Windows 8 (সব ভার্সন) ইন্সটল করুন Product Key ছাড়াই!!!!!!!!!!

সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভাল সময় কাটাচ্ছেন। তো প্রসঙ্গে আসি...... আপনারা অনেকেই হয়ত বিষয়টি লক্ষ করেছেন যে,  Windows 7  ইন্সটল করার সময় কোন প্রোডাক্ট কী কিংবা সিরিয়াল লাগত না। আপনারা সুন্দর মত সেটআপ দিতেন পরবর্তীতে একটিভেটর এর মাধ্যমে Windows Permanently একটিভেট করে নিতেন। অনেকে আবার একটিভেটর এর ঝামেলায় না গিয়ে 3o দিনের জন্য উইন্ডোজ ব্যাবহার করে আবার সেটআপ দিতেন। আহা Microsoft কি বোকাই না ছিল। কিন্তু Windows 8 এর বেলায় কিন্তু তারা সেই বোকামিটা করে নি। এমনকি Consumer Preview  এবং Developer Preview ইন্সটল করতেও এখন প্রথমে সিরিয়াল লাগে।  না এখানেই শেষ না, আবার ইন্সটল শেষে একটিভেট করতে হয় নাহলে সব ফিচার ব্যাবহার করা যায় না। Professional, Enterprise ইত্যাদি ভার্সন এর ক্ষেত্রেও একই কাহিনী। তাই অনেকেই (যারা কপিরাইট কিংবা পাইরেটেড ভার্সন ব্যাবহার করেন) ইন্সটল করার সময় এই প্রোডাক্ট কী  চাওয়া দেখে প্যাঁচে পড়ে যায়। কারন গুগোল মামুরে হাজারবার রিমান্ডে নিলেও সে প্রোডাক্ট কী স্বীকার করতে চায় না। শুধু একটিভেটর গুলা পাওয়া যায়। কিন্তু আমি যদি সেটআপই না দিতে পারি তাইলে একটিভেটর দিয়ে কাম কী??  তাই আমার এই পোস্ট এর মাধ্যমে চাইলে উইন্ডোজ সেটআপ দেওয়াকালিন সময়ে উইন্ডোজ কোন প্রোডাক্ট কী চাবে না। এক্ষেত্রে আপনি সুন্দর মত সেটআপ দিয়ে পরে একটিভেটর দিয়ে পারমানেন্টলি একটিভেট করে নিবেন (আমি একটিভেটর দিয়ে দিব)।

তো আসুন কথা না বাড়িয়ে কাজের কাজে আসিঃ--

#প্রথমে একটি নোটপ্যাড ওপেন করুন

#নোটপ্যাড এ নিচের code টি কপি পেস্ট করুন

[Channel]
Retail
[VL]
0

এখানে কথা আছে আপনি উপরের কোড টি না লিখেও আপনার windows ভার্সন উল্লেখ করেও কোড লিখতে পারেন। তখন এভাবে লিখবেনঃ

[EditionID]
Pro
[Channel]
OEM
[VL]
1

[বিঃদ্রঃ আপনি উপরের Pro এর জায়গায় নিজের windows ভার্সন লিখবেন। অধিকাংশই প্রফেশনাল ইউজ করে তাই  pro দিলাম।।]

এখানে আপনার windows ভার্সন যেটাই হোক না কেন আপনি উপরের দুইটা কোড এর যেকোনো একটা লিখতে পারেন। তবে আমি ১ম কোড টা টেস্ট করেছি এবং সফল হয়েছি তাই আপনাদের ১ম টাই ইউজ করতে বলব। কেননা ২য় টা আমি টেস্ট করি নি।

#লেখা শেষ হওয়ার পর ডকুমেন্ট টি সেভ করবেন এবং  ei.cfg  নামে রিনেম করবেন।  উল্লেখ্য এখানে আমি ei.cfg  শুধু নাম চেঞ্জ করতেই বলি নি বরঞ্চ File টির ফরম্যাট change করে (.cfg) তে নিতে বলেছি। অর্থাৎ txt ফরম্যাট কে cfg তে change করবেন এবং নাম দিবেন শুধু ei  .

