উইন্ডোজ ৮-এ .নেট ফ্রেমওয়ার্ক 3.5 এনাবল করুন

আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তা'লার রহমতে সবাই ভাল আছেন। জানি না এরকম পোস্ট আগে কেউ দিয়েছে কিনা আর ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কাজের কথায় আসি। আপনারা অনেকেই উইন্ডোজ ৮ ইউজ করছেন। Microsoft .NET Framework হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি প্রায় সব এ্যাপ্লিকাশন বা গেম চালানোর জন্য আবশ্যকীয়। উইন্ডোজ ৮ এ যদিও আগে থেকেই Framework 4.5 ইন্সটল করা থাকে কিন্তু 3.5 এনাবল করা থাকে না। তাই আপনারা হয়ত লক্ষ করেছেন গেম ইন্সটল করার জন্য গেম এর Redistributable Folder থেকে Framework 3.5 ইন্সটল করতে গেলে নিচের ছবিটির মত আসেঃ

এই সমস্যাটি আমার অনেক বন্ধুর হয়েছে, এমনকি আমার ও হয়েছিল। তাই আপনাদের কাছে এর সল্যুশন শেয়ার করলাম।  এক্ষেত্রে আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথম পদ্ধতি হল ডাউনলোড করা। কিন্তু আমাদের অনেকের পক্ষেই ২০০ - ৩০০ মেগাবাইট  ডাউনলোড সম্ভব না। আর ডাউনলোড করতে গেলেও অনেক সময় Error Code: 0x800f0906: “Windows couldn't connect to the Internet to download necessary files. Make sure that you're connected to the Internet, and click Retry to try again." আসে।

তাই নিচের পদ্ধতির মাধ্যমে অফলাইন-এই .Net Framework ইন্সটল করতে পারবেন--------

#এর জন্য আপনার উইন্ডোজ ৮ এর ডিস্ক টি প্রয়োজন হবে।। তো প্রথমে উইন্ডোজ ৮ এর ডিস্কটি ঢুকান

#এরপর Windows 8 এর search এ cmd লিখুন

#রাইট ক্লিক করে "Run as Administrator" দিন

#নিচের কমান্ডটি টাইপ অথবা কপি পেস্ট করুনঃ

dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:G:\sources\sxs /LimitAccess

উল্লেখ্য যে, উপরে "G" এর জায়গায় আপনার DVD Drive এর লেটার লিখতে ভুলবেন না।

এরপর ENTER দিন...

ব্যাস কিছুক্ষন অপেক্ষা করুন এবং আপনার উইন্ডোজ ৮ এ ফ্রেমওয়ার্ক ৩.5  install হয়ে যযাবে............।

আপনাদের কোন প্রব্লেম হলে আমাকে কমেন্ট এ জানান......

ধন্যবাদ সবাই কে।

এছাড়াও অন্য কোন ফিচার এনাবল করতে হলে আমাকে জানাবেন।

Level 0

আমি তাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Facebook id: https://www.facebook.com/tahidul.saimon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে। নতুন করে ডাউনলোড করা লাগলো না। 🙂 তবে এখনও ইন্সটল সম্পন্ন হয়নি অবশ্য। ইন্সটল শুরু হয়েছে।

আর কমান্ড প্রোম্পটটি run as administrator হিসেবে চালু করতে হবে এটা বলে দিয়েন।

আপনাকেও ধন্যবাদ।। আর ইন্সটল করতে একটু সময় লাগতে পারে। তাই অধৈর্য হবেন না প্লিজ। আর আমিতো লিখেছি যে Run As Administrator দিতে হবে……

