আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তা'লার রহমতে সবাই ভাল আছেন। জানি না এরকম পোস্ট আগে কেউ দিয়েছে কিনা আর ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কাজের কথায় আসি। আপনারা অনেকেই উইন্ডোজ ৮ ইউজ করছেন। Microsoft .NET Framework হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি প্রায় সব এ্যাপ্লিকাশন বা গেম চালানোর জন্য আবশ্যকীয়। উইন্ডোজ ৮ এ যদিও আগে থেকেই Framework 4.5 ইন্সটল করা থাকে কিন্তু 3.5 এনাবল করা থাকে না। তাই আপনারা হয়ত লক্ষ করেছেন গেম ইন্সটল করার জন্য গেম এর Redistributable Folder থেকে Framework 3.5 ইন্সটল করতে গেলে নিচের ছবিটির মত আসেঃ
এই সমস্যাটি আমার অনেক বন্ধুর হয়েছে, এমনকি আমার ও হয়েছিল। তাই আপনাদের কাছে এর সল্যুশন শেয়ার করলাম। এক্ষেত্রে আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথম পদ্ধতি হল ডাউনলোড করা। কিন্তু আমাদের অনেকের পক্ষেই ২০০ - ৩০০ মেগাবাইট ডাউনলোড সম্ভব না। আর ডাউনলোড করতে গেলেও অনেক সময় Error Code: 0x800f0906: “Windows couldn't connect to the Internet to download necessary files. Make sure that you're connected to the Internet, and click Retry to try again." আসে।
তাই নিচের পদ্ধতির মাধ্যমে অফলাইন-এই .Net Framework ইন্সটল করতে পারবেন--------
#এর জন্য আপনার উইন্ডোজ ৮ এর ডিস্ক টি প্রয়োজন হবে।। তো প্রথমে উইন্ডোজ ৮ এর ডিস্কটি ঢুকান
#এরপর Windows 8 এর search এ cmd লিখুন
#রাইট ক্লিক করে "Run as Administrator" দিন
#নিচের কমান্ডটি টাইপ অথবা কপি পেস্ট করুনঃ
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:G:\sources\sxs /LimitAccess
উল্লেখ্য যে, উপরে "G" এর জায়গায় আপনার DVD Drive এর লেটার লিখতে ভুলবেন না।
এরপর ENTER দিন...
ব্যাস কিছুক্ষন অপেক্ষা করুন এবং আপনার উইন্ডোজ ৮ এ ফ্রেমওয়ার্ক ৩.5 install হয়ে যযাবে............।
আপনাদের কোন প্রব্লেম হলে আমাকে কমেন্ট এ জানান......
ধন্যবাদ সবাই কে।
এছাড়াও অন্য কোন ফিচার এনাবল করতে হলে আমাকে জানাবেন।
আমি তাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Facebook id: https://www.facebook.com/tahidul.saimon
ধন্যবাদ আপনাকে। নতুন করে ডাউনলোড করা লাগলো না। 🙂 তবে এখনও ইন্সটল সম্পন্ন হয়নি অবশ্য। ইন্সটল শুরু হয়েছে।
আর কমান্ড প্রোম্পটটি run as administrator হিসেবে চালু করতে হবে এটা বলে দিয়েন।