#আমি ধরে নিলাম আপনারা অনেকেই ফাইল ফরম্যাট চেঞ্জ করেছেন এবং করতে পারেন। তবুও যারা কখনো করেন নি তাদের জন্যঃ

Computer এ ঢোকার পর সবার উপরে দেখবেন File, Computer এবং View নামে  ৩টা  Tab আছে। এরপর view এ ক্লিক করার পর দেখবেন Option এসেছে। option এ যাওয়ার পর নতুন উইন্ডো থেকে view এ যেয়ে Hide extension for known file types থেকে টিক চিহ্ন উঠিয়ে নিন।

apply দিয়ে Ok দিন।

এরপর আপনার ফাইলটিকে ei.cfg তে রিনেম করলেই ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে।

এখন এই ei.cfg ফাইলটি আপনার উইন্ডোজ এর ইন্সটলেশন ডিভিডি এর Source ফোল্ডার এ কপি করুন। এরপর  সুন্দরমত সেটআপ দিন  (প্রমিস করলাম, কী চাবে না) তারপর একটিভেট করুন সুন্দরমত। একটিভেট করার আগে এন্টিভাইরাস ডিসাবল করে নিবেন। নিচের একটিভেটর আমি টেস্ট করেছি। ১০০০% Working. একটিভেটর কাজ না করলে আপনারা আন্দোলন করতে পারেন আমার বিরুদ্ধে। আমার কোন আপত্তি নেই।   লিঙ্কঃ

http://www.mediafire.com/?7wt1osnpa2v2f94
[app opening id: Tahidul Islam

password: Techtunes]

ব্যাস কাজ শেষ। ইনজয় করুন উইন্ডোজ ৮..............................।।

পুনশ্চঃ আপনারা হয়ত অনেকেই প্রশ্ন করতে পারেন উইন্ডোজ ৮ এর ডিস্ক তো রাইট প্রটেক্টেড... তাহলে আমি ওই ফাইল টি কপি করব কিভাবে??

উত্তরঃ   আপনি দুই ভাবে করতে পারেন। প্রথমত আপনার যদি ডিভিডি রাইটার থাকে তাহলে আপনি পুরো ডিভিডি টি নতুন ব্ল্যাংক ডিস্ক এ copy করে ei.cfg ফাইলটি Source ফোল্ডার এ কপি করে রাইট করে  সেটা দিয়ে সেটআপ দিতে পারেন।

আর যাদের ডিভিডি রাইটার নেই তারা পুরো সেটআপ ডিস্কটি একটি  পেন্ড্রাইভ এ কপি করে, তারপর ei.cfg ফাইলটি পেন্ড্রাইভের Source folder (যেটি মাত্র কপি করলেন) এ কপি করে সেই পেন্ড্রাইভ দিয়েও সেটআপ দিতে পারেন।

ধন্যবাদ।

কমেন্ট এ জানাবেন কেমন লাগলো। সমস্যা হলে অবশ্যই জানাবেন...........................

Level 0

আমি তাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Facebook id: https://www.facebook.com/tahidul.saimon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice………..

Level 0

thnaks but oto ken vejal code ta dile ki hoy?????////// code toh disk er sathei dei sobaire 😀

    @djjmahbub: 😀 😀 জি ভাই কোড দিলে হয়। কিন্তু সবসময় একই কোড কাজ করবে না। তাছাড়া ট্যাবলেট, ল্যাপটপ, ডেক্সটপ এর জন্য অনেক সময় কোড ভিন্ন কোড ব্যাবহার করতে হয়। তাছাড়া মাইক্রোসফট মামুরা এহন একটু চালাক হইছে। 😀 তাছাড়া মাইক্রোসফট নিয়মিত সেটআপ ফাইল আপডেট করছে। এই জন্য এইটা শেয়ার করলাম।
    ধন্যবাদ…

vai amake kaw akta valo windows 8 ar torrant link dite parben media center soho.. mane ja windows 8 use korle ami shob fetr.gula pabo??? B:D: ami akhon windows 8 pro jeta cholai ota active korte partasena.. activtr dela scrn kalo hoyjai.. plz plz plz help