    Level 0

    @তাহিদুল ইসলাম: Windows 8 Deyar Por dvd drive উদাও হইয়া গেছে

      @Dj Adil: ভাই আপনি যদি আরেকটু বিস্তারিতভাবে বলতেন তাহলে সুবিধা হত। DVD Drive কি একটিভ করার পর চলে যায়, নাকি উইন্ডোজ ৮ দেওয়ার পর ই আর থাকে না???? আর আপনি উইন্ডোজ ৮ এর কোন ভার্সন ইউজ করছেন তা কি জানতে পারি??? যদিও আমার কখন এরকম হইনি তবে এই সমস্যা গুলো হয়ে থাকে কেননা উইন্ডোজ ৮ আপনার DVD Drive Recognize করতে পারে না. তবে যাই হক আপনি নিচের স্টেপ গুলো করে দেখতে পয়ারেন…।। আমি সিউর প্রব্লেম সল্ভ হবে… না হলে আমাকে বলবেন
      #Command Prompt ওপেন করুন (Administrator হিসেবে)
      #নিচের কমান্ডটি কপি পেস্ট করুনঃ
      reg.exe add “HKLM\System\CurrentControlSet\Services\atapi\Controller0″ /f /v EnumDevice1 /t REG_DWORD /d 0×00000001
      #ENTER দিন
      #CMD Window Exit করুন
      #Restart দিন
      আশা করি আপনার প্রব্লেম দূর হয়ে যাবে।।
      কমেন্ট করে জানাতে ভুলবেন না
      ধন্যবাদ
      সমস্যা হলে বলবেন…।।
      উপরের মেথড কাজে না দিলে এই সফটওয়্যার টি ডাউনলোড করে “Repair CD-DVD Icon” এ ক্লিক করলে সফটওয়্যার টি আপনার পক্ষে হয়ে সব কাজ করে দিবে…
      রিস্টার্ট দিন
      ব্যাস…………………………।।
      Link হচ্ছে http://www.softpedia.com/get/CD-DVD-Tools/CD-DVD-Images-Utils/Rizone-CD-DVD-Repair.shtml

Level 0

thanks vai koyek din dhore somosay achilam eita niye

Level 0

কেও কি আমাকে windows 8 এর dvd থেকে \sources\sxs ফোল্ডার টি কপি করে mediafire এ আপলোড করে দিতে পারবেন ?

Level 0

তাহিদুল ভাই,আমি windows 8 দুই বার ইন্সটল দিয়েছি কিন্তু অ্যাক্টিভ করার পর dvd ড্রাইভ উধাও হয়ে যাই, আর সাথে .নেট ফ্রেমওয়ার্ক 3.5 সমস্যা তো আছেই। ভাই আমি দুইটা সমস্যার এ সমাধান চাই,স্প্লিস হেল্প করেন ভাই।

    @Saikat: সৈকত ভাই আপনি যদি আরেকটু বিস্তারিতভাবে বলতেন তাহলে সুবিধা হত। DVD Drive কি একটিভ করার পর চলে যায়, নাকি উইন্ডোজ ৮ দেওয়ার পর ই আর থাকে না???? আর আপনি উইন্ডোজ ৮ এর কোন ভার্সন ইউজ করছেন তা কি জানতে পারি??? যদিও আমার কখন এরকম হইনি তবে এই সমস্যা গুলো হয়ে থাকে কেননা উইন্ডোজ ৮ আপনার DVD Drive Recognize করতে পারে না. তবে যাই হক আপনি নিচের স্টেপ গুলো করে দেখতে পয়ারেন…।। আমি সিউর প্রব্লেম সল্ভ হবে… না হলে আমাকে বলবেন
    #Command Prompt ওপেন করুন (Administrator হিসেবে)
    #নিচের কমান্ডটি কপি পেস্ট করুনঃ
    reg.exe add “HKLM\System\CurrentControlSet\Services\atapi\Controller0” /f /v EnumDevice1 /t REG_DWORD /d 0×00000001
    #ENTER দিন
    #CMD Window Exit করুন
    #Restart দিন
    আশা করি আপনার প্রব্লেম দূর হয়ে যাবে।।
    কমেন্ট করে জানাতে ভুলবেন না
    ধন্যবাদ
    সমস্যা হলে বলবেন…।।
    উপরের মেথড কাজে না দিলে এই সফটওয়্যার টি ডাউনলোড করে “Repair CD-DVD Icon” এ ক্লিক করলে সফটওয়্যার টি আপনার পক্ষে হয়ে সব কাজ করে দিবে…
    রিস্টার্ট দিন
    ব্যাস…………………………।।

