বিশাল সমস্যায় পড়েছিলাম আজ! উইন্ডোজ ৮ ইন্সটল করলাম ASUS K42F ল্যাপটপে। আগে উইন্ডোজ ৭ ব্যবহার করতাম। ৮ এর সব ফিচার অনেক ভালো লাগছে। শুধু একটা সমস্যা। তা হল, ইন্টারনেট কানেকশন দিলে অটোম্যাটিক ফুল স্পিডে কি যেন আপডেট/ডাউনলোড হচ্ছিল। DU METER এ ডাউনলোড স্পিড সব সময় সর্বোচ্চ থাকত। ব্রাউজারে কোন পেজ আসত না। কিছু ফেসবুক পেইজে সমাধান চাইলাম। অনেকেই অনেক কিছু বলল। তাদের কথামত আমি অটো আপডেট বন্ধ করেছি। এছাড়া MAPS, NEWS, SPORTS ইত্যাদি APPS আনইন্সটল করেছি। তবুও কাজ হয়নি।
অবশেষে সমাধান পেলাম গুগলে!
তা হল, উইন্ডোজ ৮ এর APPS গুলো অটোম্যাটিক আপডেট হয় WINDOWS STORE থেকে। এটা বন্ধ করতে পারলেই আর কাটবে না ইন্টারনেট! আর এটা বন্ধ করার উপায় হলঃ
Press WINDOWS BUTTON+R > Type gpedit.msc > Hit Enter > Local Group Policy Editor > Computer Configuration > Administrative Templates > Windows Components > Store > Turn Off Automatic Downloads of Updates. Double click করুন এটার উপরে। এবার Enable করুন আর Apply করুন।
ব্যস! কাজ শেষ! আশা করি, অনেকেরই কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।
আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jotil solution dilen vai amio ei prob e vugsi …but 1st koydin notice korchi ekhon dekhi r prob ta nai ..tai apnar solution kaje laglo kina bolte parlam na ..but tarporo thanks a….lot
r ekta help korben pls ei post ta dekhun
https://www.techtunes.io/help-ask/tune-id/183507