ভাবিনি যে আজকের দিনটি তে ফ্রাইডে স্পেশাল এর টিউন টি করতে হবে । বিশেষ কোন এক কারনে আমার সব চেয়ে প্রিয় দিন টি হল আজকের দিন টি । আর প্রিয় হওয়ার কারন টি হল আজকে আমার পয়দা দিবস (পয়দা বলায় আবার কেউ , মাইন্ড খাইয়েন না কিন্তু )। যাই হোক বেশী ভূমিকায় যাব না ।
আজকে আপনাদের কে যে উপহার গুলো দিব টা আমার জানা মতে অনেকেরই আছে বা জানে , হয়তো টেকটিউনস এ অনেক টিউন হয়েছে তার পর ও আমি আমার মত করে করছি (কারন আমি অনেক গুলো ট্রাই করে দেখেছি যে সব গুলো কাজ করে না এবার কোন টি করে ) আমি বিগত অনেক দিন থেকেই ব্যবহার করছি যার মধ্যে আমি সামান্যতম ও সমস্যা পাই নি । বরং আমার আনেক বন্ধু ব্যবহার করে উপকৃত হয়েছে ।
ফ্রাইডে স্পেশাল এর আজকের স্পেশাল হল Windows 8
আজকের স্পেশাল এ আপনারা পাবেন Windows 8 Pro এর একটিভেটর এবং ৫ $ মূল্যমানের star 8 dock এর ফুলভার্সন সাথে ভিডিও টিউটোরিয়াল ।
*** বিশেষ স্পেশাল হল ভিডিও টিউটোরিয়াল ***
প্রথমেই আসছি Windows 8 Pro এর একটিভেটর যেটি ১০০ % কাজ করে । আমি আমার ল্যাপটপ এ ৩২ বিট এ ব্যবহার করে দেখছি যে কাজ করে ৬৪ বিট এ ব্যবহার করে দেখিনি তাই কাজ করে কিনা জানা নেই । তবে কাজ করবে বলে মনে হয় । একটিভেটর এর সাথে পাবেন ভিডিও টিউটোরিয়াল যার মাধ্যমে কিভাবে একটিভ করবেন তার স্টেপ ভাই স্টেপ ভিডিও দেয়া আছে । ত আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন ।
এর পরই আসছি Start" menu with Start8
যদিও এটি একটি প্রিমিউম ডক ।কিন্তু আপনাদের কিনতে হবে না । সাথে ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে । কি করে ব্যবহার করবেন + একটিভ করবেন তাও পাবেন ভিডিও টিউটোরিয়াল টি তে ।
এটির অফিসিইয়াল সাইট ঃ http://www.stardock.com/products/start8/index.asp
সেই সাথে বোনাস গিফট হিসেবে পাবেন , Friday Special-Lynda.com Windows 8 Essential Training
দয়া করে পোস্ট এ চোখ রাখুন ফাইল আপলোড করছি । আপলোড শেষ হলেই লিঙ্ক দেয়া হবে ।
দারুন কিছু এডঅন এর জন্য এ সাইট টি দেখতে পারেন , http://omnimo.info/addonframe.html
প্লিজ আপনারা সবাই ড্রপ বক্স এ অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্ট এ ফাইল এড করে ডাউনলোড দিয়েন । আর পারলে এই লিঙ্ক এ ক্লিক করে সাইন আপ করুন যদি ড্রপবক্স অ্যাকাউন্ট না থাকে ( এখানে আমার ড্রপ বক্স এর লিঙ্ক দেয়া আছে , আপনি যদি এই লিঙ্ক থেকে সাইন আপ করেন তবে আমার অ্যাকাউন্ট এ ৫০০ এমবি যোগ হবে যা আমাকে সামনে আপনাদের জন্য ফাইল আপলোড করে দিতে সুবিধে হবে কেননা আমার ২ জিবি শেষ পর্যায়ে। এখানে কোন স্বার্থ নেই আমার ,ফ্রি স্পেস পেলে ভাল তাহলে এক অ্যাকাউন্ট দিয়েই সব আপলোড করা যাবে নতুবা নতুন আরেকটি অ্যাকাউন্ট করে আপলোড করতে হবে এই আর কি ! ) তবে নিচের প্রক্রিয়া টি করতে হবে । মানে ড্রপবক্স এর সফটওয়ার টি ইন্সটল করে সাইন ইন করতে হবে পিসির সফটওয়্যার টি দিয়ে ।।(এই মাত্র দেখলাম,নিজেই নিজেকে রেফার করে ৫০০ এমবি ফ্রি পেলাম )
বি দ্র ঃ একজন টিউনার এর ভাল লাগে যেগুলো - কমেন্ট করলে,প্রিয় তে রাখলে, ভুল গুলো তুলে ধরলে, শেয়ার করলে (আশা করি সব টিউনারই এগুলো পছন্দ করে , আপনিও টিউন করে দেখুন । একজন আপনার টিউন এ কমেন্ট করলে আপনার কত ভাল লাগবে )
আমাকে ফেসবুকে পাবেন ঃ https://www.facebook.com/arifhossainmunna01
আমি Md Arif Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভ শুভ শুভদিন @Md Arif Hossain এর জন্মদিন।
অনেক অনেক শুভেচ্ছা রইলো………।