Level 0

ধন্যবাদ।

Level 0

@তাহিদুল ভাই, উইন্ডোজ ৮ ইন্সটল দেওয়ার পর থাকে,কিন্তু অ্যাক্টিভ করার পর ড্রাইভ চলে যায়, ভাই,দুই বার ইন্সটল দিয়েছি দুই বার-ই চলে গেছে! খুব কষ্টে আছিরে ভাই। যাইহোক আপনি উপাই বলে দিয়েছেন দেখি কি হই, কি হল, আমি আপনাকে কমেন্ট করে জানাব,আর আমি উইন্ডোজ ৮ প্র ইন্সটল দিয়েছিলাম built in 9200। ভাল থাকবেন।

    @Saikat: আমার মনে হয় আপনার একটিভেটর এ প্রব্লেম আছে। আপনি উপরের স্টেপ গুলা করে দেখেন। যদি সমস্যা থেকে যায় তাহলেও উপায় আছে

Level 0

হেল্প প্লিজ!!!!
ভাই কেই পারলে আমাকে একটু সাহায্য করেন। আমি উনন্ডোজ-৮ ব্যাবহার করতেছি কিন্তু আইডিএম দিয়ে কোন কিছু ডাউনলোড করতে পারছিনা। ডাউনলোড করতে গেলে ইরর দেখায়। এ ব্যাপারে কারো কোন প্রতিকার জানা থাকলে একটু শেয়ার করেন প্লিজ। অথবা মেইল করেন- [email protected]

    @Atahar Ali: উইন্ডোজ ৮ এ তো আইডিএম খুব সুন্দরভাবে চলে। তবুও আপনার প্রব্লেম টা Specifically বলুন। IDM এর লেটেস্ট ভার্সন ৬.১২ ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর ও যদি প্রব্লেম আসে তাহলে একটু ভালমত বলুন কি লেখা আসে। তাহলে ইনশা আল্লাহ্‌ হেল্প করতে পারব। ধন্যবাদ

      @তাহিদুল ইসলাম: ধন্যবাদ ভাই, আমি আবার নতুন করে উইন-৮ সেটআপ দিলাম কিন্তু কোন সমাধান হলো না আগের ন্যায় আইডিএম দিয়ে ডাউনলোড হয়না। যে কোন কিছু ডাউনলোড করতে দেওয়ার সাথে সাথে নিচের ম্যাসেজটা প্রদর্শিত হয় Cannot transfer the download to idm Error 0x80004002 এবং আরো একটা সমস্যা- সেটা হল ১ঘন্টা খানিক পরপর ল্যাপটপ বন্ধ হয়ে যায়। উইনডোজের ডিক্স পরিবর্তন করেও আইডিএমের সমস্যাটা দুর করতে পারি নাই। আমার ল্যাপটপের কনফিগার হল HP Probook 4530s. core i5. Plz Help me.

        @আতাহার আলী অপু: জি ভাই চিন্তা করবেন না। আপনার সমস্যা দেখছি……।।

        @আতাহার আলী অপু: আপনি কি আইডিএম এর লেটেস্ট ভার্সন 6.12 করেছিলেন??? আমার তো মনে হয় লেটেস্ট ভার্সন টা করলেই আইডিএম ঠিক হয়ে যাবে। আর আরেক্তা কথা আপনার যদি অন্য কোন ডাইউনলোড ম্যানেজার থাকে তাহলে অবশ্যই আইডিএম করার আগে সেগুলো আনইন্সটল করে নিবেন…………।।

