আমি বর্তমানে Xp_Sp3 ব্যবহার করছি । এতে একটা চরম সুবিধা নেই যা Windows-7-এ ছিল । বাংলা Subtitle দেখার সময় বা কোন বাংলা webpage PDF করার পর তা এইরকম দেখায় ।
তাছাড়া আমি এই Subtitle-টা Windows-7-এর Notepad-এ open করে দেখেছি; বাংলা show করে । এ কারণে Windows-7-এর সব Font কপি করে Xp_Sp3-তে দিয়েছি তবু হচ্ছে না । যদি কেউ সমাধান জানেন তবে বলবেন প্লিজ... Font এর সমস্যা হলে দরকারী ফন্টগুলো একটু আপলোড করে দেবেন, তাহলে অনেক উপকৃত হব ।
আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin
আপনার পিসি তে iComplex নাই। অভ্র ইন্সটল করেন, সব ঠিক হয়ে যাবে