ভাইরা, একটু Help চাই-(Windows-7)

প্রিয় নেটিজেন ভাইরা, আমি Windows-7 নিয়ে একটু ঝামেলায় পড়েছি । যখনই Windows-7 আমার PC-তে ইনষ্টল করছি তখনই এ সমস্যাটার সম্মুখীন হচ্ছি। আমার PC-র হার্ড ডিস্ক থেকে ক্রমে ক্রমে একটা একটা পার্টিশন গায়েব হয়ে যাচ্ছে । পরে সেটা Open করলে Format দিতে বলছে । আর প্রতিবার LogOn/Start এর পর এই Message-টা দিচ্ছে -

তাছাড়া Setup-এর সময় যখন পার্টিশন সিলেক্ট করতে বলে তখন এরকম একটা Message দেয়

"Windows can not setup into this partition because one of the disk may fail soon"

আমি এ কারণে আমার PC-র হার্ড ডিস্ক এর সকল পার্টিশন Delete করে আবার নতুন করে Create করেছি । তবু হচ্ছে না । কেউ সমাধান জানলে Comment এর মাধ্যমে আমাকে জানাবেন Please...

Level 0

আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

SMART এ চেক করে বলেন তো কি কি দেখাচ্ছে? ব্যাড সেক্টরের কারণে হতে পারে।

    Level 0

    Smart কী? এতে কী/কীভাবে কাজ করে ? বিস্তারিত বলবেন প্লিজ… Xp-তে কোন সমস্যা হচ্ছে না কিন্তু ।

    HD Tune নামের একটা সফটওয়্যার ডাউনলোড করেন। ২/৩ মেগা। সেটা দিয়ে SMART এ কী লেখা আছে দেখে বুঝবেন ডিস্ক এর কি অবস্থা।

    SAMRT = Self-Monitoring, Analysis, and Reporting Technology

    এটা হার্ডডিস্ক এর প্রবলেম ডিটেকট করে।

আপনার হার্ড ডিস্ক টা বদলে নিন ভাল হবে।

Level 0

যত তাড়াতাড়ি সম্ভব আপনার হার্ডডিস্ক একটি ভাল কম্পইউটারে লাগিয়ে আপনার সকল জরূরী ডাটা সংরক্ষন করে নিন !!

এখন আপনার সম্পূর্ন হার্ডডিস্ক এর সকল পার্টিশন ডিলেট করে নতুন করে পার্টিশন করুন । এর পর ও যদি কাজ না হয় . . .

নতুন একটি ভালো মানের Original "" Western Digital "" হার্ডডিস্ক কিনে নিন । আসলে BD তে অনেক নকল জিনিস পত্র পাওয়া যায় .. তাই বললাম ।

Level 0

আপনার হার্ডডিস্কটি আর কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করবে। তাড়াতাড়ি ব্যাকআপ নিয়ে নিন। এই একই সমস্যা মাসখানেক আগে আমারও হয়েছিল, পুরা হার্ডডিস্কটি বাতিল হয়ে গিয়েছিল। ওয়ারেনটি থাকায় মুফতেই আরেকটি হার্ডডিস্ক পেয়েছিলাম। নাহলে টাকার গচ্চা দিতে হতো ।

    ঠিক! ডিস্ক রোগাক্রান্ত। যেকোন সময় ………… ইন্নালিল্লাহ…… রাজেউন

    Level 0

    ভাই, আমার হার্ড ডিস্কের Warranty আছে । কিন্তু বলে কিনা নষ্ট না হইলে Replacement দেয়া যাবে না ।

Level 0

ভাই, বয়স কি আর কম হইছে? নতুন একটা কম্পু কিনে নেন।

    Level 0

    আপনি কেমনে জানলেন আমার PC-র HDD এর বয়স বাড়ছে ?