        @আতাহার আলী অপু: আর ফায়ারফক্স কিংবা আপনি যে ব্রাউজার ব্যাবহার করেন সেটার ও লেটেস্ট ভার্সন করে নিবেন।।

        @আতাহার আলী অপু: আরেকটা বিষয় আইডিএম ইন্সটল করে রিস্টার্ট দেওয়ার পর আপনার ব্রাউজার কিন্তু আইডিএম এড-অন ইন্সটল এর পারমিশন চাইবে।। অবশ্যই একসেপ্ট করবেন

        @আতাহার আলী অপু: আপনার আইডিএম এর এই প্রব্লেম টা হওয়ার ক্ষেত্রে কিছু সাধারন কারন থাকতে পারে।
        #প্রথমত আপনার প্রোগ্রাম exe ফাইলটি হয়ত Run as Administrator দেওয়া আছে। তাই আইডিএম রাইট ক্লিক করে properties এ যেয়ে Compatibility Tab এ Run as Administrator থেকে টিক চিহ্ন সরিয়ে নিন।
        #আপনার হয়তবা Compatibility Mode দেওয়া আছে। এই কারণেও সমস্যাটা হতে পারে। রাইট ক্লিক করে Properties এ যেয়ে Compatibility থেকে টিক চিহ্ন সরিয়ে নিন।
        #আর অবশ্যই আইডিএম এর লেটেস্ট ভার্সন টা ইন্সটল করবেন।
        #এরপরেও যদি ঠিক না হয় তাহলে একবার Run as Administrator দিয়ে দেখুন।
        কাজ নাহলে টিক চিহ্ন উথিয়ে দিন
        #এমন ও হতে পারে যে আপনার এন্টি ভাইরাস, ক্লিনার, ডিফেন্ডার ইত্যাদি আইডিএম এর কোন ফাইল মুছে ফেলছে। তাই এন্টি ভাইরাস ডিসাবল করুন।।মূল কথা লেটেস্ট ভার্সন করলে আপনার আইডিএম ঠিক হয়ে যাওয়ার কথা। এই প্রব্লেমটি আরও অনেকেরেই হয়েছে। লেটেস্ট ভার্সন করার ফলে ঠিক হয়ে গেছে।
        আপনি একটু ভালমত উপরের স্টেপ গুলো ফলো করুন। তারপর ও যদি না হয় তবে রাইট ক্লিক করে properties>compatibility তে যেয়ে Run this program in compatibility for Windows XP Service Pack 3 দিন………………………।
        ইনশা আল্লাহ্‌ উপরের স্টেপগুলো ঠিকভাবে ক্রমানুসারে ফলো করলে ঠিক হয়ে যাবে…।
        ধন্যবাদ

          @তাহিদুল ইসলাম: ধন্যবাদ ভাই, আমার সমস্যাটা নিয়ে অনেক দরকারী পরামর্শ দেওয়ার জন্য। সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনার পরামর্শ গুলো (Run as Administrator) আমার কাজে লেগেছে।

          @তাহিদুল ইসলাম: ভাই আর একটু হেল্প করেন প্লিজ- আমার এখন সব ঠিক আছে কিন্তু সমস্যা হল ল্যাপটপ একটা নির্দিষ্ট সময় পরপর অর্থাৎ ১ঘন্টা চলার পর হঠাৎ আচমকা সাটডাউন হচ্ছে।

        আপনার ১ ঘণ্টা পর পর পিসি সাটডাউন হয়??? বুজতে পেরেছি……।
        নিচের স্টেপ গুলো ফলো করুনঃ
        #স্টার্ট মেনু তে সার্চ এ powercfg.cpl লিখুন
        #এবার কনট্রোল প্যানেল ওপেন হবে
        #এখন balanced settings টি এনাবল করুন
        #এখন balanced settings এর পাশে change plan settings এ ক্লিক করুন
        #এখন তো বুঝতেই পারছেন
        Turn off the display : NEVER
        এবং Put the computer to sleep : Never দিন
        এখন Save Changes দিন।
        পিসি রিস্টার্ট দিন…।
        এখন দেখেন সমস্যা ঠিক হইছে কিনা…।
        নাহলে আবার একই জায়গায় যান……
        balanced এর পাশে Change plan settings এ যেয়ে Restore defaults দিন………
        ধন্যবাদ……।
        সমস্যা না গেলে বলবেন

