)

দারুন কিছু এডঅন এর জন্য এ সাইট টি দেখতে পারেন , http://omnimo.info/addonframe.html

প্লিজ আপনারা সবাই ড্রপ বক্স এ অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্ট এ ফাইল এড করে ডাউনলোড দিয়েন । আর পারলে এই লিঙ্ক এ ক্লিক করে সাইন আপ করুন যদি ড্রপবক্স অ্যাকাউন্ট না থাকে ( এখানে আমার ড্রপ বক্স এর লিঙ্ক দেয়া আছে , আপনি যদি এই লিঙ্ক থেকে সাইন আপ করেন তবে আমার অ্যাকাউন্ট এ ৫০০ এমবি যোগ হবে যা আমাকে সামনে আপনাদের জন্য ফাইল আপলোড করে দিতে সুবিধে হবে কেননা আমার ২ জিবি শেষ পর্যায়ে। এখানে কোন স্বার্থ নেই আমার ,ফ্রি স্পেস পেলে ভাল তাহলে এক অ্যাকাউন্ট দিয়েই সব আপলোড করা যাবে নতুবা নতুন আরেকটি অ্যাকাউন্ট করে আপলোড করতে হবে এই আর কি ! ) তবে নিচের প্রক্রিয়া টি করতে হবে । মানে ড্রপবক্স এর সফটওয়ার টি ইন্সটল করে সাইন ইন করতে হবে পিসির সফটওয়্যার টি দিয়ে ।।(এই মাত্র দেখলাম,নিজেই নিজেকে রেফার করে ৫০০ এমবি ফ্রি পেলাম )

বি দ্র ঃ একজন টিউনার এর ভাল লাগে যেগুলো - কমেন্ট করলে,প্রিয় তে রাখলে, ভুল গুলো তুলে ধরলে, শেয়ার করলে (আশা করি সব টিউনারই এগুলো পছন্দ করে , আপনিও টিউন করে দেখুন । একজন আপনার টিউন এ কমেন্ট করলে আপনার কত ভাল লাগবে )

আমাকে ফেসবুকে পাবেন ঃ https://www.facebook.com/arifhossainmunna01

Level 0

আমি Md Arif Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভ শুভ শুভদিন @Md Arif Hossain এর জন্মদিন।
অনেক অনেক শুভেচ্ছা রইলো………।

    @sajal007007: ধন্যবাদ ভাই । দোয়া করবেন যেন ভাল মানুষ হয়ে বেঁচে থাকতে পারি ।

Superb(উইনডোজ ৭ ভাল পাই যদিও) 😀 😛

    @Iron maiden: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ । চোখ রাখুন পোস্ট এ আরও আপডেট আসবে ।

Apnar friday special gulo asholei special. ami goto 2 porber special gulo dekheci. aj o wait korcilam apni ki den tar jonno. but ami w8 use kori na. 🙁 . But carry on. Thanks.

    @mahmud_lancer: টিউন গুলো ফলো করবার জন্য ধন্যবাদ আপনাকে ।
    যদি উইন্ডোস ৭ ইউস করে ধাকেন বা এক্সপি তবে বলব উইন্ডোস ৮ এ চলে আসুন । ১০০ % ভাল লাগবে । মানুষ মাত্রই নতুন কে গ্রহন করে তবে আপনি কেন করবেন না ? শুরু করে দিন আজকে থেকেই । আর স্পেশাল কি না জানি না । যতটুকু
    সম্ভব ভাল কিছু দেয়ার চেষ্টা করি । এখন আপনারা কিভাবে গ্রহন করবেন সেটা আপনারাই জানেন । পাশে থাকবেন । ইনশাল্লাহ সামনে আরও ভাল কিছু দিতে পারব । চোখ রাখুন পোস্ট এ আরও আপডেট আসবে আজ রাতের মধ্যে ।

Level 0

Download Start8 Dock (Password: Fridayspecial) this password not working —- vai

show — wrong password

Level 0

ok it working vai thanks

Level New

windows 8 a ekhono onek bug ase.

    @saif_precio: হম কিছু বাগ আসে । এই ভেবে আমিও অনেক দিন windows 8 ইউস করি নি । কিন্তু এখন করি এবং অনেক ভাল লাগে আগের সব windows থেকে । তবে আপনি যেটি তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি ব্যবহার করাই আপনার জন্য ভাল । আর যদি আমার কথা বলি তবে বলব ” windows 8 এ চলে আসুন”

Happy birthday brw

Level 0

happy birthday. wish u a happy and long life.