    @আরিফ: উইন্ডোজ ৮ এর টরেন্ট লিঙ্ক নিয়ে টেকটিউন্স এ অনেকগুলা পোস্ট আছে। প্রায় ১৩-১৪ টার মত। টেকটিউন্স এর সার্চ এ “Windows 8” কিংবা “উইন্ডোজ ৮” লেখেন পেয়ে যাবেন…… ভাল থাকবেন
    ধন্যবাদ

ভাই আমার একটি সমস্যা হল আমি ডস্কটপে ইন্সটল করতে গেলে সিরিয়াল কি ইনভিলিট দেখায় কিন্তু ল্যাপটপে একই সিরিয়াল দিয়ে ঠিকই ইনস্টল হয় ৫-৬ টা ল্যাপটপে ইনস্টল দিয়েছি। সিরিয়াল এবং windows 8 টেকটিউনস থেকে নেয়া। যদি পারেন একটু হেল্প……… আর একটা কথা ভুলে গেছি ল্যাপটপে ইনস্টল দিয়েছি পেনড্রাইভ দিয়ে বুটেবল করে একই ফাইল থেকে।

    @রুহুল আমিন: উপরের টিউন টা ফলো করুন আপনার সমাধান পেয়ে যাবেন। আমারও আপনার প্রব্লেম টাই হইছিল…। আর প্রথম কোড টা ব্যাবহার করবেন । মানে এইটাঃ
    [Channel]
    Retail
    [VL]
    0

এটা মেগা পোষ্ট????????????????

সেভেন নিয়ে খুব ভালো আছি।আপাতত এইট ব্যবহার করার ইচ্ছা নাই।

    @মুকুট: agreed with you.

    @মুকুট: পোস্টটা আসলেই ফালতু 😀 ……… তারপরেও দিলাম ভাই কি আর করবো…। আর আমারো মনে হয় উইন্ডোজ ৭ ইস দা বেস্ট। কিন্তু ভাই একই তরকারী দিয়ে আর কয়দিন ভাত খাব বলেন?? তাই নতুন তরকারি নিয়া একটু ঘাটাইতাছি… 😀 ভাই আপনি বিরক্ত হলে I am sorry…… 😀

Level 0

@ তাহিদুল ভাই, এই মাথা নিয়া ঘুমান কিভাবে? ভেরী গুড টিউন।।

    @Saikat: ভাই আর পাম মাইরেন না……… 😀
    হাহাহা মজা করলাম
    যাইহোক ধন্যবাদ আপনাকে।

আমি একটু আগে W8 install দিলাম কিন্তু আমি আমার Broadband connection setup করতে পারতেছিনা আমি ৭ এ Dial up এর মাদ্ধমে Broadband কানেক্ট করতাম কিন্তু এইটাতে তা হচ্ছে না নাম আর Password দিতে গিয়ে কানেক্ট করতে গেলে রিস্টার্ট নিচ্ছে এই কমেন্ট তাই ৭ দিয়ে দিতে হল এর একটা সমাধান কেউ দিন পারলে

    @S.M. তানভীর আহমেদ: জি আমি দেখছি আপনার প্রব্লেম…… আপনি আরেকটু ক্লিয়ার করলে ভাল হত…।।

      @তাহিদুল ইসলাম: আমি ব্রডব্যান্ড ইন্টারনেট ৭ এ যেভাবে কানেক্ট করি
      Control Panel>Network and Internet>Network and sharing Center>setup a new connection>
      connect to the internet> setup a new connection anyway>Broadband connection wan minipor
      t(pppoe)> select করার পর নাম আর Password দিয়ে ৭ এ কানেক্ট করে নেট Use করি কিন্তু ৮ এ এ পদ্ধতি অনুসরণ করে নাম আর Password দিয়ে কানেক্ট ক্লিক করলে ১-২ সেকেন্ড পর রিস্টার্ট নেয়।

