Windows 7 Setup – সাহায্য করবেন

১। আমি উইন্ডোজ সেটআপ শিখতে চাই, (কম্পিটার সেটআপের কিচ্ছু জানিনা)
২। উইন্ডোজ ৭ সেটআপ দিতে চাই, আমার কাছে নাই,
৩। উইন্ডোজ ৭ (আলটিমেট)পাইরেট কপি ইন্সটল করা আছে, যেটা মাইক্রসফটের কাছে ধরা খেয়ে বসে আছে, এটাকেই কি জেনুইন করা যাবে ? কিভাবে?
কোন বিশাল মনের টেক টিউনার নিশ্চই আমাকে সাহায্য করবেন । প্লিজ।

Level 2

আমি S M A Zahid Fuad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

করা যাবে।

    http://torrents.thepiratebay.org/5472998/Windows_7_Activator_RemoveWAT_v2.2.5.2_by_Hazar.5472998.TPB.torrent

    এই লিঙ্ক এ যেয়ে টরেন্ট ফাইল থেকে মেগার সফটওয়্যার ডাউনলোড করে নিন। টেক্সট ফাইল এ লিখা আছে কীভাবে অ্যাক্টিভ করতে হবে। প্যাচ শেষে Remove WAT চালু করুন। এটা আপনার জেনুইন চেক করার অপশন সরিয়ে ফেলবে। ফলে আর কখন অ্যাক্টিভ করার ঝামেলা পোহাতে হবেনা।

    আর আপনি উইন্ডোজ এর অটো আপডেট অফ করে রাখবেন। নাতো আবারো ধরা খেয়ে যাবেন। 😛

i frequently updated my win 7 which is pirated but never been blocked. Microsoft gives update to its pirate windows