প্রিয় নেটিজেন ভাইরা, আমি Windows-7 নিয়ে একটু ঝামেলায় পড়েছি । যখনই Windows-7 আমার PC-তে ইনষ্টল করছি তখনই এ সমস্যাটার সম্মুখীন হচ্ছি। আমার PC-র হার্ড ডিস্ক থেকে ক্রমে ক্রমে একটা একটা পার্টিশন গায়েব হয়ে যাচ্ছে । পরে সেটা Open করলে Format দিতে বলছে । আর প্রতিবার LogOn/Start এর পর এই Message-টা দিচ্ছে -
তাছাড়া Setup-এর সময় যখন পার্টিশন সিলেক্ট করতে বলে তখন এরকম একটা Message দেয়
"Windows can not setup into this partition because one of the disk may fail soon"
আমি এ কারণে আমার PC-র হার্ড ডিস্ক এর সকল পার্টিশন Delete করে আবার নতুন করে Create করেছি । তবু হচ্ছে না । কেউ সমাধান জানলে Comment এর মাধ্যমে আমাকে জানাবেন Please...
আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin
SMART এ চেক করে বলেন তো কি কি দেখাচ্ছে? ব্যাড সেক্টরের কারণে হতে পারে।