        @S.M. তানভীর আহমেদ: জি আপনার কথা বুজলাম। কিন্তু আসলে এরকম তো হওয়ার কথা না। যদি কোন সমস্যা থাকে তাহলে তো Windows Error Report দেওয়ার কথা। আর আপনি আমাকে যদি সেই এরর কোড টা দিতেন তাহলে না আমি কিছু করতে পারতাম। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে উইন্ডোজ ভাল মত ইন্সটল হয় নি কিংবা কোন ফাইল করাপ্টেড ছিল অথবা আপনার ড্রাইভার ইন্সটল করা ছিল না (সম্ভবত ইথারনেট ক্যাবল ড্রাইভার)। আর আপনি কোন ভার্সন করেছিলেন তা তো বললেন না। এক্ষেত্রে আপনি নতুন উইন্ডোজ ৮ প্রফেশনাল এর ডিস্ক দিয়ে ফ্রেশ করে উইন্ডোজ সেটআপ দিয়ে আপনার মাদারবোর্ড এর ডিস্ক দিয়ে সব ড্রাইভার ইন্সটল করে নিতে পারতেন। তাহলে হয়ত সমস্যাটা আর থাকতো না…।
        ধন্যবাদ।

কিছুদিন জানালা ৮ চালিয়েছিলাম একটু ভাল লেগেছিল কিন্তু জানালা ৭ এর মত মজা পাই নাই । জানালা ৯ আসলে আবার ট্রাই করব 😛 তাই আপনার পোস্টটি কাজে লাগবে কিনা সেটা বলতে পারছি না ।

    @অর্জন: :p মজা পাইলাম ভাই। জানালা আর কয়দিন ব্যাবহার করবেন…??? এখন একটু দরজা টা ব্যাবহার করেন……… 😀 😀

      @তাহিদুল ইসলাম: ভাই আর একটু হেল্প করেন প্লিজ- আমার এখন সব ঠিক আছে কিন্তু সমস্যা হল ল্যাপটপ একটা নির্দিষ্ট সময় পরপর অর্থাৎ ১ঘন্টা চলার পর হঠাৎ আচমকা সাটডাউন হচ্ছে। ইতিপূর্বে আপনার দেওয়া টিপস্গুলো অ্যাপ্লাই করেছি… নতুন কোন পরাপর্শ থাকলে শেয়ার করার অনুরোধ করছি।

        @আতাহার আলী অপু: আচ্ছা বুজলাম। কিন্তু আপনার পিসি সাটডাউন হওয়ার সময় কি Windows is logging off কিংবা Windows is shutting down etc. লেখা আসে নাকি হঠাৎ স্ক্রিন কালো হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায়?? এই বিষয় টা একটু ক্লিয়ার করেন…।। যদি উইন্ডোজ সাটডাউন সুন্দরমত নিয়মমাফিক হয় তাহলে অন্য সমস্যা আর যদি শুধু স্ক্রিন কালো হয়ে যায় তাহলে অন্য প্রব্লেম। আচ্ছা এই সমস্যা হওয়ার পর কি উইন্ডোজ সেটআপ দিয়েছিলেন?? সেটআপ দেওয়ার পর ও কি সমস্যা থেকে যায়??

        @আতাহার আলী অপু: আর আপনার উইন্ডোজ এ কোন প্রব্লেম নেই তো?? সমস্যাটা কখন থেকে শুরু হইছে?? আপনি একটা ফ্রেশ নতুন ডিস্ক দিয়ে আবার উইন্ডোজ সেটআপ দিয়ে দেখতে পারেন। আর আপনার পিসির সব ড্রাইভার ইন্সটল এবং লেটেস্ট আপডেট করা আছে তো??

