উইন্ডোজ ৭ এর জন্য পেনড্রাইভ কে বুটেবল করব কিভাবে জানাবেন আমি খুব বিপদে আছি। আমার সব কাজ বন্ধ হয়ে আছে। আমার নোটবুকে সিডিরম নাই তাই আমার এই পন্থা অবলম্বন করতেই হবে। বিস্তারিত জানালে আমার অনেক উপকারে আসবে। আশা করি কেউ আমাকে অবশ্যই জানাবে।
আমি AvBqye। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমে Accessories থেকে Command prompt টা Run as administrator হিসেবে ওপেন করেন। অথবা command prompt টা Ctrl+Alt+Enter চেপে ওপেন করেন। তারপর নিচের কোড লিখেন
DISKPART LIST DISK
আপনার হার্ডডিস্ক Disk 0 আর USB Drive টা Disk 1 দেখাবে। বেশি পেন ড্রাইভ থাকলে Disk 2, 3 এভাবে আসবে। পাশে সাইজ লিখা থাকবে। ওটা দেখেই বুঝবেন। তারপর লিখুন
SELECT DISK 1 CLEAN CREATE PARTITION PRIMARY SELECT PARTITION 1 ACTIVE FORMAT FS=NTFS QUICK ASSIGN EXIT
এবার কমান্ড উইন্ডো ক্লোজ করে দিন। তারপর উইন্ডোজ এর ডিভিডি ঢোকান। ধরুন ডিভিডি ড্রাইভ হল G. আর আপনার পেন ড্রাইভ H. তাহলে আবার প্রথম নিয়মে Command prompt ওপেন করে লিখুন
G: CD BOOT CD BOOT BOOTSECT.EXE /NT60 H:
ব্যাস! কাজ শেষ। এবার উইন্ডোজ এর ডিভিডি পুরাটা পেন ড্রাইভ এ কপি করে পিসি রিস্টার্ট দিন। F10 বা Del চেপে ইউএসবি বুট করে দেখুন, উইন্ডোজ সেটআপ নিবে। 🙂
মাই কম্পিউটার এ পেনড্রাইভ পেয়েছে এবং শো করে।My Computer থেকে Manage এ গিয়ে Disk managment এ গেলে Disk 2 Removable Disk Online আছে।তার পরেও ওখানে শো করে না। আমি মহা বিপদে আছি।
প্রথমে Accessories থেকে Command prompt টা Run as administrator হিসেবে ওপেন করেন। অথবা command prompt টা Ctrl+Alt+Enter চেপে ওপেন করেন। তারপর নিচের কোড লিখেন
DISKPART
LIST DISK
আপনার হার্ডডিস্ক Disk 0 আর USB Drive টা Disk 1 দেখাবে। বেশি পেন ড্রাইভ থাকলে Disk 2, 3 এভাবে আসবে। পাশে সাইজ লিখা থাকবে। ওটা দেখেই বুঝবেন। তারপর লিখুন
SELECT DISK 1
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS QUICK
ASSIGN
EXIT
এবার কমান্ড উইন্ডো ক্লোজ করে দিন। তারপর উইন্ডোজ এর ডিভিডি ঢোকান। ধরুন ডিভিডি ড্রাইভ হল G. আর আপনার পেন ড্রাইভ H. তাহলে আবার প্রথম নিয়মে Command prompt ওপেন করে লিখুন
G: CD BOOT
CD BOOT
BOOTSECT.EXE /NT60 H:
ব্যাস! কাজ শেষ। এবার উইন্ডোজ এর ডিভিডি পুরাটা পেন ড্রাইভ এ কপি করে পিসি রিস্টার্ট দিন। F10 বা Del চেপে ইউএসবি বুট করে দেখুন, উইন্ডোজ সেটআপ নিবে। 🙂