আমার কম্পিউতর duel boot করা। বাবা চালাই windows xp আর আমি চালাই windows 7. আজ রাতে কর্ব triple boot দেখি windows 8 কেমন চলে।

Error (509)
This account’s public links are
generating too much traffic and
have been temporarily disabled!

    @অনিক: কিরে ভাই যেই আশায় মিডিয়াফায়ার বাদ দিয়ে ড্রপবক্স এ আপলোড করি সব ফাইল , সেই ড্রপবক্স এও একি জামেলা ? কারও কি ভাল কোন ফাইল আপলোড + শেয়ারিং সাইট সম্পর্কে জানা আছে কি, যেটি কোন জামেলা করে তা যতই ডাউনলোড করা হোক না কেন ।

      @Md Arif Hossain: hello vai apnar activator tir onno kono link deoya jabe. Apni apnar file ti amr dropbox-e share korte paren. Amr email id- [email protected].

        @অনিক: ভাই অন্য কোন লিঙ্ক নেই যে । আমাকে আবার আপলোড করতে হবে । ক্যাম্পাস থেকে ফিরে এলে এর পর আবার আপলোড করে দিব । আমার আপলোড স্পীড বাজে বলে আমি এখনো Friday Special-Lynda.com Windows 8 Essential Training আপলোড করে দিতে পারিনি বলে দুঃখিত । তবে আজ সব কমপ্লিট করব ইনশাল্লাহ ।

Good morning boss, amar laptop a win 7 use kori. win 8 use korar khub issse. but win 8 set up dile sound driver kaj korena. abar win 7 ke upgrade kore win 8 set up dile sound driver kaj kore but net use korte parina. bar bar mozila crash kore. help me boss.

মজিলা ক্রেশ করে এই সমস্যা মজিলার নিজেরই , আমার মজিলাও ক্রেশ করে । মজিলা ১৭ ব্যাবহার করলে আগের মত পারফর্মেন্স পাবেন । আর ড্রাইভার নেট থেকে সার্চ করে নামিয়ে নেন তবেই ত আর জামেলা থাকে না । সমস্যা হলে আমাকে ফেসবুকেও ম্যাসেজ দিতে পারেন । যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব ।

উইনডোজ 8 এ অনেক অসুবিধা,যেমনঃড্রাইভার সাপোর্ট ভাল না,অনেক গেম চলে না,স্টার্ট মেনু ডিফল্টলি নেই,আরো কত কি? 😐

ভাই Iron maiden স্টার্ট মেনু ছাড়া আপনার আর একটা কথার সাথেও একমত হতে পারলাম না। তবে এটার সবচেয়ে বড় সুবিধা কি জানেন, এর স্প্রীড যার কারণে এটা জনপ্রিয়তা পাচ্ছে।

    @ওয়াহিদ:ভাই আমি উইনডোজ ৮ ইন্সটল দিয়েছিলাম।এসব সমস্যা না হলে আমি উইনডোজ ৮ খেকে কখনো উইনডোজ ৭ এ ফিরে আসতাম না।সম্ভবত আপনি হার্ডকোর গেমার না,তাহলে বুঝতেন আসলেই অনেক গেম চলে না।স্পিড যতই বেশি হোক না কেন,অনেক বাগ রয়েই গেছে উইনডোজ ৮ এ।

স্প্রীড awosome. who cares about start menu.

Jodi statdoc8 e use korbo tobe wimdows 8 use korar moja thaklo naki…jara startdoc use koren tara ein7 use koren giya…..

nice tune bro.carry on…….

    @তুষার: ধন্যবাদ আপনাকে । সামনে আরও ভাল কিছু দিব ইনশাল্লাহ । তবে আমাকে মাফ করবেন কেননা আমি ৫০০ এম বি ফাইল টি এখনও আপলোড করে দিতে পারিনি বলে । আসলে ফাইল কষ্ট করে আপলোড করলেও তা যে সবাই যে কোন সময় ডাউনলোড করতে পারবে তার কোন নিশ্চয়তা নেই । কেননা মিডিয়াফায়ার + ড্রপবক্স দুটিই বেশী ডাউনলোড হওয়া ফাইল এর পাবলিক এক্সেস বন্ধ করে দেয় ।

Level 0

vai ami windows 8 build 9364 activate korte partesi na please help…………………….

vai gola milan……….. 🙂
amar namo arif r birthday holo friday…….. 🙂 🙂 🙂