Tabbed Windows Explorer ব্যাবহার করুন আপনার Windows 8 পিসিতে!!!

আসসালামু আলাইকুম!

কেমন আছেন আপনারা??? নিশ্চয়ই ভাল 😀 আজ আপনাদের জন্য টিউন করছি চরম একটা পিচ্চি সফটওয়্যার নিয়ে যার মাধ্যমে আপনার উইন্ডোজ পিসিতে Windows Explorer এর বিকল্প হিসেবে গুগল ক্রম এর মত Tabbed Windows Explorer ব্যাবহার করতে পারবেন।

ট্যাব ছাড়া আমারা কোন ওয়েব ব্রাউজার এর কথা চিন্তাই করতে পারি না। ট্যাব এবং বুকমার্ক ব্যাবহার করে আমরা কত মজা করে ইন্টারনেট ব্রাউজ করি তাইনা?

কিন্তু কখন ভেবে দেখেছেন Windows Explorer এ ট্যাব এবং বুকমার্ক ব্যাবহার করে  পিসি ব্রাউজ করা যেত তবে কি রকম সহজেই আমরা পিসির ফাইল গুলতে অ্যাকসেস করতে পারতাম। যেহেতু Windows Explorer তা সম্ভব না তাই আপনাদের কে আমি আজ Clover নামের Windows Explorer বিকল্প একটি Windows Explorer এর সাথে পরিচয় করিয়ে দেব।

ক্লভার ২ (Clover 2)

ডাউনলোড(2MB)

ওয়েব সাইটটি চাইনিজ ভাষায় তাই গুগল ক্রম দিয়ে ব্রাউজ করলে অটোম্যাটিক ইংরেজি হয়ে যাবে। অথবা শুধু ডাউনলোড বক্স এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে 😀

ডাউনলোড তো করলেন, এবার এটার পাতার মত আইকন টা পছন্দ হচ্ছে নাত তাইনা? প্রথমে Windows 8 এর জন্য মেট্রো ইন্টারফেসের সুন্দর একটি Windows Explorer আইকন ডাউনলোড করুন এখানে ক্লিক করে। ডাউনলোড হলে এটি পিকচার লাইব্রেরি বা C ড্রাইভে কপি করুন। এবার ডেক্সটপ এ ফিরে এসে Clover এর শর্টকাট এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ এ যান। সেখান থেকে Change Icon এ ক্লিকরে ডাউনলোড ক্রিত আইকন ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করে দিয়ে ওকে করে বের হয়ে আসুন। এবার শর্টকাট টি ড্রাগকরে টাস্কবারে পিন করে দিন ব্যাস কাজ শেষ!!! কেমন সুন্দর দেখাচ্ছে তাইনা?

আজ তাহলে এই পর্যন্তই।

আল্লাহ হাফেজ।

Windows 8 সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান পেতে সরাসরি চলে আসুন ফেসবুকে

জানালা ৮ গ্রুপে।

Level 0

আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আ্সলেই খুব ভালো এবং প্রয়োজনীয় একটি সফটওয়্যার। Thank you once again.

Level 0

ব্যাপক নাইম ভাই ব্যাপক !!! আমিও চিন্তা করতাম এক্সপ্লোরার এর নিউ ট্যাব খুলা যদি সহজ হইত , কিন্তু আপনার টা তো চিন্তার বাইরে ,

    Level 0

    @Riyad: হা হা হা, আসলেই অবাক ব্যাপার!!!

Level 0

নাইম ভাই সমস্যা হইতেসে আপনার ডাউনলোড করা ফাইল টা একটু কষ্ট করে mediafire এ আপলোড করেন, প্লিজ……

Level 0

unzip করতে পারতেসিনা ভাই , আপনার টা একটু আপলোড করেন

জানালা ৭’এ দিলাম।

Level 0

Apnak anek anek thanks iamnayem vi….working in XP_____(XP USER USE IT).