পেনড্রাইভ বুটেবল+উইন্ডোজ ৭ সেটআপ করা যায় কিভাবে ………….

উইন্ডোজ ৭ এর জন্য পেনড্রাইভ কে বুটেবল করব কিভাবে জানাবেন আমি খুব বিপদে আছি। আমার সব কাজ বন্ধ হয়ে আছে। আমার নোটবুকে সিডিরম নাই তাই আমার এই পন্থা অবলম্বন করতেই হবে। বিস্তারিত জানালে আমার অনেক উপকারে আসবে। আশা করি কেউ আমাকে অবশ্যই জানাবে।

Level 0

আমি AvBqye। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে Accessories থেকে Command prompt টা Run as administrator হিসেবে ওপেন করেন। অথবা command prompt টা Ctrl+Alt+Enter চেপে ওপেন করেন। তারপর নিচের কোড লিখেন

DISKPART
LIST DISK

আপনার হার্ডডিস্ক Disk 0 আর USB Drive টা Disk 1 দেখাবে। বেশি পেন ড্রাইভ থাকলে Disk 2, 3 এভাবে আসবে। পাশে সাইজ লিখা থাকবে। ওটা দেখেই বুঝবেন। তারপর লিখুন

SELECT DISK 1
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS QUICK
ASSIGN
EXIT

এবার কমান্ড উইন্ডো ক্লোজ করে দিন। তারপর উইন্ডোজ এর ডিভিডি ঢোকান। ধরুন ডিভিডি ড্রাইভ হল G. আর আপনার পেন ড্রাইভ H. তাহলে আবার প্রথম নিয়মে Command prompt ওপেন করে লিখুন

G: CD BOOT
CD BOOT
BOOTSECT.EXE /NT60 H:

ব্যাস! কাজ শেষ। এবার উইন্ডোজ এর ডিভিডি পুরাটা পেন ড্রাইভ এ কপি করে পিসি রিস্টার্ট দিন। F10 বা Del চেপে ইউএসবি বুট করে দেখুন, উইন্ডোজ সেটআপ নিবে। 🙂

    আশা করি আপনার নোটবুক ৩২ বিট। তাহলে এই কাজ টা ৩২বিট পিসি তে করবেন। ৬৪বিট সেটআপ দিতে চাইলে ৬৪বিট পিসি তে কাজ টা করবেন।

    Level 0

    আমি যখন List Disk লিখি তখন আমার স্কীনে
    <img src="http://dnc.techtunes.io/tDrive/tuner/avbqye/68552/Image-75×75.jpg&quot; alt="" title="Image" width="75" height="75" class="alignleft size-thumbnail wp-image-68553" /> ভাসে আমি কি করব।

    Disk### Status Size Free Dyn Gpt
    ———- ——– ——- —— —— ———
    Disk0 Online 466 GB 0B
    আমার পেনড্রাইভ লাগানো কিন্তু Online দেখায়না।

    pen drive কী পেয়েছে? মাই কম্পিউটার এ শো করছে? না করলে দয়া করে অন্য একটা পেন ড্রাইভ নিন।

Level 0

মাই কম্পিউটার এ পেনড্রাইভ পেয়েছে এবং শো করে।My Computer থেকে Manage এ গিয়ে Disk managment এ গেলে Disk 2 Removable Disk Online আছে।তার পরেও ওখানে শো করে না। আমি মহা বিপদে আছি।

    DSIK 1 – ONLINE – XXXX MB এরকম দেখাচ্ছেনা? দেখালে বাকি কাজ করে ফেলুন ভাই, পেন ড্রাইভ ঠিক থাকলেই চলবে।

এখানে দেখুন।স্ক্রিন সট সহ দেয়া আছে।

http://goo.gl/qLFXw

Level 0

bootable bad dite chaile ki korte hobe??

Level 0

Ayub : ভাই বলছে ওনার নোটবুকে ডিভিডি নাই তাহলে কি হবে? মানে আমারও ডিভিডি নষ্ট কিভাবে করা যায়।