        @আতাহার আলী অপু: এছাড়াও এই রেজ ফাইল টি ডাউনলোড করে রান করুন এবং পিসি রিস্টার্ট দিনঃ http://www.sevenforums.com/attachments/tutorials/195512d1327778712-hibernate-enable-disable-disable_hibernate.reg

vai ami windows 8 install korte partesi na, google theke 3 ta key dia try korlam but install nisse na
kono solution hobe ?

    @mithun neil: উইন্ডোজ ৮ ইন্সটল বলতে কি আপনি উইন্ডোজ ৮ একটিভেট করতে পারছেন না???? ভাল মত বলুন … আর একটিভেট করতে না পারলে আমার কাছে একটিভেটর আছে।। আর আপনি কোন ভার্সন ইন্সটল করছিলেন???

@tohidul islam , vai ami activate porjonto r jete parlam koi?… win 8 pro install korar somoy jei serial key chai seita dissi but deoar por next e click korle bolse j ” we coudnt verify your product key” aibar asha kori apni amr problem ta bujte parsen,..somadhan dile khub upokkrito hobo. 🙁

    @mithun neil: হুম বুঝতে পারলাম। এই ফাইলটি ডাউনলোড করুনঃ http://www.mediafire.com/?rblbx2nzm8b1zpd তারপর Windows 8 এর ইন্সটলেশন ডিভিডি এর Sources Folder এ কপি করে সেটআপ দিলে আর প্রোডাক্ট কী চাবে না। পরে ইন্সটল হয়ার পর একটিভেটর দিয়ে একটিভেট করে নিন… ধন্যবাদ। আশা করি আপনার সমাধান পেয়ে গেছেন।

      @তাহিদুল ইসলাম: সেটার জন্য আবার আপনার ডিভিডি রাইট করতে হবে। অর্থাৎ উইন্ডোজ ৮ প্রো এর ডিভিডি হার্ডডিস্ক এ কপি করে তারপর Sources Folder এ আপনার ডাউনলোডকৃত ফাইলটি পেস্ট করুন। এরপর আবার পুর উইন্ডোজ ৮ সেটআপ ফোল্ডার টিকে রাইট করুন ব্ল্যাংক ডিস্ক এ। এরপর ওই নতুন ডিস্ক দিয়ে উইন্ডোজ সেটআপ দিন। তাহলে সেটআপ এর সময় কী চাইবে না আর। আর যদি চায় তাহলে Skip করে দিলেই হবে…………………………………………।
      ধন্যবাদ

অনেক ধন্যবা্দ , তাহিদুল ইসলাম ।ভাই আমি চেস্টা করতেছি কাজ হলে অবশ্যই জানাব । আপনি যে এত কষ্ট করে সমাধা্ন দিছেন এতেই মন টা ভাল হয়ে গেল। 🙂

    @mithun neil: না না ঠিক আছে। আপনি প্লিজ ট্রাই করে আমাকে জানাবেন। না হলেও বলবেন। তাহলে আরেকটা সমাধান দেওয়া যাবে। আপনি যে খুশি শুনে আমারো ভাল লাগলো……

    @mithun neil: এই একটিভেটর দিয়ে একটিভেট করবেন http://anonymz.com/?http://www.solidfiles.com/d/c621f2fa09/ …।। আর ওই ফাইল টা দিয়ে যদি কাজ না হয় তবে ফাইলটা রিনেম করে asei.cfg দিবেন। মানে ei এর আগে শুধু as লাগায়া দিবেন। ব্যাস। তারপর সুন্দর মত সেটআপ দিয়ে একটিভেট করবেন। আর সিরিয়াল চাইলে Skip দিবেন………

