আমরা অনেকেই আমাদের কম্পিউটারের ইউজার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।কিন্তু আপনি কখনও যদি পাসওয়ার্ড ভুলে যান এবং মনে করুন কোথাও লিখে রাখেননি,কোন হিন্টও না।তখন আপনার অবস্থা কি রকম হবে?একটু ভেবে দেখুন তো।
এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করা।তার সাথে অন্যান্য সমস্যা না বলাই ভাল হবে।কিন্তু একটু সচেতন হলে যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন এরকম পরিস্থিতি এড়াতে পারেন।
এই সমস্যার একটি সহজ সমাধান হতে পারে একটু সতর্কতা এবং উইন্ডোজ ৭ এর Forgotten Password wizard নামক টুলটির সাহায্যে userkey.psw নামে একটি ফাইল তৈরি হবে যা পাসওয়ার্ড ভুলে গেলে ব্যবহার করে পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন।
এজন্য স্টার্ট মেনুর সার্চ মেনুতে Password reset disk বা Forgotten password লিখে সার্চ করে অথবা Control Panel>User Accounts and Family Safety উইন্ডোর বামদিক থেকে Create a password reset disk নির্বাচন করতে হবে।চালু করলে নিচের উইন্ডোটি দেখা যাবে।
এখন নেক্সট(Next)বাটনে চেপে পরবর্তী উইন্ডো থেকে ড্রাইভে সিলেক্ট করতে হবে।মনে রাখা দরকার এ জন্য বহনযোগ্য মিডিয়া যেমন:পেন ড্রাইভে,ডিস্ক ব্যবহার করতে হবে।
তারপর পাসওয়ার্ড চাইবে।আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিন।না থাকলে খালি রেখে নেক্সট বাটনে চাপুন।
ফাইলটি তৈরি হলে শেষ বাটনে চেপে উইন্ডোটি বন্ধ করে দিন।
প্রায় ২ মেগাবাইটের ফাইলটি সহজেই সংরক্ষণ করা যাবে।এই ফাইলটিই মূল উপাদান।কেউ যদি আপনারটির অনুলিপি নিয়ে যায় তাহলে এর সাহায্যে আপনার কম্পিউটারে লগইন করতে পারে।এজন্য চিন্তা না করে নতুন করে আরেকটি তৈরি করে নিন।পুরনোটি বাতিল হয়ে যাবে।
ব্যবহার:পাসওয়ার্ড ভুলে গেলে কম্পিউটার চালু করে ভুল পাসওয়ার্ড টাইপ করুন এবং যে পেন-ড্রাইভ বা সিডিতে ফাইলটি সংরক্ষণ করা তা প্রবেশ করান।তার পরবর্তী উইন্ডোতে পাসওয়ার্ডের ঘরের নিচে রিসেট পাসওয়ার্ডে(Reset password)ক্লিক করলে Forgotten Password Wizardচালু হবে।পূর্বের মত করে ড্রাইভ বাছাই করে নেক্সটে ক্লিক করে পরবর্তী উইন্ডোতে নতুন পাসওয়ার্ড ও হিন্ট দিয়ে সংরক্ষণ করুন।এবার আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।
এটি শুধু মাইক্রোসফটের উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কাজ করবে।
এই টিউনটি Plasma ব্লগে পূর্বপ্রকাশিত৷
আমি মোঃ রানা মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরিসংখ্যান নিয়ে পড়ছি সাস্টে ।
dhonnobad…