        @আতাহার আলী অপু: আর আমি আমার পরের টিউন এ একটা সফটওয়্যার দিব। খুব ই কাজের সফটওয়্যার। আপনি সেটা ইন্সটল করে দেখতে পারেন। ইনশা আল্লাহ্‌ আপনার সমস্যা দূর হয়ে যাবে।

        “পৃথিবীর কোন সমস্যাই সমস্যা না যদি সেটার ভেতরে প্রবেশ করা যায়।”
        -নাম না জানা একজন মনীষীর উদ্ধৃতি 😀
        -হয়তবা বানানো 😀
        ভাল থাকবেন।

@তাহিদুল ইসলা্ম ভাই সুন্দর হইসে শুধু টিউন এর না্ম টা এডিট করে মেগা পোস্ট কথাটা মুছে দেন তাহলেই হবে। মেগাপোসট সাধা্রনত অনেক বড় টিউন কে বলা হয়। বেশি জ্ঞান দিয়ে ফেললে দুঃখিত।

    @mithun neil: জি ভাই ধন্যবাদ। আপনার পরামর্শ সাদরে গ্রহণ করলাম। আমি টিটি তে নতুন। আপনাদের কাছ থেকেই তো শিখব। আর আপনার কথায় আমি কিচ্ছু ভাবি নি……।। ভাল থাকবেন। 😀

Level 0

এটা দিয়ে কি Microsoft Security Essentials কাজ করবে????

Level 0

Hello brother, I was download the win 8 from your download link and I have create a bootable pen and DVD. When I was setup win 8, I have faced a problem the word is “The Product key entered does not match any of the windows images available for installation. Enter a different product key” that word and I did not setup. I was follow your instruction correctly. My pc configuration is duel core 2.60 ghr. 2GB ram. please help me.

    @ruhidrana: ভাই আমি তো কোন Windows 8 এর লিঙ্ক দেই নি। আমি শুধু একটিভেটর দিয়েছি। আর আপনি প্রথম কোড টা ব্যাবহার করুন। মানে নিচের টাঃ
    [Channel]
    Retail
    [VL]
    0
    তারপর ও যদি প্রব্লেম হয় বলবেন।
    আর আপনি Windows 8 কোনটা সেটাপ দিচ্ছিলেন?? একটু বলবেন কি??

    @ruhidrana: তারপরও না হলে নিচের কোড টা ব্যাবহার করেনঃ
    [EditionID]
    Core
    [Channel]
    Retail
    [VL]
    0

    @ruhidrana: আপনি আরও একটি কাজ করতে পারেন। ei.cfg ফাইলটাকে asei.cfg নাম দিয়েও দেখতে পারেন।

টিউনিার ভাই আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কোডটি কাজ করেছে কিন্তু দ্বিতীয় কাজ করে না আমি নিজে চেষ্টা করেছি। আর একটি সমস্য হল আমি প্রো ভার্সন ডাউনলোড করেছি প্রথম কোডটি ব্যবহার করে সেটাপের সময় দুইটি অপশন আশে
1. Windows 8 2. Windows 8 pro প্রথমটা অপশনটা দিলে কাজ করে দ্বিতীয়টা দিলে কাজ করে না। তাই প্রো ভার্সনের জন্য আপনার দ্বিতীয় কোডটিও ব্যবহার করে দেখেছি কাজ হয়নি। প্রথম কোডটি দিয়ে প্রথম অপশনে কাজ করেছে। আর একটি সমস্যা ইনস্টলের সময় ৯৭% এসে থেমে থাকে ২০মিনিট অপেক্ষা করেও সামনে আর যায় না তিন বার চেষ্টা করেছি। যেখানে ৯৭% এসে ২০ মিনিট অপেক্ষা করেও হয়নি কিন্তু ল্যাপটপের মধ্যে সম্পুর্ণ windows 8 ইনস্টল হয় ১৫-২০ মিনিটে। ভাই আমার এই সমস্যাটার দয়া করে একটা সমাধান দিন।

Level 0

sorry brother, you did not provided download link, I was download wind 8 anouther tuner download link. But when I followed that option

[EditionID]
Core
[Channel]
Retail
[VL]
0

this code is working, thanks

vaiy amar win8 e login korar pore screen Blake hoe jay plz kew amake help koren

Level 0

ভাই আমি windows 8 consumer preview টা install দিলাম কিন্তু কোনো ভাবেই activate করতে পারলাম না
একটু সাহায্য করবেন @তাহিদুল ইসলাম

KHUV VALO AI POST ER ENGLISH KORA AMAR WEBSITE A POST KORLA http://WWW.TOPOURWORLD.COM

Level 0

ভাই কোড দুইটার কোনটাই তো কাজ করছেনা।