১। আমি উইন্ডোজ সেটআপ শিখতে চাই, (কম্পিটার সেটআপের কিচ্ছু জানিনা) ২। উইন্ডোজ ৭ সেটআপ দিতে চাই, আমার কাছে নাই, ৩। উইন্ডোজ ৭ (আলটিমেট)পাইরেট কপি ইন্সটল করা আছে, যেটা মাইক্রসফটের কাছে ধরা খেয়ে বসে আছে, এটাকেই কি জেনুইন করা যাবে ? কিভাবে? কোন বিশাল মনের টেক টিউনার নিশ্চই আমাকে সাহায্য করবেন । প্লিজ।
আমি S M A Zahid Fuad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই লিঙ্ক এ যেয়ে টরেন্ট ফাইল থেকে মেগার সফটওয়্যার ডাউনলোড করে নিন। টেক্সট ফাইল এ লিখা আছে কীভাবে অ্যাক্টিভ করতে হবে। প্যাচ শেষে Remove WAT চালু করুন। এটা আপনার জেনুইন চেক করার অপশন সরিয়ে ফেলবে। ফলে আর কখন অ্যাক্টিভ করার ঝামেলা পোহাতে হবেনা।
করা যাবে।