Level 0

@তাহিদুল ভাই ,উইন্ডোজ ৮ ইন্সটল দিয়েছি সব ঠিক ঠাক আসে কিন্তু DVD ড্রাইভ আবার নাই, আপনার পদ্ধতিতে কাজ করলাম হোলনা ,আবার নেট ব্যাবহার করতে গেলে firefox 12 & bulit in explorer crash করছে, কিন্তু অপেরা ক্রাশ করছে না,তবে পেজ লোড নিতে অনেক সময় নিচ্ছে,ভাই অনেক ঝামেলার ধ্যে আছি , প্লিস হেল্প। প্লিস। …

    @Saikat: হায় রে ভাই…………। আপনার ডিস্ক এই সমস্যা মিয়া…।। ডিস্ক পাল্টান…। নতুন একটা ফ্রেশ উইন্ডোজ ৮ প্রফেশনাল (আইডিবি থেকে) disk কিনে পুরা ফরম্যাট দিয়ে ইন্সটল দেন। তারপর মাদারবোর্ড এর ডিস্ক থেকে ড্রাইভার ভালমত ইন্সটল করুন। তারপর দেখবেন সমস্যা বাপ বাপ করতে পালাবে…… আর আপনার হার্ডওয়্যার এ প্রব্লেম আছে কিনা সেটা একটু ভালমত টেস্ট করে নিবেন। ডিভিডি ড্রাইভ খুলে আরেকবার লাগাবেন। এরপর তো অবশ্যই আসবে…………… আর আরেকটা কথা ফায়ারফক্স ১২ কেন ইউজ করবেন। ১২ তো উইন্ডোজ ৮ এর জন্য না। ফায়ারফক্স ১৭ ইন্সটল করবেন।। সবসময় লেটেস্ট সফটওয়্যার ব্যাবহার করবেন তাহলে ভবিষ্যতে ইনশা আল্লাহ্‌ আর প্রব্লেম হবে না…………।
    ভাল থাকবেন…………………

    @Saikat: আর আপনি কোন একটিভেটর দিয়ে এক্টিভ করছেন?? এই একটিভেটর দিয়ে এক্টিভ করবেন http://anonymz.com/?http://www.solidfiles.com/d/c621f2fa09/ তাইলে আর ডিভিডি মামু যাবে না……………………

Level 0

@তাহিদুল ভাই, অনেক ধন্যবাদ।

@tahudul islam . vai kaj to hoe gelo kintu set up dear por dekhi j oita professional na. enterprise version. kemon lage bolen to? techtunes er akta tune theke link nia download disilam 2.5 gb 2 din boisa. tune e kintu lekha silo pro .amar asole luck tai kharap. agami 6 month er moddhe r win 8 dimu na .now i am 7 user 🙂 …………..;( ;(

    @mithun neil: হেহে………।। শেষপর্যন্ত সেভেন এ ফিরে গেলেন?? নেপলিয়ান তো সাত বারের পর ও পরাজয় মানল না…………। আর আপনি একবারেই হেরে গেলেন?????? 😀

@তাহিদুল ইসলা্ম ভাই রে আমার আবার একটু ধৈর্য কম কি যে করি । যাই হোক ভাল থাকবেন।

Level 0

ভাই আমার .NET সমস্যার সমাধাণ হলো না । আপনার যদি সময় থাকে তবে আপনার FB ID অথবা মোবাইল নং টা দিলে খুব ভালো হতো ।

ভাইজান আমার টায় ত হয় না ৬৮.৮ % যাওয়ার পর ইরর দেখায় আমারটার ভার্সন Windows 8 Pro Build 9200 ভাই দয়া করে একটা সমাধান দেন .

vai “Run as Administrator” kivabe set korbo bujhte parsi na ektu bujhie bolen pls

vai thanks kaj hoise ……