আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। উইন্ডোজ ৮ এ ইদানীংকালে অনেকের মধ্যেই একটি কমন প্রব্লেম দেখা যাচ্ছে। যদিও আমার নিজের কখনো এরকম হয় নি। সমস্যাটি হল উইন্ডোজ ৮ ইন্সটল করার পর ডিভিডি ড্রাইভ উধাও...!!!!! না না অন্যকিছু ভাব্বেন না, এটা কোন ভৌতিক কাণ্ড নয়। তারপর ও অনেকের দুশ্চিন্তার বিষয়। কেননা ডিভিডি ড্রাইভ অবশ্যই প্রয়োজনীয় এবং নানান সময় এটি কাজে লাগে । উইন্ডোজ ৮ আপনার ডিভিডি ড্রাইভ Recognize না পারার ফলে এটি মূলত হয়ে থাকে। তাই অনেকের সমস্যা দেখেই হয়তবা শেষপর্যন্ত একটি সল্যুশন পাওয়া গেল। আপনার যদি এটি হয়ে থাকে তবে নিম্ন লিখিত পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন। ইনশা আল্লাহ্ সমাধান হয়ে যাবে।
#প্রথমত দেখে নিবেন যে আপনার ডিভিডি ড্রাইভ টি ঠিকমতো লাগান আছে কিনা।
#ইন্টারনেট নেট থেকে আপনার ডিভিডি ড্রাইভ এর সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করবেন
# উইন্ডোজ আপডেট করে দেখতে পারেন (না করলেও চলবে)
উপরে কিছু বেসিক উপায় দিলাম। তাই এগুলা না করলেও হবে। (সময়টুকু নষ্ট করলাম)
তো কাজের কাজ হল:
#CMD ওপেন করুন (Administrator হিসেবে)
#নিচের Code টি কপি পেস্ট করুনঃ
reg.exe add "HKLM\System\CurrentControlSet\Services\atapi\Controller0" /f /v EnumDevice1 /t REG_DWORD /d 0×00000001
#Enter দিন
#রিস্টার্ট করুন
ব্যাস ...। কেল্লা ফতে...... এখন আপনি My Computer এবং Device Manager এ DVD Drive দেখতে পাবেন
তারপর ও যদি না হয় তাইলে, http://www.softpedia.com/get/CD-DVD-Tools/CD-DVD-Images-Utils/Rizone-CD-DVD-Repair.shtml
এই লিঙ্ক থেকে CD-DVD Icon Repair সফটওয়্যার টি ডাউনলোড করে "Repair CD-DVD Icon" এ ক্লিক করুন তারপর সফটওয়্যার টি আপনার কাজ করে দেবে।
রিস্টার্ট দিন..................
ধন্যবাদ
কোন সমস্যা হলে কমেন্ট এ জানান।
আমি তাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Facebook id: https://www.facebook.com/tahidul.saimon
@তাহিদুল ভাই, সমস্যার সমাধান দেয়ার জন্য অগ্রিম ধন্যবাদ,দেখি চেষ্টা করে কি হয়ই, আর আপনি উইন্ডোজ এর কন ভার্সন তা ব্যাবহার করেন?