Windows 7 Enterprise Edition Activate করব কিভাবে?

Good Evening!

আমি আমার DELL VOSTRO 1015 এ windows7 enterprise edition install করেছি।

----------------------------------------------------------------------

আমার একটা সিরিয়াল কি বা কোনো Activator software দরকার।

----------------------------------------------------------------------

আমার এই মডেল টার সাথে কোনো DRIVER সিডি ছিল না।

আমার Windows 7 এর DRIVER গুলো ও দরকার।

-----------------------------------------------------------------------

আমার খুব জরুরী দরকার। আমার windows next ৩ দিন এর ভিতর Deactivate হবে।

pls আমাকে কেঊ সাহায্য করুন।

Rifat Ahmed

 

Level 0

আমি রিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নিচের একটিভেটর ডাউনলোড করে ইন্সটল করেন উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্যঃ
http://www.ziddu.com/download/16443669/Win7Activator.rar.html

আর নিচের লিঙ্কে গিয়ে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করেন, তারপর ওখান থেকে সব ড্রাইভার ডাউনলোড করতে পারবেন। সাধারনত, সবগুলো ড্রাইভার প্রয়োজন হয় না, যেগুলা যেগুলা দরকার, সেগুলোই শুধু ডাউনলোড করতে পারেনঃ
http://support.dell.com/support/downloads/driverslist.aspx?c=us&cs=19&l=en&s=dhs&ServiceTag=&SystemID=VOS_N_1015&os=WLH&osl=en&catid=&impid=

Level 0

আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি; ল্যাপটপের সাথে কখনই ড্রাইভারের সিডি দেয়া হয় না; সাধারনত My Documents অথবা D Drive-এর ভিতর প্রয়োজনীয় সব ড্রাইভারগুলো দেয়া থাকে। তাই, একটু খুঁজে দেখতে পারেন। তাহলে আর কষ্ট করে আপনাকে ড্রাইভার ডাউনলোড করতে হবে না।